| ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

চরম দুসংবাদ: মাঠে নেইমারের ফুটবল ঝলক আর দেখা যাবে না

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ নভেম্বর ২৯ ১৫:৪২:৫৭
চরম দুসংবাদ: মাঠে নেইমারের ফুটবল ঝলক আর দেখা যাবে না

কিন্তু জয় এলেও পিএসজি সমর্থকেরা খুব একটা খুশি হতে পারছেন না। নেইমার যে কাল গোড়ালির চোটে পড়ে মাঠের বাইরে চলে গেছেন! ম্যাচের পর যতই ইনস্টাগ্রাম বার্তায় আরও শক্তপোক্ত, আরও ঝরঝরে হয়ে ফেরার প্রতিশ্রুতি দিন না কেন, নেইমার কত দিন মাঠের বাইরে থাকবেন, সেটি নিয়ে সংশয়ে থাকতেই হচ্ছে পিএসজি সমর্থকদের। সংশয় এখনো কাটেনি, তবে ফ্রান্স থেকে খুব একটা ভালো সংবাদও আসছে না।

এখন পর্যন্ত খবর, চোটে ছয় সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত এমনই জানাচ্ছে। ফরাসি ফুটবলবিষয়ক ব্লগ ‘গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ’ও জানাচ্ছে, আজ আরও পরীক্ষা-নিরীক্ষা শেষে নেইমারের চোটের আসল অবস্থা জানা যাবে।

তবে আপাতত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে, এমনটা জানাচ্ছে তারাও। তার মানে, এ বছর আর মাঠে নামা হচ্ছে না নেইমারের।

সেঁত এতিয়েনের বিপক্ষে গতকাল ম্যাচের ৮৪ মিনিটের সময় চোট পেয়েছেন নেইমার। এতিয়েন রাইটব্যাক ইভান মাকোর ট্যাকল থেকে বাঁচতে লাফ দিয়েছিলেন নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান তারকার বাঁ পা পড়ে মাকোর ডান পায়ের ওপর।

বেকায়দাভাবে পা পড়ায় তাল সামলাতে পারেননি নেইমার, এ সময় গোড়ালি বেঁকে যায় তাঁর। ব্যথায় সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে ওঠেন নেইমার, চোখ গড়িয়ে জলও পড়েছে। এরপর স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান তারকাকে।

ম্যাচ শেষে ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়েন নেইমার। তখনো তাঁর পায়ের ব্যথার ছাপ অঙ্গভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল।

গতকাল চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই স্ক্যান করানো হয়েছে নেইমারের। আরএমসি স্পোর্ত জানাচ্ছে, প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষায় নেইমারের গোড়ালি মচকে যাওয়ার প্রমাণ মিলেছে। সঙ্গে থাকা পিএসজির চিকিৎসক জানিয়েছেন, মোচড়টা গুরুতর। অন্তত দেড় মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। সে ক্ষেত্রে পিএসজির হয়ে আরও ছয়টি ম্যাচ খেলতে পারবেন না তিনি।

তবে এসবই প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাৎক্ষণিক ধারণা। নেইমারের আরও পরীক্ষা–নিরীক্ষা হবে আজ। চোটটা আসলেই কতটা গুরুতর, সেটির কারণে কত দিন মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে, সবই বোঝা যাবে পরীক্ষার পর

নেইমার অবশ্য গতকাল চোট পাওয়ার পর ম্যাচ শেষে ইনস্টাগ্রামে আরও ভালোভাবে ফিরে আসার আশার কথা জানিয়েছেন, ‘দুঃখজনকভাবে, এসব একজন অ্যাথলেটের জীবনের অংশ। এর মধ্যেই মাথা উঁচু করেই থাকতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। আমি আরও ভালো ও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

চোটটা এমন সময়ে পেলেন নেইমার, যখন তাঁর পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে। শুধু নেইমারই নন, পিএসজির আক্রমণত্রয়ীতে তাঁর পুরোনো বন্ধু লিওনেল মেসিরও সমালোচনা হচ্ছে অনেক।

মেসি না হয় শেষ বয়সে এসে প্রথমবার ক্লাব বদলেছেন, সেখানে চোটের সঙ্গে যুঝতে হয়েছে তাঁকেও, জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে দু-একটি ম্যাচ মিস করেছেন। তার মধ্যেও গোল করে এবং করিয়ে কয়েকটি ম্যাচে পিএসজিকে উদ্ধার করেছেন…৩৪ বছর বয়সী আর্জেন্টাইনের পারফরম্যান্সের তাই ব্যাখ্যা পাওয়া যায়। কিন্তু নেইমারের ক্ষেত্রে ব্যাখ্যা কী?

এ মৌসুমে লিগে ১০ ম্যাচে নেইমার গোল করেছেন ৩টি, করিয়েছেন ৩টি। চ্যাম্পিয়নস লিগের ৪ ম্যাচে কোনো গোল করতে বা করাতে পারেননি। এর মধ্যে চোট-নিষেধাজ্ঞায় ৯টি ম্যাচ মিসও করেছেন নেইমার!

সব একপাশে রেখেও গতকাল যখন মেসি-নেইমার-এমবাপ্পে-রামোস-দি মারিয়াদের নিয়ে প্রায় সর্বশক্তির দল প্রথমবার দেখার আনন্দে ছিলেন পিএসজি সমর্থকেরা, তার মধ্যে নেইমারের চোট এল উৎসব মাটি করতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

ইনজুরি জর্জরিত ভারতের দেয়ালে পিঠ ঠেকানো অবস্থা, এবার জবাব দেওয়ার পালা

ইনজুরি জর্জরিত ভারতের দেয়ালে পিঠ ঠেকানো অবস্থা, এবার জবাব দেওয়ার পালা

নিজস্ব প্রতিবেদক ; টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত এখন অল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের মুখোমুখি। ...

ম্যাচ শেষে উত্তরার মাইলস্টোন ট্রাজেডি নিয়ে সংবাদ সম্মেলনে যা যা বললেন লিটন দাস

ম্যাচ শেষে উত্তরার মাইলস্টোন ট্রাজেডি নিয়ে সংবাদ সম্মেলনে যা যা বললেন লিটন দাস

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে সিরিজ জয়ের মাধ্যমে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ...

ফুটবল

মেসি ও রোনালদোকে যে উপাধী দিলেন : ডি গিয়া

মেসি ও রোনালদোকে যে উপাধী দিলেন : ডি গিয়া

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে এবার অবিশ্বাস্য এক ...

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫: নেপালকে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫: নেপালকে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চার গোল একাই! সাগরিকার দুরন্ত নৈপুণ্যে উড়ল লাল-সবুজের বিজয় পতাকা। আজ সাফ অনূর্ধ্ব-২০ ...

Scroll to top

রে
Close button