| ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

হাসপাতালে রাব্বি, বদলি সোহান

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ নভেম্বর ২৯ ১২:০৬:০৪
হাসপাতালে রাব্বি, বদলি সোহান

ম্যাচের ৩০তম ওভারের পঞ্চম বলটিই মাথায় লাগে রাব্বির। বলটি শট লেন্থে করেছিলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রচণ্ড গতির বলটিকে ডাক করে মাথার ওপর দিয়ে চলে যেতে দিয়েছিলেন ইয়াসির আলী রাব্বি। কিন্তু বল এতটা উপরে উঠলো না। ফলে সেটি গিয়ে আঘাত হানে রাব্বির হেলমেটে, বাম চোখের কোনের কাছে।

সঙ্গে সঙ্গে দলীয় চিকিৎসক এসে রাব্বিকে শুশ্রুষা দেয়ার চেষ্টা করেন। এরপর শাহিনের ওভারের শেষ বলটিও মোকাবেলা করেন রাব্বি। পরের ওভারটি করতে আসেন পাকিস্তান স্পিনার নৌমান আলি।

তার পুরো ওভারটাও খেলেন ইয়াসির আলি। কিন্তু মাথার যন্ত্রণায় আর টিকতে না পেরে শেষ পর্যন্ত মাঠের বাইরেই চলে যেতে বাধ্য হন তিনি। রিটায়ার্ড হার্ট হয়ে গেলেন তিনি ৩৬ রানে। যদিও শেষের দিকে মাঠে নামার সুযোগ ছিল তার। কিন্তু তার ব্যাপারে আর ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট।

যেহেতু মাথায় আঘাত লেগেছে, সে কারণে কনকাশন করার সুযোগ রয়েছে। ফলে সমমানের আরেক ক্রিকেটার তথা নুরুল হাসান সোহানকেই পরিবর্তিত ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে বাংলাদেশ। এই ইনিংসেই ব্যাট করতে নামতে পারব্নে সোহান।

রাব্বির পরিবর্তে মাঠে নামলেন মেহেদী হাসান মিরাজ। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৩৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৫। ২৮ রান নিয়ে ব্যাট করছেন লিটন দাস এবং মিরাজ রয়েছেন ৫ রানে।

এর আগে দিনের শুরুর তৃতীয় বলেই পাকিস্তানি পেসার হাসান আলির হাতে বোল্ড হয়ে গেলেন উইকেটে থাকা মুশফিকুর রহিম। দুটি লুজ বল দেয়ার পর তৃতীয় বলটি পারফেক্ট কর্কার ছিল হাসান আলির। মুশফিক ভেবেছিলেন অফ স্ট্যাম্প মিস করে যাবে বলটি। এ কারণে তিনি ব্যাট দিয়ে বল না ঠেকিয়ে ছেড়ে দেন; কিন্তু না, অফস্ট্যাম্পকে উড়িয়ে নিয়েই চলে গেলো বল।

স্রেফ বোকামি ছাড়া আর কিছুই নয়। অফ স্ট্যাম্পের ওপর থাকা বলটাকেই সঠিকভাবে বিচার করতে পারলেন না মুশফিক। দিনের প্রথম বলে একটি বাউন্ডারি মেরে যেন আত্মবিশ্বাসটা আকাশে উড়তে চাইছিল তার। সেটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো। হাসান আলির ট্রিকসটাই বুঝতে পারলেন না তিনি। ৩৩ বল মোকাবেলায় ১৬ রান করে আউট হলেন তিনি

ক্রিকেট

ওয়ানডে দুনিয়ায় নতুন রেকর্ড: প্রথম পাঁচ ম্যাচেই রেকর্ড

ওয়ানডে দুনিয়ায় নতুন রেকর্ড: প্রথম পাঁচ ম্যাচেই রেকর্ড

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তারকা ম্যাথু ব্রিটস্কি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখার পথে। অভিষেকের ...

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে পৌঁছেছে। বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ...

ফুটবল

তবে কি বিশ্বকাপে খেলবেন মেসি, যা বললেন তিনি নিজেই

তবে কি বিশ্বকাপে খেলবেন মেসি, যা বললেন তিনি নিজেই

নিজস্ব প্রতিবেদক: বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে শুক্রবার ভোরে ইতিহাসের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। আর্জেন্টিনার মহাতারকা ...

আর্জেন্টিনা বনাম ইকুয়েডর: মহারণের আগে সব তথ্য

আর্জেন্টিনা বনাম ইকুয়েডর: মহারণের আগে সব তথ্য

নিজস্ব প্রতিবেদক : আবারও আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইকুয়েডর। ম্যাচটি অনুষ্ঠিত হবে ...

Scroll to top

রে
Close button