আম্পায়ারদের ভুলের খেসারত দিচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের রিভিউ জমিয়ে রাখার প্রবণতায় বড় লাভই হয়েছে পাকিস্তানের। স্বাগতিকদের করা ৩৪৫ রানের জবাবে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৭৯ রান। তারা এখন পিছিয়ে রয়েছে ২৫১ রানে। দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক করছেন নিখুঁত ব্যাটিং।
অথচ তাদের এই জুটি ভেঙে যেতে পারতো মাত্র ৩১ রানেই। তাইজুল ইসলামের করা ১৩তম ওভারের পঞ্চম বলটি ছিল আর্মার। পেছনের পায়ে গিয়ে সেটি কাট খেলতে চেষ্টা করেন অভিষিক্ত আব্দুল্লাহ শফিক। বল তার ব্যাটে লাগার আগে আঘাত হানে প্যাডে।
উইকেটরক্ষক লিটন জোরালো আবেদন করেন কিন্তু আম্পায়ার আউট দেননি। বোলার তাইজুল বুঝতেই পারেননি বলটি যে আগে লেগেছে প্যাডে। আগে ব্যাটে লেগেছে ভেবে সেটিতে রিভিউ নেওয়ার জন্য অধিনায়ককে জোর করেননি তাইজুল। ফলে সে দফায় রিভিউ নেওয়া হয়নি।
পরে টিভি রিপ্লেতে দেখা যায় বলটি আগে প্যাডেই লেগেছে এবং সেটি আঘাত হানতো স্ট্যাম্পে। অর্থাৎ রিভিউ নিলে শফিকের বিদায়ঘণ্টা বেজে যেতো। কিন্তু রিভিউ না নেওয়ায় ব্যক্তিগত ৯ রানে বেঁচে যান এ ডানহাতি ওপেনার। পরে বাকি সময়ে আর কোনো সুযোগই দেননি তিনি।
অপর ওপেনার আবিদ আলি শুরু থেকেই খেলেছেন সাবলীল ভঙ্গিতে। দুই পেসার আবু জায়েদ রাহি, এবাদত হোসেনের দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ কিংবা তাইজুল ইসলামরা চিড় ধরাতে পারেননি আবিদ আলির ব্যাটিংয়ে। অভিষিক্ত সঙ্গীকে নিয়ে নির্বিঘ্নেই চা পান করতে গেছেন আবিদ।
বিরতি দেওয়ার আগেই ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন আবিদ। তিনি অপরাজিত রয়েছেন ৮৯ বলে ৫২ রান করে। শফিকের নামের পাশে রয়েছে ৮৫ বলে ২৭ রান।
এর আগে প্রথম সেশনে ৭৭ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেঞ্চুরিয়ান লিটন দাস আজ করতে পেরেছেন আর ১ রান। টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো নার্ভাস নাইন্টিতে কাঁটা পড়া মুশফিকুর রহিম করেন ৯১ রান। মেহেদি মিরাজ অপরাজিত থাকেন ৩৮ রানে।
- বাংলাদেশের ক্রিকেটে রাজনৈতিক টানাপোড়েন, যে কারনে বাতিল হতে পারে এসিসি মিটিং
- সাফ নারী ফাইনালে প্রথমার্ধেই এগিয়ে বাংলাদেশ, সাগিরার গোলে শিরোপার পথে লাল-সবুজ
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫: নেপালকে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
- বাংলাদেশ বনাম নেপাল: সাফ নারী ফাইনালের মহারণ আজ, লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো ৮৯ মিনিটের খেলা, জেনেনিন ফলাফল
- ভারতের জায়গা কেড়ে নিলো ইংল্যান্ড! কথা রাখলো না আইসিসি, 'ভিলেন' কি পাকিস্তান
- তবে কি পাল্টে যাচ্ছে বাংলাদেশের স্কোয়াড, দেখেনিন আজকের একাদশ
- ৫৪২ রান করেও নট-আউট : অবিশ্বাস্য রেকর্ডের পর ফিরলেন নায়ার
- ঢাকার একটি স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত : আতঙ্কে শিক্ষার্থীরা
- গোল গোল, আবারও গোল বাংলাদেশ ও নেপাল ম্যাচের সর্বশেষ ফলাফল
- বিমান দুর্ঘটনা : যে ছয় দফা দাবিতে উত্তাল মাইলস্টোন, চলছে অবরোধ-বিক্ষোভ
- বাংলাদেশ vs পাকিস্তান : আজকের টি‑২০ ম্যাচের সময় ও একাদশ দেখেনিন
- বাতিল হলো বিসিবির সিদ্ধান্ত
- চরম উত্তেজনার মধ্যে শেষ হলো দ:আফ্রিকার ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেট ম্যাচ
- মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনা নিয়ে যা বললেন বাফুফে সভাপতি