| ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

শেষ ম্যাচে বাংলাদেশ দলে জায়গা পাচ্ছে যে টাইগাররা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ নভেম্বর ২১ ২০:২০:১৫
শেষ ম্যাচে বাংলাদেশ দলে জায়গা পাচ্ছে যে টাইগাররা

সে বহরের সাথে কাল ২২ নভেম্বরই প্র্যাকটিস করবেন সবে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া সাইফ। তার জায়গায় ওপেনার হিসেবে টি-টোয়েন্টি দলে শেষ মুহূর্তের সংযোজন, বাঁ-হাতি ওপেনার পারভেজ হোসেন ইমন।

এছাড়া মোস্তাফিজের বদলে দলে এসেছেন কামরুল ইসলাম রাব্বিও। তার মানে প্রথম দুই ম্যাচে ১৬ জনের মধ্যে সাইফ আর মোস্তাফিজ নেই। তাদের বদলে যুক্ত হয়েছেন পারভেজ ইমন আর পেসার কামরুল ইসলাম রাব্বি।

ওদিকে আগে থেকেই অভিষেকের প্রহর গুনছেন ইয়াসির আলী রাব্বি এবং পেসার শহিদুল ইসলাম। এই চারজনের কাউকে কী কাল সোমবার শেষ ম্যাচের একাদশে দেখা যাবে?

সিরিজ হাতছাড়া করা বাংলাদেশ ২২ নভেম্বর শেষ ম্যাচে কেমন দল সাজাবে, সম্ভাব্য একাদশ কী হবে- সেটাই দেখার। দল নিয়ে টিম ম্যানেজমেন্ট কোন আগাম মন্তব্য করেনি।

বাংলাদেশ আর পাকিস্তান কোন দলেরই অনুশীলন ছিল না আজ। বাবর আজমের দলের সাথে শেষ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর সম্ভাব্য একাদশের গঠন শৈলি কেমন হবে?

কেউ কোন ধারণাও দেননি। তবে খোঁজ নিয়ে জানা গেছে শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য পরিবর্তন দুটি। সাইফের বদলে দলে আসা ওপেনার পারভেজ ইমনের অভিষেক ঘটতে যাচ্ছে প্রায় অনিবার্য্যভাবেই। এছাড়া পেসার শহিদুলকেও লাল সবুজ জার্সি পরে নামতে দেখা যেতে পারে।

টিম ম্যানেজমেন্টের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, সোমবারের ম্যাচে মোস্তাফিজের খেলার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। অপর পেসার শরিফুলেরও হ্যামস্ট্রিংয়ে একটু টান আছে। তাকেও কাল বিশ্রাম দেয়া হতে পারে। ক’দিন পরই টেস্ট সিরিজ। তার আগে তাসকিন, মোস্তাফিজ আর শরিফুলকে বিশ্রামে রাখার চিন্তা আছে টিম ম্যানেজেমেন্টর।

তবে এই তিনজনের মধ্যে তাসকিনকে খেলানো ছাড়া আসলে কোন উপায়ও নেই। কারণ মোস্তাফিজ আর শরিফুল দুজনেরই হালকা ইনজুরি আছে। তবে কী তাদের পরিবর্তে দলে থাকা শহিদুল আর শেষ মুহূর্তের সংযোজন কামরুল ইসলাম রাব্বি- দু’জনই অন্তর্ভুক্ত হবেন?

সে সম্ভাবনা কম। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ‘শেষ ম্যাচে তিন পেসার ফর্মুলা থেকে সরে আসতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে তাসকিনের সাথে দ্বিতীয় পেসার হিসেবে কামরুল ইসলাম রাব্বি নন, শহিদুলকে খেলানোর কথাই ভাবা হচ্ছে বেশি। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামীকাল তরুন পেসার শহিদুলের আন্তর্জাতিক অভিষেকের সম্ভাবনা খুবই বেশি।

পাশাপাশি একদমই না খেলা ইয়াসির আলী রাব্বির অভিষেক হয়ে গেলেও অবাক হবার কিছু থাকবে না। এছাড়া আমিনুল ইসলাম বিপ্লবের জায়গায় বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকেও ‘ট্রাই’ করে দেখা হতে পারে।

তার মানে কাল সোমবারের একাদশে দুই থেকে চারটি পরিবর্তন ঘটতে পারে। সে ক্ষেত্রে সম্ভাব্য একাদশ হতে পারে এমন-

নাইম শেখের সাথে পারভেজ ইমন ওপেনিং। ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত, চার নম্বরে আফিফ হোসেন ধ্রুব, অধিনায়ক মাহমুদউল্লাহ পাঁচ নম্বরে। ছয়ে ইয়াসির আলী রাব্বি, সাত নম্বরে নুরুল হাসান সোহান, আটে শেখ মেহেদি, নয় নম্বরে আমিনুল ইসলাম বিপ্লব কিংবা নাসুম আহমেদের একজন। আর দশ ও এগারো‘তে তাসকিন এবং শহিদুল।

ক্রিকেট

ওয়ানডে দুনিয়ায় নতুন রেকর্ড: প্রথম পাঁচ ম্যাচেই রেকর্ড

ওয়ানডে দুনিয়ায় নতুন রেকর্ড: প্রথম পাঁচ ম্যাচেই রেকর্ড

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তারকা ম্যাথু ব্রিটস্কি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখার পথে। অভিষেকের ...

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে পৌঁছেছে। বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ...

ফুটবল

তবে কি বিশ্বকাপে খেলবেন মেসি, যা বললেন তিনি নিজেই

তবে কি বিশ্বকাপে খেলবেন মেসি, যা বললেন তিনি নিজেই

নিজস্ব প্রতিবেদক: বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে শুক্রবার ভোরে ইতিহাসের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। আর্জেন্টিনার মহাতারকা ...

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো জার্মানি বনাম স্লোভাকিয়ার ম্যাচ

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো জার্মানি বনাম স্লোভাকিয়ার ম্যাচ

বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ ‘এ’-এর এক রোমাঞ্চকর ম্যাচে স্লোভাকিয়া জার্মানিকে ২-০ গোলে হারিয়ে গ্রুপে নিজেদের অবস্থান ...

Scroll to top

রে
Close button