| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

ইংল্যান্ডের ‘পাওয়ার প্যাক’ নিয়ে শঙ্কায় উইলিয়ামসন

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ নভেম্বর ১০ ১১:৪৭:০১
ইংল্যান্ডের ‘পাওয়ার প্যাক’ নিয়ে শঙ্কায় উইলিয়ামসন

আসন্ন ম্যাচে প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে দুই দলেরই সামনে চলে আসছে ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালের স্মৃতি। যেখানে ইংল্যান্ড শিরোপা জয় করেছে। এই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ের পর থেকে তিন ফর্মেটেই ধারাবাহিক পারফর্ম করে আসছে নিউজিল্যান্ড। অপরদিকে ফাস্ট বোলার টাইমাল মিলস ও জেসন রয়ের ইনজুরি ইয়োইন মরগানের দলের কম্বিনেশনকে নড়বড়ে করে দিতে পারে।

উইলিয়ামসন মঙ্গলবার সাংবাদিকেদর বলেন, ‘এটি ঠিক যে টুর্নামেন্টে তাদেরকে ইনজুরির সাথে পাল্লা দিতে হচ্ছে। তবে আমার মনে হয় ইংল্যান্ড দলের যে গভীরতা, তাতে এক পর্যায়ে বিষয়টিকে তারা সামাল দিতে পারবে। এখনো তারা বেশ শক্তিশালী দল। যারা সত্যি ভাল ক্রিকেট খেলছে।’

কিউই অধিনায়ক বলেন, ‘দেখুন তাদের দলে বেশ কিছু ম্যাচ জয়ী খেলোয়াড় রয়েছে। যা বিশাল ব্যাপার। আমার অনুমান, পাওয়ার প্যাক দলটির ব্যাটিং দৃঢ়তাও বেশ গভীর।’ নিউজিল্যান্ডের মুল শক্তি তাদের দুই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। গ্রুপ পর্বে ম্যাচের শুরুতে তারা এর প্রমান দিয়েছেন। নিয়ন্ত্রিত বোলিং দিয়ে বোল্ট ও সাউদি ১৮টি উইকেট ভাগাভাগি করে নিয়েছে। যার ফলে ব্যাটিংয়ের উপর খুব একটা চাপ পড়েনি।

এই পেস জুটি প্রসঙ্গে উইলিয়ামসন বলেন,‘তারা অসাধারন। দলের হয়ে দীর্ঘদিন ধরে সব ফর্মেটে খেলে আসছেন তারা। আমাদের জন্য তারা সত্যিই অভিজ্ঞ অপারেটর। তারা আমাদের জন্য অসাধারণ কাজ করে যাচ্ছেন। আমাদের বোলিং আ’ক্র’মনের নেতৃত্ব দিচ্ছেন, ভিন্ন পরিবেশে নিজেদের মানিয়ে নিচ্ছেন। তারা আমাদের দলের সত্যিকারের মুল শক্তি।’

২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গে মুচকি হেসে উইলিয়ামসন বলেন, নিউজিল্যান্ড ম্যাচটিকে সুপার ওভারে নিয়ে গেলেও বাউন্ডারী গননায় হেরে গেছে। কিউই অধিনায়ক বলেন, দল অনেকটাই এগিয়েছে এবং সামনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, ‘ওই ঘটনা ছিল খেলারই একটি অংশ। সেটি ছিল অসাধারণ একটি ম্যাচ। এখনো যখন ছেলেরা খোশ গল্পে মেতে উঠে তখন সেই প্রসঙ্গও সেই অভিজ্ঞতার গল্পটি চলে আসে।’

আফগানিস্তানের বিপক্ষে আসরের সর্বশেষ ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪০ রান করা উইলিয়ামসন বলেন, তার কনুই এখনো শতভাগ ঠিক হয়নি। তিনি বলেন,‘ এটি ব্যক্তিগত ভাবে আমার জন্য কিছুটা চ্যালেঞ্জের। একদিকে আমাকে যেমন কনুই বাঁচিয়ে খেলতে হবে , তেমনি যতটুকু সম্ভব ম্যাচকে এগিয়ে নিতে হবে। তবে এসব বিষয় নিয়ে আমি খুব বেশী চিন্তিত নই। দেখা যাক নির্ধারিত দিনে কি হয়, সেই দিকেই এখন তাকিয়ে আছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজের ম্যাচের সময় ঘোষণা

আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজের ম্যাচের সময় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতে ২০২৫ সালের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) চতুর্থ আসরের উদ্বোধনী ...

বিসিবি নির্বাচনে এবার নান্নুর নাম, বুলবুল ও তামিমের সঙ্গে টক্কর

বিসিবি নির্বাচনে এবার নান্নুর নাম, বুলবুল ও তামিমের সঙ্গে টক্কর

নিজস্ব প্রতিবেদক : জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের সঙ্গে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, জেনেনিন বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচের ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, জেনেনিন বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচের ফলাফল

নিজস্ব প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়ল ...

শেষ হলো ৭০ মিনিটের খেলা, জেনেনিন বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচের ফলাফল

শেষ হলো ৭০ মিনিটের খেলা, জেনেনিন বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচের ফলাফল

নিজস্ব প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনামের বিপক্ষে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ...

Scroll to top

রে
Close button