| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

বাংলাদেশের মাটিতে বাটলারের মত ক্রিকেটার তৈরি না হওয়ার কারন জানালেন তামিম

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ নভেম্বর ০৩ ১২:১৫:৪৩
বাংলাদেশের মাটিতে বাটলারের মত ক্রিকেটার তৈরি না হওয়ার কারন জানালেন তামিম

২০১১ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাটলারের। শুরুর দিকে ৬-৭ নম্বরে ব্যাটিং করলেও সময়ের বিবর্তনে দলের নির্ভরযোগ্য ওপেনারে পরিণত হন তিনি।

ক্যারিয়ারের শুরুতে উদ্ভাবনী শট খেলায় সুনাম ছিল বাটলারের। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে স্কুপ, রিভার্স সুইপের মতো সাহসী শট খেলতে দেখা যেত তাঁকে। কখনো সফল হয়েছেন কিংবা কখনো ব্যর্থ। কিন্তুই নিজের খেলার ধরন কখনোই বদলাননি ইংলিশ এই উইকেটরক্ষক। তাঁর দেশও তাঁকে সবসময় সমর্থন করেছে।

বাংলাদেশের প্রেক্ষাপট যেন পুরোই আলাদা। দেশের ক্রিকেটে কেউ উদ্ভাবনী শট খেলতে গিয়ে ডাগ-আউটে ফিরে গেলে তাকেই দোষারোপ করা হয় সর্বদিক থেকে। এমন সংস্কৃতির পরিবর্তন হলেই জস বাটলারের মতো কাউকে বাংলাদেশের ক্রিকেটে তৈরি করা সম্ভব বলে মনে করেন তামিম,

অনুষ্ঠানটিতে ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে আলাপকাপে তিনি বলেন, 'আমার মনে হয় কি স্যার, আমরা সবাই চাই জস বাটলারের মতো কাউকে বের করে আনি। কিন্তু আমাদের মানসিকতা এখনো পিছিয়ে আছে। যেমন স্কুপ করে আউট হওয়া যাবে না। সোজা ব্যাটে এক এক রান করে খেলা শেষ করতে হবে। আপনি যদি আফিফকে আমার মতো বানাতে চান তাহলে তো এই ধরনের ক্রিকেটার আসবে না।'

তিনি আরও বলেন, 'জস বাটলার যখন আসলো, ও কিন্তু পুরোপুরি আরেক রকমের খেলোয়াড় ছিল। পেছনে খেলত বা বিভিন্ন শট খেলত। আমার মনে হয় না আমরা এই জিনিসটার জন্য তৈরি আছি, যে এভাবেও ক্রিকেট খেলা যায়। আপনি যদি বলেন আমরা জস বাটলারের মতো কাউকে বের করি না। কেন করি না? এই জিনিস থেকে আপনাদের বের হতে হবে। আফিফ বা আরও যারা আছে ওদের ওভাবে থাকতে দিন। যদি আপনার পছন্দ না হয় ওর খেলার ধরন তাহলে আপনি ওকে নির্বাচনই করবেন না।'

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কয়েকবার রিভার্সসুইপ খেলে ফিরে গিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবদিকেই সমালোচনা হচ্ছে তাঁর। কিন্তু এতে মুশফিকের ওপরেই নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তামিম।

এই প্রসঙ্গে তামিম বলেন, 'একটা নির্দিষ্ট ক্রিকেটারকে নিয়ে এখন আলোচনা চলছে যে কেন সে স্কুপ খেলে, রিভার্স সুপ খেলে। এটা নিয়ে সবাই অনেক বলছে এবং সেটা ওই প্লেয়ারের কানেও যাচ্ছে। এখন ধরেন সামনের কোনও ম্যাচে স্কুপ, রিভার্স সুপ বা সুইপ করার সুযোগ আসছে, সে কিন্তু সেটা করবে না। মনের মধ্যে ভয় কাজ করবে।'

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ...

"এশিয়া কাপ ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ"

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট ...

ফুটবল

"ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়

ফুটবল ভক্তদের চোখ এখন ব্রাজিল-চিলি লড়াইয়ের দিকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি দুই দলের জন্য ...

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল দলে নেইমারকে না রাখার পেছনে ‘ইনজুরির অজুহাত’ দেখিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। কিন্তু বাস্তবে ...

Scroll to top

রে
Close button