ভারতকে হারাতে নতুন কোচের নতুন দল, ভিন্ন কৌশল

সর্বশেষ মোকাবিলায় জামাল ভূঁইয়াদের ২-০ গোলে হারায় প্রতিবেশী দেশটি। বিশ্বকাপ বাছাই পর্বের সেই হারের বদলা নেয়ার সাথে এবারের সাফে জয়ের ধারায় থাকার মিশন। এই লক্ষ্যে সোমবার অস্কার ব্রুজনের ছকে যেমন পরিবর্তন আসছে, তেমনি একাদশেও।
রোববার মালে স্টেডিয়ামে আয়োজিত প্রাক ম্যাচ সংবাদ সম্মেলনে এই ইঙ্গিতই দিলেন বাংলাদেশ কোচ। অন্য দিকে নিজেদের প্রস্তুতির ঘাটতির সাথে তিন গুরুত্বপূর্ণ ফুটবলারের ইনজুরি জনিত অনুপস্থিতি। এই সমস্যা নিয়েও বাংলাদেশের বিপক্ষে জয়ের ধারা অব্যহত রাখার প্রত্যয় ভারতের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাসের।
১৩তম সাফে সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় ও মালদ্বীপ সময় বিকেল ৪টায় মালে স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। একই দিন রাত ১০টায় শ্রীলঙ্কার প্রতিপক্ষ নেপাল।
প্রথম ম্যাচে লঙ্কানদের হারালেও ভারত অনেক শক্তিশালী। তাদের আক্রমণভাগে সুনীল ছেত্রীসহ বেশ কয়েকজন ভয়ঙ্কর খেলোয়াড়। তাছাড়া বাংলাদেশ এই ম্যাচে জিততে পারলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে। তাই সোমবার থাকছে ভিন্ন কৌশল। সাথে একাদশেও আসছে কিছুটা পরিবর্তন।
কোচ অস্কার ব্রুজন জানান, ভারতের বিপক্ষে প্রথম একাদশে দু’টি পরিবর্তন আনা হচ্ছে। স্ট্রাইকার সুমন রেজার বদলে খেলবেন মতিন মিয়া। আর রাউট উইংগার পজিশনে জুয়েল রানার পরিবর্তে খেলবেন সাদউদ্দিন।’ এই স্প্যানিশ কোচ যোগ করেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যে কৌশলে খেলেছি, ভারতের বিপক্ষে তা প্রয়োগ করা হবে না। ভিন্ন কৌশল নিয়েই মাঠে নামবো।’
ঢাকায় সংবাদ সম্মেলনে অস্কার ব্রুজন বলেছিলেন, আমাদের লক্ষ্য থাকবে ভারতের সাথে না হারা। রোববারও মিডিয়ার সামনে না হারার কথা জানালেন। তবে এগিয়ে গেলেন আরেক ধাপ। ‘আমরা কোনোভাবেই ড্র করার জন্য নামবো না। লক্ষ্য আমাদের একটাই জয়। শ্রীলঙ্কার পর ভারতকেও হারাতে পারলে ফাইনালে যাওয়াটা আরো সহজ হবে। তাই দ্বিতীয় ম্যাচেও তিন পয়েন্টের বিকল্প ভাবছি না।’
এটাও উল্লেখ করলেন, অবশ্যই কঠিনতম ম্যাচ এটি। তবে আমরা এই টুর্নামেন্টের সেরা দল। শিরোপার অন্যতম ফেবারিট দল। আমরা কোনো চাপে নেই। চাপে তো ভারতই। তাদের জিততেই হবে এই ম্যাচে।
কিভাবে বাংলাদেশ জিতবে এ সম্পর্কেও তথ্য দিলেন বসুন্ধরা কিংসে কাজ করা এই কোচ। জানান, শ্রীলঙ্কা তাদের রক্ষণভাগে বেশী খেলোয়াড় রাখায় আমাদের চান্স পেতে সমস্যা হচ্ছিল। ভারত কিন্তু তাদের এই প্রথম ম্যাচে জয়ের জন্য খেলবে। এতে আমাদের গোলের সুযোগ তৈরি হবে। আর এই গোল করার দায়িত্বটা দলের সব পজিশনের খেলোয়াড়দের।
ব্রুজন যোগ করেন, আমরা আগের ম্যাচে গোল পেয়েছি। এখন আরো বেশি গোল করতে চাই। টুর্নামেন্টের সব দল সম্পর্কে তার মূল্যায়ন, ‘সাফে ম্যাচ প্রতি ১/২ গোলের বেশি হবে না। দলগুলোর শক্তি প্রায় কাছাকাছি।’ভারতীয় দল সম্পর্কে অধিনায়ক জামাল ভূঁইয়ার অভিমত, ভারতীয় দল ভালো অবস্থায় নেই। কিন্তু আমরা ভালো দল। এই দল নিয়ে ইতিবাচক কিছু করতে চাই।
জামালের কথার সাথে মিলে গেল ভারতীয় কোচ ইগর স্টিমাসের বক্তব্যও। প্রত্যেকটি দল একটি করে ম্যাচ খেলে ফেললেও ভারতের সোমবারই প্রথম ম্যাচ। নেপাল ও বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে ৩ পয়েন্ট ভান্ডারে জমা করে এগিয়ে গেছে। সেখানে এখনো পয়েন্ট শূন্য সাফের সাত বারের শিরোপা জয়ীরা। স্টিমাসের মতে, আমরা মাত্র চার দিনের প্রস্তুতি নিয়ে এসেছি। যা মোটেই পর্যাপ্ত নয়। ভারতে এখন ফুটবলে অফ সিজন। তার ওপর নেই তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এই অবস্থার মধ্যেই বাংলাদেশের মতো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হচ্ছে।’
অবশ্য এর পরই তিনি জানান, কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বে আমরা বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিলাম। মালেতেও ধরে রাখতে চাই সেই ধারা। প্রথম ম্যাচে জয় পাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ.
- চাকরিজীবীদের জন্য সুখবর: মিলছে টানা তিন দিনের ছুটি
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- এসএসসি ২০২৬: পরীক্ষার্থীদের জন্য এইমাত্র ঘোষণা করা হলো নতুন নিয়ম
- এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ফজলুর রহমানকে যে শাস্তি দিলো বিএনপি
- সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিয়ে উড়িয়ে দিলো ট্রাক, আহত ৮ সেনাসদস্য
- সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- এনসিপিতে পদত্যাগের হিড়িক: আরও চার নেতার একযোগে পদত্যাগ
- ইতালি ও ইউরোপের ভিসা এখন দূরস্বপ্ন: বাংলাদেশিদের সামনে কড়া বাস্তবতা
- শাহজালাল বিমানবন্দরে বড় ধরা! ১৩০ কোটি টাকার মাল আটক