১ কোটির মুস্তাফিজের কাছে দিশেহারা ১৬ কোটির ক্রিস মরিস

এখন পর্যন্ত বল হাতে মরিসের শিকার ১৪ উইকেট। কিন্তু ব্যাট হাতে তার পারফর্মেন্স করুণ। ১০ ম্যাচের ৬ ইনিংসে করেছেন ৬৭ রান।একই দলের হয়ে বল হাতে প্রতিপক্ষের আতঙ্ক হয়ে দেখা দিয়েছেন মুস্তাফিজুর রহমান। তাকে ছাড়া একাদশ সাজানোর কথা ভাবতেই পারে না রাজস্থান। এখন পর্যন্ত দুই পর্ব মিলিয়ে প্রতিটি ম্যাচেই খেলেছেন মুস্তাফিজ। কিন্তু ১৬ কোটির মরিস দ্বিতীয় পর্বে একদম নিষ্প্রভ। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় তাকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন রাজস্থান কোচ কুমার সাঙ্গাকারা।
গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্সের কাছে ৭ উইকেটে হারের পর সাঙ্গাকারা বলেন, ‘মরিস টুর্নামেন্টের প্রথম পর্বে দারুণ পারফর্ম করেছে। আরব আমিরাত পর্বে সে নিয়মিত হতাশ করে যাচ্ছে। অবশ্য এটা তারও বোঝার কথা। ব্যাঙ্গালুরুর বিপক্ষে চার ওভারে ৫০ রান দিয়েছে। তার শেষ ওভার ছিল টার্নিং পয়েন্ট। আমরা সেখানেই ম্যাচ থেকে ছিটকে পড়েছি। পরবর্তী ম্যাচে আমরা ভেবেচিন্তে একাদশ সাজাব। প্রতিপক্ষের শক্তিমত্তা বিচার করেই ক্রিকেটারদের একাদশে রাখা হবে।’ হায়দরাবাদকে অল্প রানে আটকে দিলো চেন্নাইদুই দলের অবস্থান দুই মেরুতে। এক দল পয়েন্ট তালিকার এক নম্বরে, আরেকটি তলানিতে। সবার শেষে থাকা সানরাইজার্স হায়দরাবাদের ভাগ্য পরিবর্তনের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।
আজ শারজায় টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৪ রানেই আটকে গেছে হায়দরাবাদ। অর্থাৎ শীর্ষে থাকা চেন্নাইয়ের এই ম্যাচ জিততে দরকার মাত্র ১৩৫।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই টি-টোয়েন্টির আমেজে খেলতে পারেনি হায়দরাবাদ। ঢিমেতালে এগিয়েছে তাদের ইনিংস। নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে। দলের হয়ে একমাত্র লড়েছেন ঋদ্ধিমান সাহা।
তবে ঋদ্ধিমানের ইনিংসটাও টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না। ৪৬ বল খেলে ১ বাউন্ডারি আর ২ ছক্কায় ৪৪ রান করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।
টপ অর্ডারের জেসন রয় (২), কেন উইলিয়ামসন (১১), প্রিয়াম গার্গের (৭) ব্যর্থতার পর অভিষেক শর্মা আর আবদুল সামাদ খেলেন সমান ১৮ রানের ইনিংস। শেষদিকে রশিদ খানের ১৩ বলে ১৭ রানে ভর করে কোনোমতে ১৩৪ পর্যন্ত যায় হায়দরাবাদ।
চেন্নাই বোলারদের মধ্যে সবচেয়ে সফল জস হ্যাজলেউড। ৪ ওভারে ২৪ রানে ৩টি উইকেট নেন অসি পেসার।
- চাকরিজীবীদের জন্য সুখবর: মিলছে টানা তিন দিনের ছুটি
- সরকারি চাকরিজীবীদের জন্য আরও দুটি লম্বা ছুটি ঘোষণা, মিলবে টানা চার দিন ছুটি
- এসএসসি ২০২৬: পরীক্ষার্থীদের জন্য এইমাত্র ঘোষণা করা হলো নতুন নিয়ম
- ফজলুর রহমানকে যে শাস্তি দিলো বিএনপি
- এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল
- সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিয়ে উড়িয়ে দিলো ট্রাক, আহত ৮ সেনাসদস্য
- শাহজালাল বিমানবন্দরে বড় ধরা! ১৩০ কোটি টাকার মাল আটক
- ইতালি ও ইউরোপের ভিসা এখন দূরস্বপ্ন: বাংলাদেশিদের সামনে কড়া বাস্তবতা
- আজকের টাকার রেট (২৬ আগস্ট ২০২৫): প্রবাসীদের জন্য জরুরি তথ্য
- মালয়েশিয়ার ওয়ার্ক ভিসা: কী, কীভাবে আবেদন করবেন
- মহাবিপদে ভারত
- আসলে কার জমি—দলিলধারীর নাকি দখলদারের
- আজকের টাকার রেট (২৫ আগস্ট ২০২৫): বেড়েছে রিংগিত, কমেছে ডলার ও রিয়াল
- আজকের ওমানি রিয়ালের রেট: প্রবাসীদের জন্য সুখবর