আইপিএল দেখে রাতারাতি কোটিপতি হলেন এক নাপিত

ভারতের বিহারের রাজ্যের মধুবনী জেলার এক নাপিতের সঙ্গে এমন কিছুই ঘটেছে। আইপিএলের ড্রিম টিম প্রতিযোগিতায় অংশ নিয়ে রাতারাতি কোটিপতি বনে গেছেন তিনি। নাপিতের নাম অশোক কুমার। ২৬ বছর বয়সি এই নাপিতের একটি সেলুন রয়েছে বিহারের মধুবনী জেলার নানৌর চকে।
গত ২৬ সেপ্টেম্বর আইপিএলে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচ নিয়ে করা তার ভবিষ্যৎবাণী কপাল খুলে দিয়েছে। বিজয়ী হিসেবে জিতেছেন ১ কোটি রূপি। খবররটি নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমস।
মোবাইলভিত্তিক অ্যাপ ড্রিম টিমে অংশগ্রহণকারীরা প্রতি ম্যাচের আগে দুই দলের খেলোয়াড় থেকে নিজের সেরা একাদশ তৈরি করে। পরে রান, উইকেটের হিসেব করে দেয়া হয় পয়েন্ট। চেন্নাই বনাম কলকাতার ম্যাচের আগে ৪৯ টাকা এন্ট্রি ফি দিয়ে সেখানে নিজের দল সাজিয়েছিলেন অশোক।
তার সাজানো একাদশের সাথে মিলে যায় ম্যাচের একাদশ এমনকি ম্যাচের ফলাফলও। তাই ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে তিনিই হয়েছেন বিজয়ী। রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া অশোক জানান, ‘রোববার কলকাতা বনাম চেন্নাইয়ের ম্যাচ শেষ হবার পরেই আমি একটি মেসেজ আর ফোন কল পাই।
সেখানে আমাকে জানানো হয় যে আমি প্রথম হয়েছি। আমি কখনোই ভাবিনি এই প্রতিযোগিতায় আমি বিজয়ী হবো।’- অশোককে জানানো হয়েছে, আগামি দুই দিনের মধ্যে পুরষ্কারের টাকা দিয়ে দেয়া হবে। তবে কর বাবদ পুরো ১ কোটি টাকা তিনি পাচ্ছেন না।
তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছে, কর বাবদ টাকা কেটে নেওয়ার পরে আমার একাউন্টে ৭০ লক্ষ টাকা পাঠিয়ে দেওয়া হবে।’ এত টাকা দিয়ে কি করবেন এমন প্রশ্নের জবাবে অশোক জানিয়েছেন, ‘সেলুনের কাজ পছন্দ করি। সেটাই চালিয়ে যাব। টাকা পেয়ে প্রথমে নিজের ধারদেনা শোধ করব। তারপরে পরিবারের জন্য বাড়ি বানাব। এমনটাই ভেবেছি।’
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিয়ে উড়িয়ে দিলো ট্রাক, আহত ৮ সেনাসদস্য
- সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল
- এনসিপিতে পদত্যাগের হিড়িক: আরও চার নেতার একযোগে পদত্যাগ
- নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা সরাসরি জানালো নির্বাচন কমিশনার
- জাতিসংঘে বড় কূটনৈতিক লড়াই: একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ