আইপিএল দেখে রাতারাতি কোটিপতি হলেন এক নাপিত

ভারতের বিহারের রাজ্যের মধুবনী জেলার এক নাপিতের সঙ্গে এমন কিছুই ঘটেছে। আইপিএলের ড্রিম টিম প্রতিযোগিতায় অংশ নিয়ে রাতারাতি কোটিপতি বনে গেছেন তিনি। নাপিতের নাম অশোক কুমার। ২৬ বছর বয়সি এই নাপিতের একটি সেলুন রয়েছে বিহারের মধুবনী জেলার নানৌর চকে।
গত ২৬ সেপ্টেম্বর আইপিএলে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচ নিয়ে করা তার ভবিষ্যৎবাণী কপাল খুলে দিয়েছে। বিজয়ী হিসেবে জিতেছেন ১ কোটি রূপি। খবররটি নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমস।
মোবাইলভিত্তিক অ্যাপ ড্রিম টিমে অংশগ্রহণকারীরা প্রতি ম্যাচের আগে দুই দলের খেলোয়াড় থেকে নিজের সেরা একাদশ তৈরি করে। পরে রান, উইকেটের হিসেব করে দেয়া হয় পয়েন্ট। চেন্নাই বনাম কলকাতার ম্যাচের আগে ৪৯ টাকা এন্ট্রি ফি দিয়ে সেখানে নিজের দল সাজিয়েছিলেন অশোক।
তার সাজানো একাদশের সাথে মিলে যায় ম্যাচের একাদশ এমনকি ম্যাচের ফলাফলও। তাই ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে তিনিই হয়েছেন বিজয়ী। রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া অশোক জানান, ‘রোববার কলকাতা বনাম চেন্নাইয়ের ম্যাচ শেষ হবার পরেই আমি একটি মেসেজ আর ফোন কল পাই।
সেখানে আমাকে জানানো হয় যে আমি প্রথম হয়েছি। আমি কখনোই ভাবিনি এই প্রতিযোগিতায় আমি বিজয়ী হবো।’- অশোককে জানানো হয়েছে, আগামি দুই দিনের মধ্যে পুরষ্কারের টাকা দিয়ে দেয়া হবে। তবে কর বাবদ পুরো ১ কোটি টাকা তিনি পাচ্ছেন না।
তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছে, কর বাবদ টাকা কেটে নেওয়ার পরে আমার একাউন্টে ৭০ লক্ষ টাকা পাঠিয়ে দেওয়া হবে।’ এত টাকা দিয়ে কি করবেন এমন প্রশ্নের জবাবে অশোক জানিয়েছেন, ‘সেলুনের কাজ পছন্দ করি। সেটাই চালিয়ে যাব। টাকা পেয়ে প্রথমে নিজের ধারদেনা শোধ করব। তারপরে পরিবারের জন্য বাড়ি বানাব। এমনটাই ভেবেছি।’
- তরুণ অলরাউন্ডারের ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেটবিশ্ব
- বুক ধড়ফড়: হৃদয়ের অস্বস্তি নাকি বিপদের সংকেত জেনেনিন কারণ, লক্ষণ ও মুক্তির উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ৮ গোলে শেষ ৯০ মিনিটের খেলা
- এক ধাক্কায় সোনার ভরিতে কমলো ১৫৭৫ টাকা
- মেয়েদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে পুরুষের যে গুণটি
- বিমান দুর্ঘটনায় প্রাণ গেল ২৬০ জনের,জানা গেলো আসল কারন
- দাঁড়ালে মাথা ঘুরে ও চোখে ঝাপসা দেখেন, তাহলে সাবধান
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- টস হেরে ব্যাটিংয়ে সাকিবের দল, দেখেনিন একাদশ
- পোলার্ড ও পুরানের ব্যাটিং দেখলো ক্রিকেটবিশ্ব
- সাকিবের রাজকীয় প্রত্যাবর্তন
- শাহজালালে বিমান বন্দরে নতুন আতঙ্ক, বিমানে শেষ হলো তল্লাশি
- দিনের শুরুতেই খালি পেটে পানি পান, বিশেষজ্ঞের পরামর্শ
- জামায়াত আমির স্ট্যাটাসে জানালেন ‘ভাষা হারিয়ে ফেলেছি’
- কমলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১১ জুলাই ২০২৫)