4,4,6,4 চার-ছক্কার ঝড় দেখালেন তামিম

দীর্ঘ অপেক্ষার পরে তৃতীয় ম্যাচে এসে প্রথমবার এভারেস্ট প্রিমিয়ার লীগ ইপিএলে পূর্ণাঙ্গভাবে খেলার সুযোগ পেলেন তামিম ইকবাল। কিন্তু এদিন ব্যাট করার সুযোগ পেলেও বেশিদূর যেতে পারেননি এই টাইগার ব্যাটসম্যান। চার-ছক্কায় দারুণ শুরুর পর দ্রুত আউট চলে যান মিঃ খান।
বৃষ্টির কারণে আগের ম্যাচগুলোয় ফলাফল না পেলেও এদিন নির্বিঘ্নে খেলছেন তামিমরা। কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভাইরাহাওয়ার অধিনায়ক শারদ ভেসোকার।
ভাইরাহাওয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধীর শুরু করে বিরাটনগর। প্রথম ওভারে স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই সাজঘরে ফেরেন চন্দরপল হেমরাজ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারা থাকে দলটি, শ্লথ হয়ে যায় রানের গতিও।
শুরুতে আরিফ শেখের বোলিং তোপের মুখে পড়া দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষদিকে তাদের রান তোলার চেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় ধামিকা প্রসাদ।
দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন দিলশান মুনাবীরা, ২০ বলের মোকাবেলায়। এছাড়া সুমিত মহারজন ১৬ বলে ১৩, অনিল শাহ ১২ বলে ১১ ও আসিফ শেখ ১৮ বলে ১১ রান করেন।
শেষপর্যন্ত বিরাটনগরের ইনিংস থামে ১৭.৪ ওভারে ৮৯ রানে অলআউট হয়ে। আরিফ ও মুনাবীরা দুজনই তিনটি করে উইকেট শিকার করেন। অবিনাশ বোহারা শিকার করেন দুটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার প্রদীপ কে নিয়ে ভালোই খেলছিলেন তামিম। কিন্তু প্রথমবার ব্যাটিংয়ে নেমে রানটাকে দীর্ঘায়িত করতে পারেননি টাইগার ওয়ানডে দলপতি। ১ চার ও এক ছক্কায় ১৩ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
তবে তামিম ফিরে গেলেও ম্যাচ জিততে বেগ পেতে হয়নি দলকে। মামুলি লক্ষ্য সহজেই পার করে ফেলেন বাকী ব্যাটসম্যানেরা। ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন উপুল থারাঙ্গা। এছাড়াও ওপেনার ওপেনার প্রদীপ আইরি করেন ২৩ বলে ২২ রান। এই জয়ে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেলো তামিমরা।
সংক্ষিপ্ত স্কোর
বিরাটনগর ওয়ারিয়র্সঃ ৮৯/১০ (১৭.৪ ওভার)মুনাবীরা ২৫, মহারজন ১৩ধামিকা ৬/৩,
ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সঃ ৯২/৪ (১৫.৩ ওভার)থারাঙ্গা ৩৪, প্রদীপ ২২, তামিম ১২রামনরেশ গিরি ৩০/২
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিয়ে উড়িয়ে দিলো ট্রাক, আহত ৮ সেনাসদস্য
- সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল
- এনসিপিতে পদত্যাগের হিড়িক: আরও চার নেতার একযোগে পদত্যাগ
- নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা সরাসরি জানালো নির্বাচন কমিশনার
- জাতিসংঘে বড় কূটনৈতিক লড়াই: একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ