ব্যাট হাতে মাঠে নেমে দুর্দান্ত ব্যাটিং করছে ইমরুল সর্বশেষ স্কোর

সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন এইচপি দলের উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। তবে ৮১ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে এইচপি দল। শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমন সাজঘরে ফেরেন। শহিদুল ইসলামের শিকার হওয়ার আগে তিনি করেন ৩ রান। তবে শুরুর ধাক্কা সামলে নেন তানজিদ হাসান তামিম ও মাহমুদুল হাসান জয়।
তামিম ও জয় গড়েন ১৩১ রানের জুটি। কামরুল ইসলাম রাব্বির শিকার হয়ে জয় মাঠ ছাড়লে ভেঙে যায় এই জুটি। ভারসাম্যহীন শট খেলে নাজমুল হোসেন শান্তর তালুবন্দী হওয়ার আগে ৬২ বলে ৩৮ রান করেন জয়। ১৩৪ রানে দ্বিতীয় উইকেট হারায় এইচপি দল।
জয় ফেরার পরে আর বেশিক্ষণ মেজাজ ধরে রাখতে পারেননি তামিম, ফলে সেঞ্চুরির আশা জাগালেও আর তিন অঙ্ক স্পর্শ করা হয়নি তার। মোসাদ্দেক হোসেন সৈকতের বলে উড়িয়ে মারতে গিয়ে ৩০ গজের ভেতরেই তাইজুল ইসলামের তালুবন্দী হন তামিম। ফেরেন ৯৩ বলে ৮১ রানের ঝলমলে ইনিংসে।
তৌহিদ হৃদয় বেশিক্ষণ টিকতে পারেননি। শহিদুলের বল মিড অনে ঠেলে দিয়ে দ্রুত রান নেওয়ার সময় রানআউটের কবলে পড়েন তিনি। দুর্দান্ত এক থ্রোতে হৃদয়কে রানআউট করেন মুশফিকুর রহিম। ১৬০ রানে পড়ে চতুর্থ উইকেট।
পঞ্চম উইকেটে ৪৯ বলে ৫১ রানের জুটি গড়েন আকরব ও দীপু। শহিদুলের জায়গা দাঁড়িয়ে কাট করতে গিয়ে উইকেটরক্ষকের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন আকবর। অধিনায়কের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৮ রান।
ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচ আউট হন শামীম হোসেন৷ এক ছক্কায় ১২ বলে ৮ রান করে মোসাদ্দেকের বলে সাজঘরে ফেরেন তিনি। অর্ধশতক হাঁকিয়ে রুবেলের শিকার হন দীপু। ৬৩ বলে ৫১ রান করেন তিনি।
সবকয়টি উইকেট হারিয়ে এইচপি দল সংগ্রহ করে ২৪৭ রান। অলআউট হয় ৪৮.৪ ওভারে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ’এ’ দল: ৭৫/১ (১২ ওভার) ( ইমরুল ২৩*, মুমিনুল ২৩*)
এইচপি দল ২৪৭/১০ (৪৮.৫ ওভার)তামিম ৮১, দীপু ৫১, জয় ৩৮, আকবর ২৮, শামীম ৮, হৃদয় ৮, ইমন ৩;
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিয়ে উড়িয়ে দিলো ট্রাক, আহত ৮ সেনাসদস্য
- সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল
- এনসিপিতে পদত্যাগের হিড়িক: আরও চার নেতার একযোগে পদত্যাগ
- নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা সরাসরি জানালো নির্বাচন কমিশনার
- জাতিসংঘে বড় কূটনৈতিক লড়াই: একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ