| ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

রাসেলের বদলে কে খেলবে, দেখে নিন ২ দলের সম্ভাব্য একাদশ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ সেপ্টেম্বর ২৮ ১৩:৩৬:৩৮
রাসেলের বদলে কে খেলবে, দেখে নিন ২ দলের সম্ভাব্য একাদশ

দিল্লি ক্যাপিটালস । ঋষভ পন্থের নেতৃত্বাধীন ডিসি বাহিনি এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপ্রতিরোধ্য গততে ছুটছে। প্রথমার্ধ যেখানে শেষ করেছিল, সেখান থেকেই শুরু করেছে দ্বিতীয়ার্ধে। দুই দলের জমজমাট মোকাবিলার আগে দেখে নেওয়া যাক দুই দলের হয়ে এই ক্রিকেটিয় যুদ্ধে ২২ গজে নামতে চলেছেন কারা কারা –

কেকেআর ওপেনার (শুভমান গিল এবং ভেঙ্কটেশ আইয়ার)-: শুবমান গিল শেষ ম্যাচে রান আউট হলেও যতটুকু খেলেছিলেন, অনবদ্য ব্যাট করেছেন। আইপিএল-এর এই মরসুমে তিনি ছন্দে আছেন। তবে শুরুটা ভাল করেও, তাকে সত্যিকারের বড় রানে এখনও পর্যন্ত নিয়ে যেতে পারেননি। খেলতে খেলতে হঠাৎ করেই উইকেট ছুঁড়ে দিয়েছন। তার ওপেনিং পার্টনার হিসাবে এক দুর্দান্ত ব্যাটারকে পেয়েছে কেকেআর, ভেঙ্কটেশ আইয়ার। রাবাদা-নখিয়াদের চ্যালেঞ্জের তিনি কীভাবে মোকাবেলা করেন, তা যথেষ্ঠ আকর্ষণীয় হবে।

কেকেআর মিডল অর্ডার (রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মর্গান, দীনেশ কার্তিক)-: রাহুল ত্রিপাঠী দুর্দান্ত ফর্মে আছেন। আগের ম্যাচেও ৩৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন। নিতীশ রানাও এই মরসুমে রানের মধ্যেই আছেন। তবে, আরবে তাঁকে ব্যাটিং অর্ডারে একধাপ নিচে নামানো হচ্ছে, কাজেই কেকেআর চাইবে তিনি আরও বেশি স্ট্রাইক রেট রেখে খেলুন। এই বছর এখনও পর্যন্ত ইয়ন মর্গানকে ফর্মে খেলতে দেখা যায়নি। আরও কয়েকটা ম্যাচ এরকম গেলে কিন্তু তাঁকে নিয়ে কথা উঠতে শুরু হতে পারে। তবে, তাঁর অধিনায়কত্ব এই পর্বে একেবারে নিখুঁত হচ্ছে। দীনেশ কার্তিক নিজের ভূমিকায় অনবদ্য খেলছেন। আগের ম্যাচে তাঁর ক্যামিও ইনিংসের জোরেই কেকেআর ১৭১ রানে পৌঁছেছিল।

কেকেআর অলরাউন্ডার (সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেল/বেন কাটিং/সাকিব আল হাসান)-: দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর সিএসকে-র বিরুদ্ধেও দুর্দান্ত বল করেন সুনীল নারাইন। শেষ ওভারে তিনি দলকে প্রায় জয় এনে দিয়েছিলেন। শেষের দিকে তাঁর মারকাটারি ব্যাটিংও কাজে লাগতে পারে। তবে, এই বছর সেই ব্যাটিং এখনও দেখা যায়নি। আন্দ্রে রাসেল আগের ম্যাচে হ্যামস্ট্রিং-এ চোট পেয়েছিলেন। দিল্লির বিরুদ্ধে তাঁর কেলা নিয়ে সংশয় রয়েছে। তিনি না খেললে, সেই জায়গায় বেন কাটিং অথবা সাকিব আল হাসান খেলবেন।

কেকেআর বোলিং (প্রসিদ্ধ কৃষ্ণ, লকি ফার্গুসন, এবং বরুণ চক্রবর্তী)বরুণ চক্রবর্তীর রহস্য এখনও অব্যাহত। সিএসকে -র বিপক্ষেও তিনি চার ওভারে মাত্র ২২ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছিলেন। লকি ফার্গুসনও এখনও পর্যন্ত প্যাট কামিন্সের অভাব বুঝতে দেননি। আগের ম্যাচেই ১৯তম ওভারে তাঁকে কচুকাটা করেছিলেন রবীন্দ্র জাদেজা। ওই ওভারে আসা ২২ রানের জোরেই ম্যাচটি সিএসকের দিকে ঝুঁকে পড়েছিল। এতে করে তরুণ পেসারের মনোবল ধাক্কা খেতে পারে। তবে, তা সত্ত্বেও কেকেআর তাঁর দক্ষতার উপরই ভরসা রাখবে বলে মনে করা হচ্ছে।

কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ-: শুবমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মর্গান (অধিনায়ক), আন্দ্রে রাসেল/বেন কাটিং/সাকিব আল হাসান, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সুনীল নারাইন, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ-: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শিমরন হেতমায়ার, ললিত যাদব/স্টিভ স্মিথ, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, কাগিসো রাবাডা, আনারিখ নখিয়া, আবেশ খান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

ম্যাচসেরার পুরস্কার হাতে সাকিব

ম্যাচসেরার পুরস্কার হাতে সাকিব

নিজস্ব প্রতিবেদক : অবশেষে স্বস্তির দেখা পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ...

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে ব্যস্ত সন্ধ্যা। ইউএস ওপেন টেনিসে ...

ফুটবল

বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: জানুন সময়সূচি ও লাইভ দেখার উপায়

বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: জানুন সময়সূচি ও লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: চমৎকার জয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। এখন তাদের সামনে আবারও নেপাল। চারজাতি অনূর্ধ্ব-১৭ ...

চরম দু:সংবাদ :আর ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউসও

চরম দু:সংবাদ :আর ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউসও

নিজস্ব প্রতিবেদক:ফুটবল দুনিয়ায় আবারো হতাশার খবর দিলেন নেইমার জুনিয়র। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা ...

Scroll to top

রে
Close button