সুযোগই পেলেন না তামিম

ইপিএলের প্রথম ম্যাচে রোববার (২৬ সেপ্টেম্বর) মাঠে নেমেও ব্যাটিং করতে পারেননি তামিম ইকবাল। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল খেলা। প্রথম ম্যাচের পর আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচেও ব্যাটিংয়ের সুযোগ পেলেন না দেশসেরা এই ওপেনার। বৃষ্টিবাধায় এদিন মাঠেই নামতে পারেননি তিনি।
পোখারা রাইনোসের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ার পর তামিমের টিম ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের আজকের খেলা ছিল চিতন টাইগার্সের বিপক্ষে। ভেজা আউটফিল্ডের কারণে দিনের প্রথম খেলা পরিত্যক্ত হওয়ার পর তামিমদের ম্যাচও ভেস্তে গেল।
এদিকে, ইপিএল সূচি অনুযায়ী বিরাটনগর ওয়ারিয়র্সের বিপক্ষে পরের ম্যাচ খেলবে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৯ সেপ্টেম্বর, বাংলাদেশ সময় দুপুর পৌনে দুইটায়।
নেপালের এই ফ্রাঞ্চাইজি লিগটিতে খেলতে দেশ ছাড়ার আগে তামিম বলে গিয়েছিলেন, হারানো ছন্দ ফিরে পেতে চান এই টুর্নামেন্ট দিয়েই। কিন্তু টাইগারদের ওয়ানডে অধিনায়কের সেই চাওয়া পূরণ হচ্ছে কোথায়? বৃষ্টির বাগড়ায় যে ব্যাটই এখনো ধরতে পারলেন না তিনি!
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন না তামিম। বিশ্বকাপ দল ঘোষণার আগেই নিজেকে সরিয়ে নেন তিনি। এই অবসর সময়টাতে বসে থাকতে চান না এই ড্যাশিং ওপেনার। তাই ইপিএল খেলছেন।
হিমালয়ের দেশে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গিয়ে বেশ রোমাঞ্চিত তামিম। যদিও নেপালে যেতে বেশ বিপত্তিতে পড়তে হয়েছে তাকে। গত ২৪ সেপ্টেম্বর ভোরে দেশ ছাড়েন তামিম। ফ্লাইট জটিলতায় প্রায় ৮ গুণ বেশি সময় ব্যয় করে তাকে যেতে হয়েছে নেপালে।
তামিম বলেছিলেন, ‘ইনজুরি কাটিয়ে অনেকটাই ফিট হয়েছি। আমি খুবই রোমাঞ্চিত। এই প্রথম নেপালে আসলাম। ২০১৪ বিশ্বকাপে নেপালের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলাম। এটা ভালো একটা টুর্নামেন্ট। আমি ইপিএলে খেলতে মুখিয়ে আছি। দলের জন্য ভালো কিছু করতে চাই। দলের সঙ্গে আমার যোগাযোগ ছিল। এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। গত ২-৩ মাস ধরেই আমি ইনজুরিতে ছিলাম। তবে দেশে গত ২ সপ্তাহ অনুশীলন করেছি। এখন ভালো বোধ করছি। আশা করছি, ভালো শুরু করব। আসরে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব।’
- তরুণ অলরাউন্ডারের ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেটবিশ্ব
- বুক ধড়ফড়: হৃদয়ের অস্বস্তি নাকি বিপদের সংকেত জেনেনিন কারণ, লক্ষণ ও মুক্তির উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ৮ গোলে শেষ ৯০ মিনিটের খেলা
- এক ধাক্কায় সোনার ভরিতে কমলো ১৫৭৫ টাকা
- সাকিবের রাজকীয় প্রত্যাবর্তন
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- টস হেরে ব্যাটিংয়ে সাকিবের দল, দেখেনিন একাদশ
- XXXTentacion-এর ছেলের হৃদয়বিদারক বার্তা,গোপন ডায়েরি ঘিরে হইচই
- চ্যাম্পিয়ন্স লিগের নিয়মেই ঝুঁকিতে নিকো গনজালেজ
- কমলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১১ জুলাই ২০২৫)
- শাহজালালে বিমান বন্দরে নতুন আতঙ্ক, বিমানে শেষ হলো তল্লাশি
- ইংল্যান্ড বনাম ভারত লর্ডস টেস্ট, জেনেনিন সর্বশেষ স্কোর
- যেখানে যাচ্ছেন নিকো গনজালেজ, গোপনে চলছে বড় চুক্তির তোড়জোড়
- লর্ডস টেস্টে বল বিতর্ক, মাত্র ১০ ওভারে নষ্ট
- ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে আর্চারের বাজিমাত