শিক্ষিত দেশগুলোর ভারতের মতো ভুল করা উচিত নয়: আফ্রিদি

এমন ঘটনায় বিশাল ক্ষতি হয়েছে পাকিস্তানের। আর্থিক দিক ছাড়াও, তাদের দেশে ক্রিকেট ফেরানোর মিশনেও এসেছে বড় ধাক্কা। তাই স্বাভাবিকভাবেই চুপচাপ বসে নেই তারা। এরই মধ্যে তদন্ত শুরু করেছে নিউজিল্যান্ডের অভিযোগের ব্যাপারে।
প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, নিউজিল্যান্ড ক্রিকেট দল ও তাদের ওপেনার মার্টিন গাপটিলের স্ত্রীকে হুমকি দেয়া মেইলগুলো পাঠানো হয়েছিলো ভারতের মুম্বাই থেকে। এটিকে অনেকেই ভারতের পরিকল্পিত কাজ বলে মনে করছেন।
তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি তুলে ধরেছেন অন্য একটি বিষয়। তার মতে, ভারত-পাকিস্তানের মধ্যে যত বিরোধই থাকুক না কেন, অন্যান্য দেশগুলোর এটি নিয়ে চিন্তার কারণ নেই। তাই অন্য দেশগুলোকে ভারতের মতো ভুল না করার আহ্বান জানিয়েছেন আফ্রিদি।
তিনি বলেছেন, ‘যদি বৃহৎ স্বার্থের কথা ভাবলে, আমাদেরও সামনে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যাতে সবাই বুঝতে পারে আমরাও একটি দেশ এবং আমাদের সম্মান রয়েছে। ঠিক আছে একটি দেশ (ভারত) পেছনে লেগে আছে। তবে অন্য দেশগুলোর একই ভুল করা উচিত নয়। সবাই লেখাপড়া জানা শিক্ষিত দেশ তারা।’
আফ্রিদি বিশ্বাস করেন, যেকোনো পরিস্থিতিতে ক্রিকেট চালু থাকা উচিত। কারণ ক্রিকেট খেলার মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নতি হয়। যার উদাহরণ অতীতেও দেখা গিয়েছে।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমার মতে, ক্রিকেটের মাধ্যমে সম্পর্কের উন্নতি হয়। ভারতে অবস্থা খারাপ ছিলো, আমরা হুমকি পাচ্ছিলাম। কিন্তু আমাদের সরকার ও ক্রিকেট বোর্ড বলেছে আমরা খেলতে যাবো এবং গিয়েছি। পরে করোনা পরিস্থিতিতে ইংল্যান্ডে ট্রেনের মধ্যে জঙ্গী হামলা হয়েছিল কিন্তু ক্রিকেট কিন্তু চালু ছিলো।’
ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারটিতে তিনি আরও বলেন, ‘তো আমার কথা হলো, এমন ছোট ছোট বিষয়ের ওপর, মিথ্যা ই-মেইলের ওপর ভরসা করে যদি সফর বাতিল করে দেন তাহলে তো আপনি তাদের জিততে সুযোগ জিতছেন। এটা মোটেও সঠিক পথ নয়।’
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিয়ে উড়িয়ে দিলো ট্রাক, আহত ৮ সেনাসদস্য
- সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল
- এনসিপিতে পদত্যাগের হিড়িক: আরও চার নেতার একযোগে পদত্যাগ
- নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা সরাসরি জানালো নির্বাচন কমিশনার
- জাতিসংঘে বড় কূটনৈতিক লড়াই: একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ