দারুন খুশির খবর ক্রিকেটারদের জন্য

প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ- আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ তিনটা লিগ। আমরা ইতোমধ্যেই এটি নিয়ে আলাপ করেছি আমাদের কো-অর্ডিনেটরদের সঙ্গে। আমরা নভেম্বর-ডিসেম্বরে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগের ক্রিকেট চালু করতে চাই। এই কারণে আমরা আগামী সপ্তাহে সব ক্লাবকে ডাকবো।- সংবাদমাধ্যমকে বলেছেন কাজী ইনাম।
করোনার কারণে গত বছর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বন্ধ হয়েছিল। প্রথম রাউন্ড শেষে গত মৌসুমের লিগ আর মাঠে গড়ায়নি। এর বদলে কুড়ি ওভারের টি-টোয়েন্টি লিগ মাঠে গড়িয়েছিল। ওই লিগ নতুন করে হচ্ছে না, নতুন মৌসুমে নতুন করেই শুরু হবে প্রিমিয়ার লিগ। এই লিগ শুরুর আগে তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে, দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে আর প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে দুটি করে দল উত্তীর্ণ হবে। তবে এবার উন্নতি করা ক্লাবগুলো প্রিমিয়ার লিগে কোনও সুবিধা পাবে না। আগের মৌসুমের হিসাব ধরেই হবে প্রিমিয়ার লিগ।
এ প্রসঙ্গে কাজী ইনাম বলেছেন, যেই লিগটি বাতিল হয়েছে, সেটা মূলত ছিল ২০১৯-২০ মৌসুমের। এখন যেটা হবে সেটা ২১-২২। আমাদের আগে যেটায় ওঠানামা ছিল সেখান থেকেই আমরা ফের শুরু করছি। ওঠানামায় কোনও সমস্যা হবে না। অন্য বছরগুলোতেও কিন্তু প্রিমিয়ার লিগ আগে-পরে হয়, তখন কিন্তু অসুবিধা হয়নি।
সবকিছু ঠিক থাকলে মার্চে প্রিমিয়ার লিগ করার ইচ্ছার কথা জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান, আমাদের ইচ্ছা আমরা মার্চ-এপ্রিলের ভেতর প্রিমিয়ার লিগ করতে চাই। ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু আমাদের মেইন লিস্টেড ওডিআই প্রোগ্রাম। এটা আমাদের এক নম্বর ফরম্যাট, যেখানে আমরা ভালো করে আসছি। এটা কিন্তু আমাদের একটি ঐতিহ্যবাহী জনপ্রিয় লিগ। তাই অবশ্যই ওডিআই ফরম্যাটে ঢাকা প্রিমিয়ার লিগটা খেলা হবে।
করোনায় বন্ধ হয়ে যাওয়া ঢাকা লিগ পরে গড়ায় কুড়ি ওভারের ফরম্যাটে। ওয়ানডে ফরম্যাটের পর ঢাকা লিগ কি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের সম্ভাবনা আছে, এমন প্রশ্নে কাজী ইনাম বলেছেন, আমি যখন দায়িত্ব পেয়েছিলাম সিসিডিএময়ের, তখন দুই বছরের ভেতর একটা প্রস্তুতি হিসেবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আমরা আয়োজন করেছিলাম।
সঙ্গে যোগ করেছেন, আমাদের কিন্তু সময়, মাঠ এগুলোর স্বল্পতা থাকে। যেহেতু আমাদের বিপিএল, গত বছর যেমন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছিল, সেটিই আমাদের প্রধান টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে থাকবে। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগটা প্রস্তুতি হিসেবে খুবই ছোট পরিসরে আমরা টি-টোয়েন্টির একটা টুর্নামেন্ট করতে পারি, সে রকম পরিকল্পনা ইতোমধ্যেই আমাদের মেম্বার সেক্রেটারি আলি হাসান ভাই, কো-অর্ডিনেটরের সঙ্গে বোর্ডের মিটিং যখন করেছি তখন প্রস্তাব দেওয়া হয়েছে। সেটা আমরা দেখবো, সময় থাকলে অবশ্যই সেটা আমরা করবো।
জৈব সুরক্ষা বলয় নিয়ে সিসিডিএম চেয়ারম্যান বলেছেন, দেশের সবকিছুই কিন্তু এখন খুলে গেছে। আমাদের কিন্তু লকডাউনটা আর নেই। স্কুল-কলেজ সব খুলে গেছে। তারপরও আমাদের সরকারের নির্দেশে একটা স্বাস্থ্যবিধি যেটা রয়েছে, সেটা মেনে চলতে হয়।
- বিসিবির বড় চমক, এশিয়া কাপে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস ঘোষণা
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের সম্ভাব্য ১৫ সদস্যের দলে রয়েছে চমক
- বাংলাদেশের ম্যাচ সহ টিভিতে আজকের খেলার সময়সূচি
- শেষ সময় ২৩ আগস্ট, বন্ধ হয়ে যাবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন
- শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা, সেনাপ্রধানের কড়া বার্তা
- গোলাম মাওলা রনির মুখোশ খুললেন ফারজানা
- সকালে পাকা কলা খাওয়ার ৫ সতর্কতা, না মানলে হতে পারে ক্ষতি
- মালয়েশিয়া প্রবাসে নতুন যুগ: বিনা খরচে চাকরির সুযোগ, দালালদের দিন শেষ
- টাকার রেট: ওমানের ১ রিয়াল সমান বাংলাদেশের কত টাকা,জেনেনিন
- ট্রাইব্যুনালে এসে যা বললেন সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি
- দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- প্রবাসীদের জন্য দারুন সুখবর : টিকিটে অর্ধেক ছাড় ঘোষণা করলো সৌদি এয়ারলাইন্স
- দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা? জানুন সর্বশেষ দাম
- এই হলো টাইগার ক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়