এইমাত্র পাওয়া : হঠাৎ করেই তামিমের ভবিষ্যৎ নিয়ে যা বললেন পাপন

তামিম অনেকদিন ধরেই একটি ফরম্যাটকে বিদায় বলার ইঙ্গিত দিয়ে আসছিলেন। মনে করা হচ্ছিল, এবারের বিশ্বকাপ শেষে হয়তো টি-টোয়েন্টি থেকেই অবসর নিয়ে নিবেন। কিন্তু বিশ্বকাপ থেকেই নিজেকে সরিয়ে নিলেন ওয়ানডে অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি অবশ্য মনে করছেন, তামিমের টি-টোয়েন্টি অধ্যায় এখানেই শেষ নয়। বিসিবি প্রধানের প্রত্যাশা, এবার সরে দাঁড়ালেও পরের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলবেন তামিম।
বুধবার (১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পাপন। তামিমের সরে দাঁড়ানো প্রসঙ্গেই বেশি কথা হলো। এক প্রশ্নের উত্তরে বিসিবি বস বলছিলেন, ‘বিশ্বকাপের পর আমাদের তো আরও অনেক খেলা (টি-টোয়েন্টি) আছে। সামনে বছর তো আরেকটি বিশ্বকাপ আছে। আমি আশা করি, তামিম আবারও টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরবে এবং সে সামনের বিশ্বকাপ খেলবে।’
তবে তামিম যে বোর্ডের এবারের কেন্দ্রীয় চুক্তির টি-টোয়েন্টি ক্যাটাগরিতে থাকছেন না, সেটিও নিশ্চিত করলেন বোর্ড সভাপতি। বলেছেন, ‘চুক্তিটি মে টু ডিসেম্বর। এতে অনেকে আছে। অনেকে নেই। তামিম যেহেতু বলছে, টি-টোয়েন্টিতে নেই, অতএব সে নেই। কিন্তু ওডিআই, টেস্টের টিমে আছে। আবার রিয়াদ ঘোষণা দিয়েছে (টেস্ট থেকে অবসরের ঘোষণা), এখনো সামনাসামনি কিছু বলেনি। তাই সে টেস্টে নেই। তামিম যদি খেলে, তাহলে অন্তর্ভুক্ত হবে।’
পাপনের বক্তব্যেই উঠে এসেছে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের ‘প্রশ্নবোধকভাবে’ টেস্ট থেকে অবসর নেওয়ার প্রসঙ্গ। তামিমের সরে দাঁড়ানোতেও ‘কিন্তু’ খুঁজছেন অনেকে। বোর্ডের সঙ্গে কোনো দূরত্বের কারণেই কি এমনটি হচ্ছে?
এমন প্রশ্নের জবাবে পাপনের উত্তর, ‘আমার জানামতে এখানে কোনো দূরত্ব নেই। তামিমের ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে অনেকদিন ধরে। নিউজিল্যান্ডে টি-২০ খেলবে না জানিয়েছিল। জিম্বাবুয়েতেও জানিয়েছিল। অস্ট্রেলিয়া এলো, তখনো জানিয়েছিল। এর বাইরে কোনো কাহিনি আছে কি না, জানতে হলে বসতে হবে। (অন্য কোনো কারণ) থাকতে পারে। জানি না।’
মাহমুদউল্লাহ’র প্রসঙ্গ টেনে বিসিবি সভাপতি বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ কিন্তু টেস্ট দলে ছিল না। ওকে আমার বাসায় নিয়ে বসেছিলাম। বারবার জিজ্ঞাসা করেছি, টেস্টে সে আগ্রহ কি না। আমাদের জানামতে সে তিন সংস্করণের মধ্যে সবচেয়ে উপযুক্ত টেস্টে। সে আমাকে প্রতিবার বলেছে, খুব আগ্রহী টেস্ট খেলতে।’
পাপন আরও বলেন, ‘আমরা বলেছিলাম— কে কোন সংস্করণ খেলবে, জানাও। সে (মাহমুদুল্লাহ) লিখে দিয়েছে, টেস্ট খেলবে যদি দলে নেওয়া হয়। সে কিন্তু লেট ইনক্লুশন ছিল। এত কিছুর পর তাকে যখন পাঠানো হলো, সে যখন ঘোষণাটা দিলো (অবসরের ঘোষণা), এটি একেবারে অপ্রত্যাশিত ছিল।’
এভাবে অবসর নেওয়া বা না লেখার ঘোষণাকে ‘অপ্রত্যাশিত’ বলে অভিহিত করছেন বিসিবি বস। বলছেন, ‘তামিমের সঙ্গে এটা মেলাতে পারছি না। তামিমেরটা আমাদের জানা ছিল। রিয়াদেরটা অপ্রত্যাশিত ছিল। এভাবে উচিত নয়। এভাবে আকস্মিক কোনো প্লেয়ার ঘোষণা দিতে পারে না।’
অবসর, খেলা বা না খেলার এসব আলোচনার সূত্রপাত টাইগারদের ওয়ানডে টিমের অধিনায়ক তামিম ইকবালের এক ঘোষণায়। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি জানান, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না।
- আফগান ক্রিকেটে শোকের ছায়া, মারা গেলেন আফগানিস্থানের ক্রিকেটার
- লারার রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও থেমে গেলেন মুল্ডার! কারণ জানলে আপনিও শ্রদ্ধায় নত হবেন…
- সুখবর! এই দুই দেশে যেতে বাংলাদেশিদের আর ভিসা লাগবে না
- যাদের সিম বন্ধ হয়ে যাবে: নতুন সিদ্ধান্তে বিপাকে ২৬ লাখ গ্রাহক
- একলাফে কমলো সোনার দাম
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- সৌদিতে কড়াকড়ি! পাসপোর্ট আইন ভাঙলেই জেল-জরিমানা, প্রবাসীদের ফেরত পাঠানো শুরু
- "বিশ্বসেরা বোলার এখন তাসকিন, রাবাদা-হ্যাজলউডকেও ছাড়িয়ে গড়লেন যে রেকর্ড
- ৭-১: গোলের পরাজয় ব্রাজিলের, এটা যেন এক জাতির কান্না
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৮ জুলাই ২০২৫)
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- চরম উত্তেজনায় এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার, সিরিজ জয়ের ম্যাচ
- জানেন স্বর্ণ আজ কত দামে বিক্রি হচ্ছে
- সিরিজ নির্ধারণী ম্যাচে পাল্টে যাচ্ছে বাংলাদেশের একাদশ, দেখেনিন কে কে আছে দলে
- শেষ ওয়ানডের আগে বড় দুশ্চিন্তা! খেলবেন তো এই টাইগার ক্রিকেটার