অল আউট ভারত

হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অল আউট হয়েছে ভারত। যা ইংল্যান্ডের মাটিতে তাঁদের তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ৪২ ও ৫৮ রানে অল আউট হয়েছিল ভারত। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ১৯ রান এসেছে রোহিত শর্মার ব্যাট থেকে। ইংল্যান্ডের হয়ে ওভারটন ও অ্যান্ডারসন তিনটি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া কারান ও রবিনসন নিয়েছেন দুটি করে উইকেট।
হেডিংলিতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। ইনিংসের চতুর্থ বলে অ্যান্ডারসনের ইন সুইঙ্গার বল বুঝতে ভুল করেছিলেন লোকেশ রাহুল। তাতে এজ হয়ে উইকেটরক্ষক জস বাটলারের গ্লাভসে ক্যাচ দিয়ে শূন্য রানেই সাজঘরে ফেরেন লর্ডসে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান।
তিনে নেমে থিতু হতে পারেননি চেতেশ্বর পূজারাও। গুড লেন্থে ফেলে দারুণ এক ইন সুইঙ্গারে পূজারাকে পরাস্ত করেন অ্যান্ডারসন। ডানহাতি এই ব্যাটসম্যানের ক্যাচও লুফে নেন বাটলার। কোহলির ব্যর্থতার পাল্লা ভারি হয়েছে হেডিংলিতেও। অ্যান্ডারসনের বলে কভার ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছেন তিনি।
কভার ড্রাইভের জন্য নিজের শরীর ঠিক জায়গায় নিয়ে গেলেও এজ হয়ে ক্যাচ চলে যায় বাটলারের গ্লাভসে। তাতে ১৭ বলে মাত্র ৭ রান করে সাজঘরে ফিরতে হয় ৫০ ইনিংস ধরে সেঞ্চুরি না পাওয়া ভারতের অধিনায়ককে। ২১ রানে ৩ উইকেট হারানো ভারতকে খানিকটা টেনে তোলার চেষ্টা করেন আজিঙ্কা রাহানে।
যদিও তাঁদের সেই চেষ্টায় সফল হতে দেননি রবিনসন। তাঁর পঞ্চম স্টাম্পের বল খেলতে গিয়ে বাটলারের হাতে ক্যাচ আউট হন রাহানে। ৫৪ বলে ১৮ রান করে রাহানে ফিরলে ভাঙে রোহিতের সঙ্গে তাঁর ৩৫ রানের জুটি। ঋষভ পান্ত সাজঘরে ফিরেছেন থিতু হওয়ার আগেই।
রবিসনের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। পান্তের ক্যাচটি ছিল এই ইনিংসে বাটলারের পঞ্চম। এক ইনিংসে আউট হওয়া প্রথম পাঁচ ব্যাটসম্যানের ক্যাচ নেয়ার রেকর্ডে বাটলার ভাগ বসিয়েছেন ব্র্যাড হ্যাডিনের সঙ্গে। এর আগে ২০১৪ সালে ভারতের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন সাবেক এই অজি উইকেটরক্ষক।
ভারতের ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে থাকলেও আশার আলো হয়ে দাঁড়িয়েছিলেন রোহিত। তবে ওভারটনের আউট সাইড অফ স্টাম্পের বাইরের বাউন্সারে পুল করতে গিয়ে আউট হয়েছেন ডানহাতি এই ওপেনার। ১৯ রান করে রোহিত ফেরার পর আর কেউ সেভাবে দাঁড়াতেই পারেননি।
শেষ দিকে রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহকে পরপর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন কারান। তবে সিরাজ কারানের বল ভালোভাবে সামাল দেয়ায় হ্যাটট্রিক করা হয়নি বাঁহাতি এই পেসারের। এরপর ইশান্ত শর্মা দ্রুত রান তোলার চেষ্টা করলেও সেটা খুব বেশি ফলপ্রসূ হয়নি। শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ সিরাজ আউট হলে ভারত অল আউট হয় মাত্র ৭৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত (প্রথম ইনিংস)- ৭৮/১০ (ওভার ৪০.৪) (রোহিত ১৯, রাহানে ১৮, অ্যান্ডারসন ৩/৬, ওভারটন ৩/১৪)
- সকলেই সাবধান : শেখ হাসিনাকে নিয়ে নতুন ঘোষণা দিলো সরকার
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস ঘোষণা
- শেষ হলো ভারত বনাম বাংলাদেশের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ, জানুন ফলাফল
- সুখবর না দুশ্চিন্তা? হঠাৎ বদলে গেল স্মার্টফোনের ডায়াল প্যাড, জেনে নিন করণীয়
- পাল্টে গেল আপনার ফোনের ডায়াল প্যাড: সুখবর না দুশ্চিন্তা, জেনেনিন সমাধান
- ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল
- গোলাম মাওলা রনির মুখোশ খুললেন ফারজানা
- বাংলাদেশের ভবিষ্যৎ লেখা হচ্ছে দিল্লিতে? রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছে নতুন খবর
- ব্রেকিং নিউজ : এশিয়া কাপের চুড়ান্ত দল ঘোষণা করলো বিসিবি
- সুখবর! ভিসা ছাড়াই এবার যে দুই দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
- পিনাকী দাদা প্রমাণ করলেন ‘কাটা দিয়ে কাটা তুলতে হয়’: রাশেদ খান
- লন্ডন থেকে রাজনৈতিক আশীর্বাদ নিয়ে বিসিবি নির্বাচনে তামিম
- এই হলো টাইগার ক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়
- আজকের সকল দেশের টাকার রেট (২২ আগস্ট ২০২৫)
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ২২/৮/২০২৫ তারিখ