| ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

আসন্ন টি-২০ বিশ্বকাপের ১৮ ক্রিকেটারকে নিয়ে দল সাজাচ্ছে ভারত

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ আগস্ট ২৩ ১৯:০০:০১
আসন্ন টি-২০ বিশ্বকাপের ১৮ ক্রিকেটারকে নিয়ে দল সাজাচ্ছে ভারত

ব্য়াটিং-বোলিং সব বিভাগেই ভারতীয় দলে একাধিক তারকা রয়েছে। টি২০ বিশ্বকাপে ১৮ জনের ভারতীয় দলে জায়গা পেতে পারে কোন কোন তারকা। দেখে নিন এক নজরে।

১. বিরাট কোহলি-ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রান মেশিন বিরাট কোহলি। এখনও পর্যন্ত আইসিসি অনুমোদিত ট্রফি অধরা থেকে গিয়েছে ক্যাপ্টেন কোহলির। টি২০ বিশ্বকাপ জয় পাখির চোখ বিরাটের।

২. রোহিত শর্মা-সীমতি ওভারের ক্রিকেটে বিরাটে ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন ‘দ্যা হিট ম্যান’ রোহিত শর্মা। সাদা বলের ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। আসন্ন টি২০ বিশ্বকাপেও ওপেনার রোহিতের ব্যাটে ‘হিট ম্যান’ শো দেখার জন্য মুখিয়ে ক্রিকেট প্রেমিরা।

৩. কে এল রাহুল-বিগত কিছু সময় ধরে কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন কেএল রাহুল। ওডিআই, টি২০-র পাশাপাশি টেস্ট ক্রিকেটে কামব্যাক করে দুরন্ত ব্যাটিং করছেন রাহুল। টি২০ বিশ্বকাপে ভারতীয় ব্যাটিং শক্তির অন্যতম সেরা অস্ত্র হতে চলেছেন কেএল রাহুল।

৪. সূর্যকুমার যাদব-দীর্ঘ দিন আইপিএলের আঙিনায় অনবদ্য ব্যাটিং করেছেন সূর্যকুমার যাদব। ভারতীয় দলে স্বল্প সুযোগে নিজের জাত চিনিয়েছেন তিনি। মারকুটে এই ব্যাটসম্যান শ্রীলঙ্কা সফরে দৃষ্টি কেড়েছে ক্রিকেটমহলের। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যের টিকিট পাকা।

৫. ঈশান কিশান-প্রথম এগারো জায়গা এখনও পাকা না হলেও, টি২০ বিশ্বকাপে ১৮ জনের দলে থাকা একপ্রকার নিশ্চিৎ তরুণ ইশান কিশানের। আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকেই অর্ধশতরান করে নজর কেড়েছেন ইশান। সুযোগ পেলে নিজেকে ফের প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

৬.ঋষভ পন্থ-ভারতীয় সীমিত ওভারের দলে প্রথম উইকেট রক্ষক হিসেবে বর্তমানে ঋষভ পন্থের নাম পাকা। তার মারকুটে ব্য়াটিংও দলের সেরা অস্ত্র। টি২০ বিশ্বকাপে বিরাটের অন্যতম সেরা অস্ত্র হতে চলেছে ঋষভ পন্থ।

৭. রবীন্দ্র জাদেজা-মরুদেশের উইকেটে রবীন্দ্র জাদেজার স্পিনের ভেলকি খুবই কার্যকর হতে চলেছে। একইসঙ্গে অলরাউন্ডার হিসেবেও নিজের দায়িত্ব বারবার পালন করেছেন জাড্ডু। ফলে স্পিনিং অলরাউন্ডার হিসেবে তার জায়গা একশো শতাংশ পাকা।

৮.হার্দিক পান্ডিয়া-ভারতীয় দলে মিডিয়াম পেস বোলিং ও হার্ড হিটিং ব্যাটসসম্যান হিসেবে হার্দিক পান্ডিয়ার থেকে ভাল অপশন এই মুহূর্তে নেই। যদিও শ্রীলঙ্কা সফরে হার্দিককে সেরা ছন্দে পাওয়া যায়নি। তাতে টি২০ বিশ্বকাপের দলে থাকা হার্দিকের আটকাচ্ছে না।

৯. যুজবেন্দ্র চাহাল-অশ্বিন দীর্ঘ দিন সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ না পাওয়ায়, ভারতীয় দলের এই মুহূর্তে সেরা স্পিনারের নাম যুজবেন্দ্র চাহল। তার চতুর লেগ স্পিনের জালে ফেঁসেছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যান।

১০. জসপ্রীত বুমরাহ-বর্তমান বিশ্বে ব্যাটসম্যানদের অন্যতম ত্রাস জসপ্রীত বুমরাহ। তার কাঁটার মত ইয়র্কার ও ডেথ ওভার বোলিং বিরাটের সেরা অস্ত্র। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্যই ভারতীয় দলে অন্তর্ভুক্ত হবেন বুম বুম বুমরা।

১১. মহম্মদ শামি-ভারতীয় দলের পেস অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র মহম্মদ শামি। তার পেস ও সুইং বিপক্ষের কাছে ত্রাস। বর্তমানে ডেথ ওভারেও দিরন্ত বোলিং করছে শামি। টি২০ বিশ্বকাপের দলে তার জায়গা পাকা।

১২. রাহুল চাহার-ভারতীয় দলে চাহল থাকলে, ১৮ জনের দলে থাকতে পারেন অপর লেগ স্পিনার রাহুল চাহার। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে সীমিত সুযোগে নজর কেড়েছেন তিনি।

১৩. দীপক চাহার-আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ৭ রানের বিনিময়ে ৬টি মূল্যবান উইকেট তুলে নিয়ে আলোচনায় এসেছিলেন দীপক চাহার। ক টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৮ জনের দলে তিনি সুযোগ পেতে পারেন।

১৪. শ্রেয়স আইয়ার-চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন ভারতীয় দলের নির্ভরযোগ্য় মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়র। ভারতীয় দলের চার নম্বর পজিশনে খেলার অন্যতম দাবিদার তিনি। পুরোপুরি ফিট তিনি ১৮ জনের দলে থাকতে পারেন।

১৫. পৃথ্বী শ-আইপিএল দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় দলের তরুণ ওপেনার পৃথ্বি শ। শ্রীলঙ্কা সফরেও তাকে ছন্দে পাওয়া গিয়েছে। প্রথম একাদশে জায়গা পাকা না হলেও, ১৮ জনের দলে তার জায়গা একপ্রকার পাককা।

১৬. ভুবনেশ্বর কুমার-চোট সারিয়ে আন্তর্জাতির ক্রিকেটের আঙিনায় ফিরেছেন সুইং মাস্টার ভুবনেশ্বর কুমার। টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বলের পাশাপাশি পুরনো বলে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে থাকেন। তার জায়গা পাকা।

১৭. শার্দুল ঠাকুর- বর্তমানে ভারতীয় দলের অংশ হিসেবে ইংল্যান্ড সফরে ব্যস্ত আছেন তিনি। ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে এ পর্যন্ত ৩১টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। শার্দুলের জায়গাও পাকা।

১৮. শিখর ধওয়ান-সীমিত ওভারের ক্রিকেটে দীর্ঘ দিন ধরে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন। বর্তমানে সবসময় টি২০ ক্রিকেটে জায়গা না পেলেও, ১৮ জনের জনের দলে থাকতে পারেন গব্বর।

ক্রিকেট

এশিয়া কাপের আগে বড় প্রস্তুতি বাংলাদেশের

এশিয়া কাপের আগে বড় প্রস্তুতি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপের আগে শক্তিশালী প্রস্তুতির জন্য বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ নারী ...

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে গঠিত দল নিয়ে এবারো বড় প্রত্যাশা ছিল। ...

ফুটবল

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মরশুম। ...

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩-১ ...

Scroll to top

রে
Close button