| ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

নতুন উপায়ে কাবুল থেকে বাংলাদেশে আসবে আফগান ক্রিকেটাররা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ আগস্ট ২৩ ১৮:২৪:২১
নতুন উপায়ে কাবুল থেকে বাংলাদেশে আসবে আফগান ক্রিকেটাররা

শেষ পর্যন্ত জানা যাচ্ছে, আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল সিরিজ খেলতে আসবে বাংলাদেশে। আগামী ৩১ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে তাদের। সফরকালে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাঁচটি একদিনের ও একটি চারদিনের ম্যাচ খেলতে আফগানরা।

তালেবানরা ক্ষমতা দখল করার পরও বাংলাদেশ সফরকে সামনে রেখে এরই মধ্যে কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করেছে দলটি। কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে অন্য জায়গায়। বর্তমান পরিস্থিতিতে কাবুল থেকে ঢাকায় আসবে কিভাবে তারা?

বিশেষ করে যখন আফগানিস্তান থেকে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ, কবে খুলবে তার নিশ্চয়তাও নেই- এ প্রেক্ষাপটে আফগান যুবাদের বাংলাদেশে আসার যাত্রাপথ নিয়ে চিন্তা তৈরি হয়। এখনও যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে তাদের ঢাকায় আসার পথ বেশ জটিল এবং এটাই একমাত্র রাস্ত।

ক্রিকেটারদেরকে প্রথমে সড়ক পথে আসতে হবে পাকিস্তানে। এরপর সেখান থেকে বিমানে করে যেতে হবে দুবাই। দুবাই থেকে ঢাকা এবং ঢাকা থেকে ম্যাচের ভেন্যু সিলেট। ঠিক একইভাবে সড়কপথ ও আকাশপথ ব্যবহার করে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে আফগান জাতীয় দলও।

আফগান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বাংলাদেশে আসার সময় এখনও এক সপ্তাহ বাকি। কিন্তু সমস্যা হলো বহির্বিশ্বের সঙ্গে আফগানিস্তানের বিমান যোগাযোগ আপাতত বন্ধ। এ মুহূর্তে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা ও নিয়ন্ত্রণ করছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট।

গত সপ্তাহে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এই বিমানবন্দর থেকে কোনো বাণিজ্যিক ফ্লাইট আকাশে ওড়েনি। যুক্তরাষ্ট্র তাদের সৈন্য ও স্বার্থসংশ্নিষ্টদের জন্য সামরিক ফ্লাইট চালু রাখলেও আপাতত সেগুলোও বন্ধ। এ পরিস্থিতিতে ক্রিকেট দলের জন্য ফ্লাইটের ব্যবস্থা করতে পারছে না কেউই।

উপায়ান্তর না দেখে ‘প্ল্যান বি’ হিসেবে সড়কপথেই যাত্রার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রোববার তোর্কহাম স্থলবন্দর দিয়ে আফগান জাতীয় দলকে পাকিস্তানের পেশোয়ারে পাঠানো হয়েছে। সেখান থেকে বিমানে প্রথমে ইসলামাবাদ, এরপর ইসলামাবাদ থেকে দুবাই এবং দুবাই থেকে কলম্বোয় যাওয়ার কথা তাদের।

অনেকটা একইভাবে পাকিস্তান ও আরবআমিরাত হয়ে বাংলাদেশে আসবে আফগানদের যুব দল। বিসিবি অবশ্য এখনও যাত্রাপথের বিষয়টি স্পষ্ট করেনি। গতকাল বোর্ডের ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার সাংবাদিকদের বলেন, ‘ওরা যথাসময়ে আসার কথা নিশ্চিত করেছে। তবে কিভাবে আসবে সেটি আমরা বলতে চাচ্ছি না। এটি দুই বোর্ডের অভ্যন্তরীণ বিষয়।’

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) টিভি পর্দায় রয়েছে ব্যস্ততম খেলার দিন। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ...

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে গঠিত দল নিয়ে এবারো বড় প্রত্যাশা ছিল। ...

ফুটবল

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মরশুম। ...

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩-১ ...

Scroll to top

রে
Close button