বিধ্বংসী ২ ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশকে কিউইদের হুঁশিয়ারি

ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে অ্যালেনের। তার তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচই বাংলাদেশের বিপক্ষে। চলতি বছরের মার্চ মাসে টাইগারদের বিপক্ষে অ্যালেনের অভিষেক হয়েছিল। ৭১ রানের একটি ইনিংসসহ তিন ম্যাচে অ্যালেন করেছিলেন মোট ৮৮ রান। স্ট্রাইকরেট ২২০।
চলতি বছর আইপিএলেও ডাক পেয়েছিলেন অ্যালেন। অস্ট্রেলিয়ার জশ ফিলিপে আইপিএল ছাড়ার পরে তার জায়গায় অ্যালেনকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে খেলা হয়নি কোনো ম্যাচ। আইপিএলের দ্বিতীয় অংশ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই ব্যাটসম্যানও। তাই দ্বিতীয় অংশে আর তার খেলা হচ্ছে না।
অ্যালেনকে সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন উল্লেখ করে রবীন্দ্র বলেন, ‘অ্যালেনের সাথে ও বিপক্ষে আমি অনেক ম্যাচ খেলেছি। ওর সাথে ব্যাটিং করাটা আমি উপভোগ করি। বর্তমান বিশ্বে সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন হলো অ্যালেন। সে আশ্চর্যজনকভাবে কাজটা করে।
বিশেষ করে সুপার স্ম্যাশ ক্যাম্পেইনের সময় সে যেভাবে ব্যাটিং করেছিল তা ছিল অভূতপূর্ব।’ যুবদলে রবীন্দ্রর আরেক সদস্য সিয়ার্সও আছেন বাংলাদেশ সফরের স্কোয়াডে। এই পেসারের গতিময় বোলিং নিয়েও বাংলাদেশকে সতর্কবার্তা দিয়ে রাখলেন রবীন্দ্র। অলরাউন্ডার রবীন্দ্র বলেন,
‘নেটে সিয়ার্সকে মোকাবেলা করতে হলেও আপনার নিজেকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। সে খুব গতিতে বোলিং করে। ছোটবেলা থেকেই সে এভাবে বোলিং করে আসছে। আমি অনেকবার তার বোলিং খেলেছি। ধারাবাহিকভাবে গতিময় বোলিং করে। আমি ম্যাচে তার বিপক্ষে অনেকদিন খেলিনি কিন্তু মাঠে, ও মাই গড!
সে খুবই জোরে বোলিং করে। তাকে নিউজিল্যান্ড দলে নিয়ে খুবই ভালো হয়েছে।’ প্রসঙ্গত, বাংলাদেশ সফরে আসার আগে দ্য হান্ড্রেড মাতিয়ে এসেছেন অ্যালেন। নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসার আগেই কলিন ডি গ্রান্ডহোমের সাথে ইতোমধ্য ঢাকায় চলেও এসেছেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর।
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- সিগারেটের বাংলা অর্থ কী, অনেকেই বলতে পারেন না, না জানলে জেনেনিন আপনিও
- হঠাৎ মুস্তাফিজকে নিয়ে যে মন্তব্য করে আলোচনার ঝড় তুললেন শ্রীলঙ্কার ক্রিকেটার
- অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন
- সকালে প্রথমে পানি না ব্রাশ? ৯০% মানুষ এই ভুলটি করে
- তবে কি ফিরছেন অবহেলিত টাইগার ক্রিকেটার! সিরিজ নির্ধারণী ম্যাচে চমক বাংলাদেশ দলে
- টি-টোয়েন্টিতে নতুন চমক: বুলবুলের মাস্টারপ্ল্যানে সাইফের পর আরেক চমক
- নির্বাচনে যত শতাংশ ভোট পাবে বিএনপি ও জামায়াত, জরিপে উঠে এলো যে তথ্য
- সুখবর! এই দুই দেশে যেতে বাংলাদেশিদের আর ভিসা লাগবে না
- জানেন এবার এক লাফে কত কমলো ভরি প্রতি স্বর্ণের দাম, বিনিয়োগকারীদের ঘুম হারাম
- তুমুল সংঘর্ষে ভারতে পালাল চার হাজার মানুষ
- হিজড়াদের ৩টি জিনিসে ভুলেও হাত দেবেন না
- পেঁয়াজের বাজারে সুখবর
- দেশের ব্যাংক গুলো নিয়ে কঠিন সিদ্ধান্ত, ১২টি গ্রুপে ভাগ করার ঘোষণা দিলো : বাংলাদেশ ব্যাংক
- ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে অবিশ্বাস্য সিদ্ধান্ত, অন্য পথ বেছে নিলো টাইগাররা