সাবেক ক্লাবের ‘শত্রুশিবিরে’ যোগ দিচ্ছেন রোনালদো

তবে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নয়, বরং তিনি নাকি ম্যান ইউয়ের চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন! এমন খবরে এখন তোলপার ইতালীয় গণমাধ্যম। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, জুভেন্তাসের সঙ্গে হয়তো আর চুক্তি নবায়ন করবেন না রোনালদো।
বছরে ২৫.৫ মিলিয়ন পাউন্ড বেতনে রোনালদোর চুক্তির মেয়াদ রয়েছে আর মাত্র ১০ মাস। সেখানে তার ভবিষ্যৎও এখন আর নিশ্চিত নয়। যে কারণে পরিস্থিতি আকস্মিকভাবে মোড় নিয়েছে। কুরিয়ার ডেলো স্পোর্ট দাবি করছে, সাবেক ক্লাব ইউনাইটেডের প্রতিবেশি সিটিকে পর্তুগিজ তারকার পক্ষ থেকে নাকি চুক্তির প্রস্তাব দিয়েছেন তার এজেন্ট জর্জ মেন্ডেস।
৩৬ বছর বয়সী এই তারকাকে দেখা যেতে পারে ম্যানচেস্টারের নীল জার্সিতে। রিপোর্টে বলা হয়, ইতালীয় জায়ান্টরাই রোনালদোকে মাত্র ২৫ মিলিয়ন পাউন্ডে সিটির কাছে বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছে। এদিকে ইংলিশ আন্তর্জাতিক স্ট্রাইকার হ্যারি কেনকে দলভুক্ত করতে না পারায় হতাশ পেপ গার্দিওলার সিটি।
গত রবিবার স্পার্সদের কাছে ১-০ গোলে পরাজিত হবার পর ক্লাবটি এখন তাদের আক্রমণভাগকে আরো শক্তিশালী করার জন মরিয়া। কেনের জন্য ১০০ মিলিয়ন পাউন্ডের একটি লোভনীয় প্রস্তাব গ্রীষ্মকালীন দল বদলের শুরুতে দিয়ে রেখেছিল সিটি।
কিন্তু উত্তর লন্ডনের ক্লাবটি সেটি প্রত্যাখ্যান করে এবং কেনের নামের পাশে ১৫০ মিলিয়ন পাউন্ডের প্রাইজ ট্যাগ লাগিয়ে দেয়। কেনের মতোই গোলের নিশ্চয়তা নিয়েই সেখানে আসতে চান রোনালদো। রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবল তারকা গত সিরি এ মৌসুম শেষ করেছেন সর্বোচ্চ গোলদাতার আসন নিয়েই।
এ সময় তিনি গোল করেছেন ২৯টি। জুভেন্টাসের হয়ে বিগত তিন বছরে রোনালদো সব ধরনের প্রতিযোগিতায় মোট ১৩৩টি ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ১০১ টি। তবে রোনালদো যদি ইত্তেহাদে যোগ দেন তাহলে ওল্ড ট্রফোর্ডে নিজের কিংবদন্তির আসনটি খোয়াতে হবে।
কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রোনালদোর একটি গভীর বন্ধন গড়ে উঠেছিল। বিশেষ করে ইউনাইটেডের দর্শকদের কাছে তিনি মর্যাদার আসন লাভ করেছিলেন। এখন যদি তিনি সিটিতে যোগ দেন, তাহলে সেটি হবে ম্যান ইউ সমর্থকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
- ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি পাবেন না যারা
- হাসপাতালে নেওয়া হয়েছে হামলায় মারাত্মক আহত নুরুল হক নুরকে
- রিয়াদ-সাব্বিরের দুর্দান্ত ব্যাটিং, মাতালেন আশরাফুলও
- খালেদা জিয়া নির্বাচন করবেন কিনা যা বললেন মির্জা ফখরুল
- জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগে উত্তেজনা
- বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস: টস, জানুন একাদশ ও লাইভ দেখুন এখানে
- রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ: সেনা ও পুলিশ মোতায়েন
- পাঁচ ব্যাংকে অর্থ সংকট: গ্রাহকের আমানত আটকে বিপাকে লাখো মানুষ
- তাসকিনের আগুনে বোলিংয়ের পরও বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিলো নেদারল্যান্ডস
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৯ আগস্ট)
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট: কমলো টাকার মান
- টটেনহ্যাম হটস্পার বনাম বোর্নমাউথ: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ
- সুখবর: শেয়ারবাজারে আস্থা ফেরাতে সরকারের বড় উদ্যোগ
- এইমাত্র শেষ হলো নেদারল্যান্ডস বনাম বাংলাদেশের ম্যাচ
- বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি: পাওয়ারপ্লেতে তাসকিনের আঘাত