রশিদ খানদের শ্রীলংকা সফরের দিকে তাকিয়ে বিসিবি

আর সিরিজ মাঠে গড়াবে কিনা সেই প্রশ্নে আফগান জাতীয় দলের শ্রীলংকা সফরের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলংকায় অবশ্য পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে রশিদ খানের দল। ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সেই সিরিজের জন্য ২৫ আগস্ট শ্রীলংকায় পৌঁছানোর কথা আফগান দলের।
আর ২৫ আগস্ট তারিখটির দিকেই তাকিয়ে বিসিবির কর্মকর্তারা। তালেবানের হাতে দেশ চলে যাওয়ার মুহূর্তে রশিদ খানরা যদি শ্রীলংকায় যেতে পারেন তো দেশটির অনূর্ধ্ব-১৯ দলও যথাসময়ে বাংলাদেশে আসতে পারবে বলে মনে করছে বিসিবি। এ বিষয়ে বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার এক গণমাধ্যমকে বলেন, ‘আফগানিস্তানের জাতীয় দলের পাকিস্তানের সঙ্গে খেলা আছে।
সেটি খেলতে তারা আগস্টের শেষ দিকে শ্রীলংকা যাবে। সেটি যদি হয়, তবে তাদের অনূর্ধ্ব-১৯ দল না আসার কোনো কারণ দেখছি না। আমরা এখন ওই অপেক্ষায় আছি। যদি তাদের জাতীয় দল শ্রীলংকায় যায়, তবে আমাদের সিরিজ নিয়েও আমরা আশাবাদী। এর পরও যদি সমস্যা দেখা দেয় তো আমরা সূচি একটু পিছিয়ে হলেও সিরিজটা আয়োজন করতে চাই।’
আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিবি নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান আবু এনাম মোহাম্মদ কায়সার। বললেন, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। এখনও পর্যন্ত যে কথাবার্তা হয়েছে, তাতে তাদের আসাটা নিশ্চিত বলা যায়। তারা বলেছেন, যে সরকারই আসুক, সে দেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না।
এর পরও শঙ্কা আছে, শঙ্কা থাকবেই। যেহেতু পরিস্থিতি একটু ভিন্ন, তারা শেষ সিদ্ধান্ত কী জানায় আমরা সে জন্য অপেক্ষা করছি।’ এমন পরিস্থিতিতে শ্রীলংকায় জাতীয় দল পাঠালে বাংলাদেশেও যুবদলকে পাঠাতে কোনো বাধা থাকবে না বলে মনে করেন বিসিবির এ কর্মকর্তা।
- বিসিবির বড় চমক, এশিয়া কাপে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা
- শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস ঘোষণা
- বাংলাদেশের ম্যাচ সহ টিভিতে আজকের খেলার সময়সূচি
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের সম্ভাব্য ১৫ সদস্যের দলে রয়েছে চমক
- বঙ্গবন্ধু পোস্ট বিতর্কে সরাসরি বার্তা শাকিব খানের
- শেষ সময় ২৩ আগস্ট, বন্ধ হয়ে যাবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন
- শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা, সেনাপ্রধানের কড়া বার্তা
- সকালে পাকা কলা খাওয়ার ৫ সতর্কতা, না মানলে হতে পারে ক্ষতি
- মালয়েশিয়া প্রবাসে নতুন যুগ: বিনা খরচে চাকরির সুযোগ, দালালদের দিন শেষ
- টাকার রেট: ওমানের ১ রিয়াল সমান বাংলাদেশের কত টাকা,জেনেনিন
- ভয়াবহ বন্যা, সবশেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা পাওয়া গেলো
- ট্রাইব্যুনালে এসে যা বললেন সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি
- দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা? জানুন সর্বশেষ দাম