| ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

জয়ের জন্য শেষ ৩৬ বল থেকে অস্ট্রেলিয়ার প্রয়োজন

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ আগস্ট ০৭ ২১:০৭:০৯
জয়ের জন্য শেষ ৩৬ বল থেকে অস্ট্রেলিয়ার প্রয়োজন

প্রথম ওভারেই অস্ট্রেলিয়ার অধিনায়ককে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরানোর চেষ্টা করেন শেখ মেহেদি। কিন্তু সাকিবের ঐ এক ওভারেই ঘুরে যায় ম্যাচের মোড়। সাকিবের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে গুনে গুনে পাঁচ ছক্কা হাকান ক্রিস্টান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৪ ওভারে ৬ উইকেটে ৮২ রান। জয়ের জন্য শেষ ৩৬ বল থেকে অস্ট্রেলিয়ার প্রয়োজন ২৩ রান।

প্রথমবারের মতো ক্রিকেটের অন্যতম মোড়ল অস্ট্রেলিয়ার সাথে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলার দামাল ছেলেরা। প্রথম তিন ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে বড় জয়ের পর চতুর্থ ম্যাচে জয়ের মাধ্যমে বাংলাওয়াশ মিশনে আরেকধাপ এগিয়ে থাকতেই আজ মাঠে নেমেছে বাংলাদেশ।

মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়েছে টাইগাররা। অস্ট্রেলিয়ার স্পিনারদের কাছে একেবারে দাঁড়াতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা।

সিরিজের প্রথম তিন ম্যাচের মতোই এ ম্যাচেও সুবিধা করতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচে ব্যর্থ হলেও সৌম্য সরকার আর নাঈম শেখের উপরেই আস্থা রাখে বাংলাদেশ। আগের তিন ম্যাচে ২, ০, ২ রান করে আউট হলেও চতুর্থ ম্যাচে সুযোগ পান সৌম্য।

এ ম্যাচেও ব্যর্থ তিনি। আউট হন ১০ বলে ৮ রান করে। ইনিংসের চতুর্থ ওভারে অজি পেসার জশ হেইজেলউডকে উড়িয়ে মারতে গিয়ে বৃত্তের মধ্যে অ্যালেক্স কেরির হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন সৌম্য। এদিকে, সৌম্যর ব্যর্থতার দিনে পরীক্ষা দিতে হচ্ছে নাঈমকেও।

তার ব্যাটেও রান আসছে না দীর্ঘদিন। উইকেটে মানিয়ে নেওয়ার প্রাথমিক চ্যালেঞ্জে অবশ্য উতরে গেছেন নাঈম। বলের মান বিবেচনা করে ব্যাট করছেন বটে, তবে সুযোগ নিচ্ছেন না একেবারেই। তার ধীরগতির ব্যাটিং দলের চাপ বাড়ছে আরও।

আগে তিন ম্যাচে দলের চাহিদা মতো রানের চাকা সচল রাখলেও এ ম্যাচে সুবিধা করতে পারেননি সাকিব। ২৬ বল খেলে মাত্র ১৫ রান করে হেইজেলউডের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। সাকিবের বিদায়ের পরেই মাঠে আসেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ।

আগের দিনের ম্যাচ উইনার এদিন যেন একেবারে সুবিধা করে উঠতে পারেননি। রানের খাতা খোলার আগেই ফিরেছেন সাজঘরে। মিচেল সুয়েপসানের বলে এলবিডাব্লিউ’র ফাঁদে পড়েন তিনি। অধিনায়কের বিদায়ের পরের বলেই সেই সুয়েপসানের বলেই গোল্ডেন ডাক মেরে ডাগ আউটে ফেরেন দলের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।

এরপরে আফিফ আর নাইম মিলে কিছুটা ভিত ধরলেও অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে তা পূরণ হয়নি। ম্যাচের ১৫ তম ওভারে সেই সুয়েপসানের আরেক শিকার হোন নাইম শেখ। ৩৫ বলে ২৮ রান করে সুয়েপসানের গুগলিকে উঠিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন নাইম। নাইমের ক্যাচ তালুবন্দি করতে ভুল করেন নি অস্ট্রেলিয়ার অধিনায়ক।

নাইমের বিদায়ের পর আফিফকে সঙ্গ দিতে মাঠে আসেন সদ্য জাতীয় দলে অন্তর্ভুক্ত হওয়া শামীম হোসেন পাটোয়ারি। ১৬ তম ওভারে অ্যাস্টন অ্যাগারের প্রথম বলে বিশাল এক ছক্কা মেরে আবারও ম্যাচের নায়ক হওয়ার আভাস দিচ্ছিলেন আফিফ।

কিন্তু এক বল পরেই আবারও ডিপ লেগ অঞ্চল দিয়ে অ্যাস্টন অ্যাগারকে বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরেন তিনি। আফিফ যখন সাজঘরের পথে তখন বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভার ৪ বলে ৬ উইকেটের বিনিম্যে মাত্র ৭৮ রান।

পুরো সিরিজ জুড়ে দারুণ খেলা বাংলাদেশের চতুর্থ ম্যাচে দলীয় শতরান সংগ্রহে যখন সন্দেহ, তখন মাঠে দলের হাল ধরেন দুই তরুণ শামীম এবং শেখ মেহেদি। কিন্তু জিম্বাবুয়ের সাথে দারুণ সিরিজ কাটিয়ে আসা শামীম যেন অস্ট্রেলিয়া সিরিজে একবারে নিষ্প্রভ সময় পার করছেন।

১৮ তম ওভারে এন্ড্রু টাইয়ের বলে ক্যাচ তুলে ৩ রান করে আউট হোন তিনি। এরপর মাঠে নামেন নাসুম আহমেদ। ১৯ তম ওভার পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৯০ রান। শেষে নাসুমকে সাথে নিয়ে শেষ ওভারে মেহেদির ১ ছক্কা আর ১ চারে শতরানের মাইলফলক পার করে বাংলাদেশ।

পরে এন্ড্রু টাইয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন মেহেদি। মেহেদির পরের বলেই শরিফুল এসে ক্যাচ আউট হলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১০৪ রান। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট পান এন্ড্রু টাই এবং মিচেল সুইপসান। এছাড়া দুইটি উইকেট পান জশ হ্যাজলউড।

ক্রিকেট

এশিয়া কাপের আগে বড় প্রস্তুতি বাংলাদেশের

এশিয়া কাপের আগে বড় প্রস্তুতি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপের আগে শক্তিশালী প্রস্তুতির জন্য বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ নারী ...

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে গঠিত দল নিয়ে এবারো বড় প্রত্যাশা ছিল। ...

ফুটবল

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মরশুম। ...

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩-১ ...

Scroll to top

রে
Close button