| ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

টাইগারদের হুংকার দিলেন ম্যাথু ওয়েড

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ আগস্ট ০৪ ১২:০৬:৪০
টাইগারদের হুংকার দিলেন ম্যাথু ওয়েড

দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে বুধবার (৪ আগস্ট) ক্রিকেট অস্ট্রেলিয়াকে এ কথা বলেছেন ওয়েড। অজি অধিনায়ক বলেন, ‘স্পিনের বিপক্ষে আমরা সাহসী হব। পাশাপাশি আমাদের পরিকল্পনায় ঠিক থাকতে হবে, কারণ এই অল্প সময়ে সব কিছু পরিবর্তন করে ফেলা সম্ভব নয়। দ্বিতীয় ম্যাচে যেমন দরকার আমরা সেই খেলাটাই খেলতে চাই।’

প্রথম ম্যাচে শেরে-ই বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট যেন একটি বেশিই টার্ন করছিল। অস্ট্রেলিয়া অধিনায়কও স্বীকার করেছেন বিষয়টি। ম্যাথু ওয়েড বলেন, ‘এই দেশে এটাই (স্পিন) চ্যালেঞ্জ। শুরুর দিকের বলগুলো আপনি বুঝতে পারবেন না, প্যাডে বারবার আছড়ে পড়বে। কোনো কোনোটা আবার দ্রুত টার্ন করবে। তবে প্রথম ম্যাচে আমার মনে হয়েছে শুরুর দিকের চেয়ে শেষের দিকে বল বেশি ঘুরেছে।’

প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২৩ রানে হেরেছে অজি শিবির। স্পিন বান্ধব উইকেটে স্পিনাররাই পালন করেছেন গুরুদায়িত্ব। অজিদের ৬টি উইকেটই নিয়েছেন টাইগার স্পিনাররা। নাসুম আহমেদের শিকার ৪ উইকেট, সাকিব ও মাহেদী হাসান নিয়েছেন একটি করে। ৪ ওভারে ৪ উইকেট নিতে নাসুম দিয়েছেন ১৯ রান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে নাসুমের এটি সেরা বোলিং ফিগার। লাল-সবুজেরি জার্সিতে এ নিয়ে ৬ উইকেট শিকার করলেন তিনি।

অজিদের হারানোর মাধ্যমে দারুণ এক অর্জনও যোগ হয়েছে বাংলাদেশের নামের পাশে। এর আগে চারটি টি-টোয়েন্টি খেললেও ক্রিকেটের মোড়লদের বিপক্ষে কোনো জয় ছিল না টাইগারদের। তাছাড়া টি-টোয়েন্টিতে এই সিরিজটি দুদলের মধ্যকার প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ। আগের চারটি ম্যাচই হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে।

প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ১৩১ রান করেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত জয়ও ধরে রেখেছে তারা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের এটি সর্বনিম্ন রান টার্গেট দিয়ে জয়ের রেকর্ড। আগের সর্বনিম্ন রান টার্গেট দিয়ে জয়ের রেকর্ডটি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, ২০১৬ সালে। মিরপুরে ওই ম্যাচে ১৩৪ রানের টার্গেট দিয়ে ৫১ রানে জিতেছিল টাইগাররা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আজকের ম্যাচে ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার

আজকের ম্যাচে ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয়ে এগিয়ে গেছে ...

এইমাত্র শেষ হলো নেদারল্যান্ডস বনাম বাংলাদেশের ম্যাচ

এইমাত্র শেষ হলো নেদারল্যান্ডস বনাম বাংলাদেশের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: কাগজে-কলমে শক্তির পার্থক্য ছিল স্পষ্ট। এবার সেই ব্যবধানটা মাঠেও দেখিয়ে দিল বাংলাদেশ। সিলেট ...

ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বার্নলি: একটি কঠিন লড়াইয়ের পূর্বাভাস

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বার্নলি: একটি কঠিন লড়াইয়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: ম্যানচেস্টার, ২৪ আগস্ট: ইএফএল কাপ থেকে বিব্রতকর বিদায়ের পর, ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার বিকেলে ...

টটেনহ্যাম হটস্পার বনাম বোর্নমাউথ: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ

টটেনহ্যাম হটস্পার বনাম বোর্নমাউথ: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ

নিজস্ব প্রতিবেদক: শনিবার রাতে নিজেদের মাঠে বোর্নমাউথকে আতিথ্য দেবে টটেনহ্যাম হটস্পার। এই ম্যাচ জিতে প্রিমিয়ার ...

Scroll to top

রে
Close button