| ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আগামীকাল বাংলাদেশের সামনে ১২ বছরের ইতিহাসকে পাল্টানোর সুযোগ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ জুলাই ১৭ ২২:২৫:৫৫
আগামীকাল বাংলাদেশের সামনে ১২ বছরের ইতিহাসকে পাল্টানোর সুযোগ

রবিবার (১৮ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগররা। যেখানে এক যুগের আক্ষেপ মেটানো সুযোগ থাকছে তামিম ইকবালের দলের। এই ম্যাচে হারাতে পারলে এক যুগ পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ।

সর্বশেষ ২০০৯ সালে জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা। যেখানে ৪-১ ব্যবধানে হারিয়েছিল সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ। এরপরের দুটি সিরিজেই হেরে দেশে ফিরতে হয়েছিল সফরকারীদের। ২০১১ সালে শেষ দুই ম্যাচে জিতলেও সিরিজ হেরে বাড়ি ফিরতে হয়েছিল সাকিবের দলকে।

২০১৩ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশকেও হেরে বাড়ি ফিরতে হয়েছিল। যেখানে প্রথশ ম্যাচে ১২১ রানের বড় ব্যবধানে জয় পেলেও শেষ দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। এবার তাই সুযোগ থাকছে সিরিজ জেতার। প্রথম ম্যাচে দাপটের সঙ্গে জিতে সেটির আভাস দিয়ে রেখেছে তামিমের দল।

জিম্বাবুয়ের মাটিতে এখন পর্যন্ত ২৯টি ওয়ানডে খেলেছে বাংলাদেশে। যেখানে জিম্বাবুয়ের ১৫ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ১৪টিতে। তাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলে সুযোগ থাকছে জয়ের সংখ্যায় জিম্বাবুয়েকে স্পর্শ করার।

প্রথম ম্যাচে জয় পেলেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান। প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেলেও প্রথম ওয়ানডেতে শূন্য রানে ফিরেছেন তামিম। এ ছাড়া নিষেধাজ্ঞা থেকে ফিরেই ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না সাকিব।

প্রথম ম্যাচে ভালো শুরু করলেও শেষ পর্যন্ত ১৯ রানে সাজঘরে ফিরেছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য নিজের ব্যাাটে ও সাকিবের ব্যাটে রান চান তামিম। সেই সঙ্গে শুরুতে উইকেট হারিয়ে দলকে বিপদে ফেলতে চান না বাংলাদেশের এই অধিনায়ক।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘উন্নতির তো কোনো শেষ নেই। তবে কম রানে যদি তিনটা উইকেট পড়ে যায়, সেটা আদর্শ কিছু নয়। আমরা চেষ্টা করব, আমাদের টপ অর্ডার থেকে আমি বা সাকিব যদি বড় ইনিংস খেলতে পারি, তাহলে দল হয়তো এমন পরিস্থিতিতে পড়বে না। চেষ্টা করব পরের ম্যাচে এমন সুযোগ এলে তা কাজে লাগাতে। আমার কাছে মনে হয় বোলিং নিয়ে আমি খুবই সন্তুষ্ট। খুবই খুশি আমরা যেভাবে বোলিং করেছ।’

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও মুস্তাফিজুর রহমানকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। মুস্তাফিজকে না পাওয়া গেলে একাদশে তেমন কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। এদিকে কবজিতে একটু ব্যথা পেলেও লিটনের ম্যাচ খেলতে সমস্যা হবে না বলে জানিয়েছেন তামিম।

বাংলাদেশ যেখানে সিরিজ জয়ের প্রত্যাশায় মাঠে নামবে সেখানে সিরিজ বাঁচাতে মুখিয়ে থাকবে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে বোলাররা প্রত্যাশানুযায়ী ব্যাটিং করলেও ব্যাটসম্যানরা হতাশ করেছে। এদিকে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ১৭ ওয়ানডেতেই হেরেছে জিম্বাবুয়ে।

যে কারণে টাইগারদের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না স্বাগতিকরা। ব্যাটিং ইউনিট শক্তিশালী করতে দ্বিতীয় ম্যাচে সিকান্দার রাজাকে খেলাতে পারে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ের সঙ্গে তাঁর অফ স্পিনও দলের জন্য কার্যকরী হতে পারে।

বাংলাদেশ (সম্ভাব্য একাদশ): তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে (সম্ভাব্য একাদশ): ওয়েসলে মাধেভেরে, টাডিওয়াশে মারুমানি, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিয়ন মায়ার্স, রেজিস চাকাভা, সিকান্দার রাজা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা এবং রিচার্ড এনগারাভা।

ক্রিকেট

টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে

টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে

নিজস্ব প্রতিবেদক: খেলাধুলার আসর মানেই সবার মধ্যে আলাদা এক উত্তেজনা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ...

‘আরও ২ ওভার, তবুও উইকেটশূন্য সাকিব – বাড়ছে অপেক্ষা’

‘আরও ২ ওভার, তবুও উইকেটশূন্য সাকিব – বাড়ছে অপেক্ষা’

নিজস্ব প্রতিবেদক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাঠে নামলেও এখনও কাঙ্ক্ষিত মাইলফলকের দেখা পাচ্ছেন না সাকিব ...

ফুটবল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

"ভারতে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা, কেরালায় হবে প্রীতি ম্যাচ"

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য আসছে দারুণ এক চমক। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল আগামী নভেম্বরে ...

Scroll to top

রে
Close button