| ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আজ যেন আবারও ফিরে এলো ৮ বছর আগের সেই জয়

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ জুলাই ১৬ ২৩:১০:৫৩
আজ যেন আবারও ফিরে এলো ৮ বছর আগের সেই জয়

তবে আনন্দের মাঝে শঙ্কার খবর হলো, ওই সিরিজে এমন দাপুটে শুরু করেও পরের দুই ম্যাচে আর পারেনি বাংলাদেশ।

৬ এবং ৭ উইকেটের দুটি সহজ জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছিল ব্রেন্ডন টেলরের দল। এবার কি ভাগ্য বদলাবে? বলার অপেক্ষা রাখে না, ২০১৩ সালের ওই সিরিজের পর আর জিম্বাবুয়ে সফরেই যায়নি বাংলাদেশ দল। ৮ বছর পর এবারই প্রথম জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ খেলছে টাইগাররা।

মাঝের ৮ বছর জিম্বাবুইয়ানদের বিপক্ষে বাংলাদেশ অংশ নিয়েছে ১৬ ওয়ানডেতে। সবকটি খেলাই হয়েছে দেশের মাটিতে। আর সবগুলো ম্যাচই জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। আজ আবার জিম্বাবুয়ের মাটিতে খেলতে নেমে সহজ ও অনায়াস জয় টাইগারদের।

ইতিহাস-পরিসংখ্যান জানাচ্ছে, ২০১৩ সালের ৩ মে বুলাওয়েতে বাংলাদেশ ৮ উইকেটে করেছিল ২৬৯ রান। সর্বোচ্চ স্কোরার ছিলেন নাসির হোসেন (৬৭ বলে ৬৮)। এছাড়া রান করেছিলেন মুমিনুল হক (৩৮), তামিম ইকবাল (২৭), আশরাফুল (২৯) আর মাহমুদউল্লাহ (৩৬)। তবে তারা কেউই ম্যাচসেরা হননি।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছিল পেসার জিয়াউর রহমানের হাতে। নিজের ওয়ানডে ক্যারিয়ার সেরা বোলিং (৯-১-৩০-৫) করে বাংলাদেশের জয়ের রূপকার ছিলেন জিয়া। তার দুর্দান্ত বোলিংয়েই মাত্র ১৪৮ রানে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ের ইনিংস।

আজ ১৬ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে এবারের সিরিজের প্রথম ওয়ানডেটি যেন সেই ম্যাচেরই চিত্রনাট্যে সাজানো। এবারও তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে বাংলাদেশ বিরাট জয়ে শুরু করেছে। ৮ বছর আগের সেই ম্যাচের মত আজও বাংলাদেশের এক বোলার ঠিক ৩০ রানে ৫ উইকেট দখল করেছেন।

এবারের সেই ৫/৩০ টিম বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের হাতে। ম্যাচে ৯.৫ ওভার বোলিং করে ৩ মেডেনসহ ৩০ রানে ৫ উইকেট শিকারি সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের বাঁহাতি স্পিনে মাত্র ১২১ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। পার্থক্য একটাই, ওই ম্যাচে টাইগারদের কেউ সেঞ্চুরি করতে পারেননি।

আজ শতরান করেছেন ওপেনার লিটন দাস। অধিনায়ক তামিম ইকবালের সাথে ব্যাট হাতে ইনিংসের সূচনা করে লিটন দাস উপহার দিয়েছেন ১১৪ বলে ১০২ রানের দারুণ ইনিংস। তার সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের চতুর্থ উইকেটে ৯৩ রানের ঘুরে দাঁড়ানো জুটি (মাহমুদউল্লাহর অবদান ৩৩)

আর শেষদিকে আফিফ হোসেনের ৩৫ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসে ৯ উইকেটে ২৭৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। অন্যদিকে বোলিংয়ে যা করার সাকিব একাই করেছেন। তিনিই বাঁহাতি ভেল্কিতে জিম্বাবুইয়ান ইনিংসের অর্ধেকটা গুঁড়িয়ে দেন। বাকিদের কেউ ২ উইকেটও পাননি।

ক্রিকেট

টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে

টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে

নিজস্ব প্রতিবেদক: খেলাধুলার আসর মানেই সবার মধ্যে আলাদা এক উত্তেজনা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ...

‘আরও ২ ওভার, তবুও উইকেটশূন্য সাকিব – বাড়ছে অপেক্ষা’

‘আরও ২ ওভার, তবুও উইকেটশূন্য সাকিব – বাড়ছে অপেক্ষা’

নিজস্ব প্রতিবেদক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাঠে নামলেও এখনও কাঙ্ক্ষিত মাইলফলকের দেখা পাচ্ছেন না সাকিব ...

ফুটবল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

"ভারতে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা, কেরালায় হবে প্রীতি ম্যাচ"

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য আসছে দারুণ এক চমক। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল আগামী নভেম্বরে ...

Scroll to top

রে
Close button