রিয়াদের সিদ্ধান্ত ব্যক্তিগত, হতাশ হওয়ার কিছু নেই : তামিম

স্বভাবতই রিয়াদের টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত অসময়ে দেশের ক্রিকেটে বিষাদের ছায়া নামায়। তবে সিনিয়র এই ক্রিকেটারের টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত দলে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি বলে জানালেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
এক ফরম্যাট থেকে টি-টোয়েন্টি অধিনায়ক সরে দাঁড়ানোয় দলের পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি জানিয়ে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার কাছে মোটেও এমন মনে হয়নি। এটা একজনের ব্যক্তিগত সিদ্ধান্ত, একে সম্মান জানাতে হবে। এখানে হতাশ হওয়ার কোনো কিছু নেই।’
তামিম বলেন, ‘আমরা এ ব্যাপারে খুব বেশি কথা বলতে চাই না। আমরা এখন দলের পারফরম্যান্সেই মনোযোগ রাখছি। এটা শুধু বলার জন্য বলছি না। আমাদের সাথে থাকলে বুঝতেন আসলেই এটা নিয়ে আমরা এক ফোঁটা চিন্তাগ্রস্ত না। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই আর সামনেও বলার কিছু থাকবে না। যা হওয়ার হয়ে গেছে।’
তবে রিয়াদের বিদায় ঘিরে যে সুনসান নীরবতার অস্তিত্ব, তা কি অস্বীকার করার মত? হারারেতে বিদায়ী টেস্টে তিনি ম্যাচসেরা হলেন, অথচ পুরস্কার বিতরণীর মঞ্চে এ নিয়ে কোনো প্রশ্নও করা হয়নি রিয়াদকে। ম্যাচ শেষে ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে রিয়াদকে নিয়ে বার্তা দিলেও টেস্টের শেষ দিন সতীর্থদের ‘গার্ড অব অনার’ নেওয়া রিয়াদ এখনও নীরব ভূমিকায়।
টেস্টের পর দলের প্রথম অনুশীলনে রিয়াদ ছিলেন না, এমনকি অনুপস্থিত ছিলেন জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে বাংলাদেশের একমাত্র একদিনের প্রস্তুতি ম্যাচেও। রিয়াদকে নিয়ে শঙ্কার মেঘ ঘনীভূত হওয়ার সুযোগ অবশ্য রাখেননি তামিম।
রিয়াদের প্রস্তুতি ম্যাচ না খেলার কোনো সুনির্দিষ্ট কারণ আছে কি না, প্রশ্নের জবাবে তামিম জানান, ‘না না, কোনো কারণ নেই। টেস্টে পাঁচটা দিন খুব কষ্ট করতে হয়েছে। এজন্য টেস্ট ম্যাচের পরের দিন কেউ প্র্যাকটিসে যায় না যদি না টেস্ট ম্যাচটা কারও খুব খারাপ যায়।
প্র্যাকটিস ম্যাচের সময় উনি বিশ্রাম নিতে চেয়েছেন বা আলাদাভাবে বিশেষ কোনো কাজ করতে চান। কাল অনেক লম্বা সময় নেটে প্র্যাকটিসও করেছেন। এটা তাই উনার ব্যক্তিগত ইচ্ছা ছিল। তবে কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক আছে।’
- ভারতের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ইতিহাস গড়লেন শুভমান গিল
- প্রবাসীদের জন্য বড় সুখবর, বুধবার থেকেই কার্যকর
- এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল
- পুলিশের হাতে আটক বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক
- আজ বাংলাদেশে ১৮,২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- কফি খাচ্ছিলাম, চিল করছিলাম—মুহূর্তেই দেখি পাঁচ উইকেট নেই : তাসকিন
- এবার ঘরে বসেই মাত্র কয়েক মিনিটে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন
- পটিয়া থানায় আসলে কী ঘটেছিল জানালেন ওসি
- ব্রেকিং নিউজ: গাড়ি দুর্ঘটনায় আরেক তারকার মৃত্যু
- টানা ৩ দিনের ছুটি
- বাড়লো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ জুলাই ২০২৫)
- বাংলাদেশের ৪ দুর্ভাগা ক্রিকেটারের নাম বললেন সাকিব আল হাসান
- ভিসা নিয়ে সুখবর দিল আমেরিকা
- ‘মেগাস্টার’ শব্দে আপত্তি, শাকিব ভক্তদের উদ্দেশে যা বললেন জাহিদ হাসান
- তার ছাড়াই চলবে কারেন্ট : তারবিহীন বিদ্যুতের যুগে প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব