৩৩৬ রানের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ধারে কাছেও যেতে পারলো না অস্ট্রেলিয়া

ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। এভিন লুইসের বদলে সুযোগ পাওয়া আন্দ্রে ফ্লেচার ৯ রান করে অ্যাস্টন এগারের বলে বোল্ড হন। নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন গেইলও। ১৬ বলে ১৩ রান করে মিচেল মার্শের বলে বোল্ড হন তিনি। তার আগে লেন্ডল সিমন্স ফেরেন ২১ বলে ৩১ রান করে। ৫৯ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
শিমরন হেটমায়ার ও ডুয়াইন ব্রাভো গড়েন ৬১ বলে ১০৩ রানের জুটি। ৩৬ বলে ৬১ রান করেন হেটমায়ার। দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরতে হয় হেটমায়ারকে। তার ইনিংসটি সাজানো ছিল ২টি চার ও ৪টি ছক্কায়।
ইনিংসের ১৩ বল বাকি থাকতে মাঠে নামেন আন্দ্রে রাসেল, খেলেন স্বভাবসুলভ এক ক্যামিও ইনিংস। ২ চার ও ২ ছক্কায় রাসেলের ব্যাট থেকে আসে ৮ বলে অপরাজিত ২৪ রান। অপরপ্রান্তে ব্রাভো অপরাজিত থাকেন ৩৪ বলে ৪৭ রান করে। তার ব্যাট থেকে আসে ১টি চার ও ৩টি ছক্কা।
নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ৪ উইকেটে ১৯৬ রান। একটি করে উইকেট পান মার্শ, এগার ও জশ হ্যাজলউড। মিচেল স্টার্ক ৪ ওভারে খরচ করেন ৪৯ রান।
বড় লক্ষ্যের জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই শেলডন কটরেলের শিকার হন ম্যাথু ওয়েড। অ্যারন ফিঞ্চ ৮ বলে ৬ রান করে বোল্ড হন ফিদেল এডওয়ার্ডসের বলে। হেইডেন ওয়ালশের বলে বোল্ড হয়ে ফেরেন জশ ফিলিপও। ৫৮ রানে ৩টি উইকেট হারায় অস্ট্রেলিয়া।
অজিদের ম্যাচে ধরে রেখেছিলেন মার্শ। ওয়ালশকে উড়িয়ে মারতে গিয়ে তিনিও আউট হয়ে যান। ফেরার আগে ৫ চার ও ১ ছক্কায় করেন ৪২ বলে ৫৪ রান। মার্শ ফেরার পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া।
আগেই জয় নিশ্চিত করে ফেলাই শেষ ওভারে বোলিংয়ে আসেন গেইল। জশ হ্যাজলউডকে বোল্ড করে অজিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তিনি। অস্ট্রেলিয়া অলআউট হয় ১৪০ রানে। ৩৯ রানের ভেতর শেষ ৭টা উইকেট হারায় সফরকারীরা.
৫৬ রানের এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের পক্ষে ওয়ালশ ৩টি, কটরেল ২টি এবং ব্রাভো, রাসেল ও গেইল একটি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন হেটমায়ার।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ১৯৬/৪ (২০ ওভার)হেটমায়ার ৬১, ব্রাভো ৪৭*, সিমন্স ৩১, রাসেল ২৪*;মার্শ ১/১৮, এগার ১/২৮, হ্যাজলউড ১/৪০।
অস্ট্রেলিয়া ১৪০/১০ (১৯.২ ওভার)মার্শ ৫৪, হেনরিকস ১৯ওয়ালশ ৩/২৯, কটরেল ২/২২।
ওয়েস্ট ইন্ডিজ ৫৬ রানে জয়ী।
- ভয়াবহ দুর্ঘটনা! রোনাল্ডোর গাড়ি দুমড়ে মুচড়ে গেল, মৃ’ত্যু’র পথে রোনাল্ডো,জেনেনিন আসল তথ্য
- সাহাবুদ্দিন চুপ্পু আউট কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি
- আজ এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা
- একলাফে কমে গেলো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম
- ৩ গোলে শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল
- পাঁচ দিন বন্ধ থাকবে যে ব্যাংকের সকল কার্যক্রম
- ইরানের কাছ থেকে লিখিত বার্তা পেল সৌদি আরব, যা যা লেখা আছে সেই চিঠিতে
- প্রবাসে যেতে আগ্রহীদের জন্য সুখবর : ৪০ হাজার কর্মী নেয়ার ঘোষণা দিলো যে দেশ
- প্রবাসীদের জন্য বড় সুখবর, বুধবার থেকেই কার্যকর
- শেষ আটে কঠিন প্রতিপক্ষ পেল রিয়াল ও পিএসজি, দেখেনিন সূচি
- ২২ ক্যারেট সোনার দাম: বাংলাদেশে আজ স্বর্ণের মূল্য কত
- মুশফিক-মাহমুদউল্লাহর জায়গায় যাদের ভাবছেন মিরাজ, জানলে চমকে যাবেন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ৩ ওভারে ৬ উইকেট, নাটকীয় ভাবে শেষ হলো ম্যাচ
- ওমান প্রবাসীরা সকলেই সাবধান
- শেখ হাসিনাকে যত দিনের কারাদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল