দ্বিতীয় দিন শেষে যত রানে এগিয়ে আছে বাংলাদেশ

বাংলাদেশের বড় সংগ্রহের জবাবে দারুণ শুরু করেন জিম্বাবুয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। ৬১ রানের জুটি গড়েন তারা। ২৮তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় তাসকিন-সাকিবদের। বাংলাদেশের পক্ষে প্রথম উইকেটটি এনে দেন সাকিব আল হাসান। এলবিডব্লিউয়ের শিকার হয়ে মিল্টন শুম্বা ফেরেন ৪১ রানে। তার ৮৩ বলের ইনিংসটিতে ছিল ৭টি চার।
ওই একটি উইকেটই পেয়েছে বাংলাদেশ। তাসকিন দারুণ বোলিং করলেও উইকেটের দেখা পাননি। দিনশেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ১১৪ রান। ব্রেন্ডন টেইলর ৪৬ বলে ৩৭ রানে এবং তাকুজওয়ানাশে কাইটানো ১১৭ বলে ৩৩ রান করে অপরাজিত আছেন। বাংলাদেশ এগিয়ে আছে ৩৫৪ রানে।
টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। বরাবরের মতোই হতাশ করে দিনের শুরতেই সাজঘরে ফেরেন সাইফ হাসান ও নাজমুল হাসান শান্ত। দুইজনই ব্লেজিং মুজারাবানিকে উইকেট উপহার দেন। সাদমান ইসলাম মাটি কামড়ে শুরু করলেও আত্মহত্যা করে ৬৪ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও ব্যর্থ হন। ১০৯ রানের ৫টি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
প্রথম দিনের প্রথম দুই সেশনে অধিনায়ক মুমিনুল হক একাই লড়াই করেছিলেন। ৭০ রান করে তিনি যখন সাজঘরে ফেরেন তখন বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩২। এই অবস্থায় অধিনায়ককে হারিয়ে দিশেহারা হয়ে যায় বাংলাদেশ। সেই সময়ে আশার আলো দেখান লিটন দাস ও রিয়াদ।
সপ্তম উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন লিটন ও রিয়াদ। সেঞ্চুরির আশা দেখিয়েও হতাশ করেন লিটন। ১৪৭ বলে ৯৫ রান করে ডোনাল্ড তিরিপানোর শিকারে পরিণত হন তিনি। পরের বলেই মেহেদী হাসান মিরাজকেও সাজঘরে পাঠান তিরিপানো। ২৭০ রানে ৮টি উইকেট হারায় বাংলাদেশ।
তাসকিনকে নিয়ে প্রথম দিনের শেষের সময়টুকু নির্বিঘ্নে কাটান রিয়াদ। তাসকিন যেভাবে শুরু করেছিলেন দ্বিতীয় সকালেও সেই ধারা বজায় রাখেন। দৃষ্টিনন্দন ব্যাটিং ও আগ্রাসী মনোভাবে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। রিয়াদ ও তাসকিন গড়েন ১৯১ রানের জুটি। এটি নবম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ও জিম্বাবুয়ের মাটিতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
লিটন হতাশ করলেও রিয়াদ তুলে নেন সেঞ্চুরি। প্রায় ১৭ মাস পরে টেস্ট একাদশে ফিরেই সেঞ্চুরি হাঁকিয়ে আবারও নিজের জাত চেনালেন তিনি। এটি রিয়াদের পঞ্চম টেস্ট সেঞ্চুরি, বিদেশের মাটিতে তৃতীয়।
৭৫ রান করে মাঠ ছাড়েন তাসকিন। খেলেন ১৩৪টি বল, হাঁকান ১১টি চার। তাসকিনের এই ইনিংস নিঃসন্দেহে টপ অর্ডারের জন্য শিক্ষণীয় এক ইনিংস। শেষ ব্যাটসম্যান এবাদত হোসেন রানের খাতা খুলতে ব্যর্থ হন। ততক্ষণে রিয়াদ ক্যারিয়ার সেরা রানে পৌঁছে যান। তিনি অপরাজিত থাকেন ১৫০ রানে।
সবকয়টি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ৪৬৮ রান। জিম্বাবুয়ের পক্ষে মুজারাবানি শিকার করেছেন ৪টি উইকেট। তিরিপানো ও ভিক্টর ২টি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ
বাংলাদেশ ৪৬৮/১০ (১ম ইনিংস- ১২৬ ওভার)রিয়াদ ১৫০*, লিটন ৯৫, তাসকিন ৭৫, মুমিনুল ৭০, সাদমান ২৩, মুশফিক ১১, সাকিব ৩, শান্ত ২, সাইফ ০;মুজারাবানি ৪/৯৪, তিরিপানো ২/৫৮।
জিম্বাবুয়ে ১১৪/১ (৪১ ওভার)শুম্বা ৪১, ব্রেন্ডন ৩৭*, কাইটানো ৩৩*;সাকিব ১/৪৩।
বাংলাদেশ ৩৫৪ রানে এগিয়ে।
- ভারতের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ইতিহাস গড়লেন শুভমান গিল
- এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল
- বাংলাদেশের ৪ দুর্ভাগা ক্রিকেটারের নাম বললেন সাকিব আল হাসান
- পুলিশের হাতে আটক বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক
- আজ বাংলাদেশে ১৮,২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- এবার ঘরে বসেই মাত্র কয়েক মিনিটে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর
- ব্রেকিং নিউজ: গাড়ি দুর্ঘটনায় আরেক তারকার মৃত্যু
- বাড়লো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ জুলাই ২০২৫)
- টানা ৩ দিনের ছুটি
- ক্রিকেটে ভেঙ্গে গেল ৫১ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড
- নিজের জীবন দিয়েও বড় ভাইকে বাঁচাতে পারলেন না ছোট ভাই
- তার ছাড়াই চলবে কারেন্ট : তারবিহীন বিদ্যুতের যুগে প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব
- ভিসা নিয়ে সুখবর দিল আমেরিকা
- ফুটবল বিশ্বে শোকের কালো ছায়া : মারা গেলেন লিভারপুলের বিশ্বসেরা ফুটবলার