| ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

রানাতুঙ্গা অধিনায়ক হলে দুই থেকে তিনবার চড় দিতেন শ্রীলঙ্কার ৩ তারকা ক্রিকেটারকে

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ জুলাই ০২ ১৭:১২:০৪
রানাতুঙ্গা অধিনায়ক হলে দুই থেকে তিনবার চড় দিতেন শ্রীলঙ্কার ৩ তারকা ক্রিকেটারকে

করোনা মহামারীর কারণে দলের সকলেরই জৈব সুরক্ষা বলয়ে থাকা বাধ্যতামূলক। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোসান ডিকওয়েলা জৈব সুরক্ষা বলয় ভঙ্গ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় টিম হোটেলের বাইরে গিয়ে তারা ধূমপান করছেন।

দলের তিন ক্রিকেটারের এমন কান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক লঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তাঁর মতে তিনি দলের অধিনায়ক হলে তাদের দুই থেকে তিনবার চড় দিতেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খেলোয়াড়দের খেলা এবং একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার আমি করতে দিতাম না। তারা ফেসবুক, ইন্সট্রাগ্রাম ব্যাবহার করে এবং ক্রিকেট খেলা ছাড়া সবই করে। ক্রিকেট প্রশাসন সে ব্যাপারে কিছুই করছে না। তারা শুধু জনপ্রিয়তা চায়। আমি দলের অধিনায়ক হলে এই তিনজনকে আরও সতর্ক হতে হতো। আমি সম্ভবত দুই-তিনবার তাদের চড় মারতাম।'

এ ঘটনায় লঙ্কান ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়েছেন শ্রীলঙ্কার আরেক সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট ধারাভাষ্যকার কুমার সাঙ্গাকারা। তিনি বলেছেন ক্রিকেটারদের শুধু ক্রিকেটীয় দক্ষতা নয়, মানুষ হিসেবেও আদর্শ করে তুলা প্রয়োজন। ক্রিকেটারদের সমর্থন দিতে ও কাউন্সিলিংয়ের পরামর্শ দেন সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

লঙ্কান খেলোয়াড়দের বিতর্কিত কান্ডের পর তাদের পাশে থাকার পরামর্শ দিয়েছেন সাঙ্গাকারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই তিনজন অভিজ্ঞ খেলোয়াড়, একজন সহ-অধিনায়ক (কুশল মেন্ডিস)। সেখানে তদন্ত হবে এবং একটি সিদ্ধান্ত আসবে। আমি আশা করব তাদের উন্নয়েনে কাউন্সেলিং ও সহযোগিতা অব্যাহত থাকবে। শুধুমাত্র ক্রিকেটীয় দক্ষতায় নয়, মানুষ হিসেবেও উন্নতি করা, যাতে তারা মাঠে এবং মাঠের বাইরে আদর্শ জীবন যাপন করতে পারে।’

শ্রীলঙ্কা দলের এই তিন ক্রিকেটার একাদশের নিয়মিত সদস্য। কুশল লঙ্কানদের মিডল অর্ডারের বড় ভসার নাম। আন্তর্জাতিক ক্রিকেটে একশো পঞ্চাশের উপর ম্যাচ খেলেছেন তিনি। আর গুনাথিলক, ডিকওয়েলাও দলের ব্যাটিং লাইন আপে অপরিহার্য সদস্য ছিল। তাদের অনুপস্থিতি তরুণ লঙ্কা স্কোয়াডকে আরও চাপে ফেলেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

ভেঙ্গে গেল ১২৬ বছরের পুরোনো সেই রেকর্ড

ভেঙ্গে গেল ১২৬ বছরের পুরোনো সেই রেকর্ড

১২৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলো ইংলিশ কাউন্টি ক্লাব সারে। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানডের ...

শ্রীলঙ্কা সিরিজেও বাংলাদেশের ট্রাম্পকার্ড হতে পারেন যে টাইগার ক্রিকেটার

শ্রীলঙ্কা সিরিজেও বাংলাদেশের ট্রাম্পকার্ড হতে পারেন যে টাইগার ক্রিকেটার

দেশের জার্সিতে অন্যতম সফল মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ সমাদৃত। শ্রীলঙ্কা সিরিজেও তিনি হতে পারেন ...

ফুটবল

এশিয়ান কাপ বাছাইয়ে আগামীকাল যে দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে আগামীকাল যে দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে বুধবার (০২ জুলাই) গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ নারী ফুটবল দলের। স্বাগতিক মিয়ানমারকে হারাতে ...

আর্জেন্টিনা বিশ্বকাপ ২০২৬: সম্ভাব্য দল ও চূড়ান্ত একাদশ

আর্জেন্টিনা বিশ্বকাপ ২০২৬: সম্ভাব্য দল ও চূড়ান্ত একাদশ

নিজস্ব প্রতিবেদক:২০২২ সালের কাতার বিশ্বকাপে জয়ের গৌরব অর্জন করা আর্জেন্টিনা ২০২৬ সালের বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই ...



রে