| ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

মো : খুরশেদ আলম

সিনিয়র রিপোর্টার

ফিফা র‍্যাঙ্কিংয়ে ফুটবল বিশ্বকে তাক লাগালো বাংলাদেশ

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ আগস্ট ০৭ ১৬:৩৩:০৪
ফিফা র‍্যাঙ্কিংয়ে ফুটবল বিশ্বকে তাক লাগালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নারী ফুটবল দল রীতিমতো ইতিহাস গড়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ে। এক মাস আগেও যারা ছিল ১২৮তম অবস্থানে, তারা এখন উঠে এসেছে ১০৪ নম্বরে। একধাক্কায় ২৪ ধাপ উত্তরণ করে আফঈদা-সাগরিকার দল দেখিয়ে দিয়েছে, অসম্ভব কিছু নয়। ফিফা-র সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে ‘বেস্ট ক্লাইম্বার’ হিসেবে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, যা প্রমাণ করে, বিশ্ব ফুটবলে এখন আলোচনার কেন্দ্রে উঠছে বাংলাদেশ নারী দল।

ফিফার তালিকায় এখন মোট ১৯৭টি দেশের নারী দল রয়েছে, সেই তালিকায় বাংলাদেশের এই দুর্দান্ত লাফ যেকোনো দেশের জন্যই অনুকরণীয়। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এবারের র‍্যাঙ্কিংয়ে এককালীন ৮০.৫১ পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশ দলের ঘরে—যা নারী-পুরুষ মিলিয়ে দেশের ফুটবল ইতিহাসে এক ম্যাচ পরপর এত পয়েন্ট অর্জনের রেকর্ড।

এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক ভালো পারফরম্যান্স। প্রীতি ম্যাচে জর্ডান ও ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে ড্র করার পর, এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ পরপর হারিয়েছে মিয়ানমার ও বাহরাইনকে। সেই জয়গুলোরই পুরস্কার হিসেবে এসেছে এই র‍্যাঙ্কিং লাফ।

বিশ্বকাপ এবং এশিয়ান কাপের মঞ্চে খেলার হাতছানি এখন একেবারেই হাতের নাগালে। এই প্রথমবারের মতো বাংলাদেশ নারী দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। পাশাপাশি, ২০২৭ নারী বিশ্বকাপে খেলার স্বপ্নও এখন দৃশ্যমান বাস্তবতা। এমন সময়েই র‍্যাঙ্কিংয়ে এই রেকর্ড উন্নতি দলটিকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ ভারতও ৭ ধাপ এগিয়ে এখন আছে ৬৩ নম্বরে। অথচ, বাংলাদেশের কাছে হারা মিয়ানমার একধাপ পিছিয়ে এখন ৫৬তম অবস্থানে। পুরুষদের ইতিহাসে সেরা লাফ ছিল ২৮ ধাপ, তবে তাদের বর্তমান অবস্থান ১৮৪। সাফল্যের বিচারে নারী ফুটবল ইতিমধ্যেই ছাপিয়ে গেছে ছেলেদের।

এর আগে ২০১৩ ও ২০১৭ সালে বাংলাদেশ নারী দল একবার করে ১০০ র‍্যাঙ্কিংয়ে পৌঁছেছিল। এবার যেন সেই রেকর্ডও ভেঙে ফেলতে চায় তারা। এখন শুধু অপেক্ষা, ১০০’র ভেতরে প্রবেশ করার।

অন্যদিকে, বিশ্ব নারী ফুটবলের শীর্ষে উঠে এসেছে ইউরো রানার্সআপ স্পেন। যুক্তরাষ্ট্র নেমে গেছে দুই নম্বরে। এরপর রয়েছে সুইডেন ও ইংল্যান্ড। কোপা আমেরিকা জয়ী ব্রাজিল তিন ধাপ পড়ে গেছে, আছে সাত নম্বরে। এশিয়ার মধ্যে জাপান ৮ ও উত্তর কোরিয়া ১০ নম্বরে অবস্থান করছে।

বাংলাদেশের এই দারুণ সাফল্য নারী ফুটবলের প্রতি আগ্রহ ও বিনিয়োগ বাড়ানোর একটি বড় সুযোগ। সময় এসেছে—সরকার, ফেডারেশন ও সমাজ মিলে নারী ফুটবলের পাশে দাঁড়ানোর।

ক্রিকেট

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম, জাতীয় দলের ...

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

মিয়ানমারে গত মাসেই নারী ফুটবলে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ—প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা ...

ফুটবল

জবাবটা ভালো মতই দিলেন হ্যাটট্রিক বয় রোনালদো

জবাবটা ভালো মতই দিলেন হ্যাটট্রিক বয় রোনালদো

নিজস্ব প্রতিবেদক: ফুটবল দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। ...

আর্জেন্টাইন ফুটবলে উজ্জ্বল সময়

আর্জেন্টাইন ফুটবলে উজ্জ্বল সময়

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আমেরিকা থেকে প্রথম দল হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট কাটায় বিশ্ব চ্যাম্পিয়ন ...

Scroll to top

রে
Close button