| ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

শিক্ষক নিয়োগে বড় ঘোষণা, ১৪ হাজার পদে প্রক্রিয়া চলমান

জাতীয় ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ আগস্ট ০৫ ১২:১৭:০৭
শিক্ষক নিয়োগে বড় ঘোষণা, ১৪ হাজার পদে প্রক্রিয়া চলমান

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ সোমবার (৪ আগস্ট) রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, চলতি বছরের সেপ্টেম্বর থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হবে বহুল প্রতীক্ষিত স্কুল ফিডিং কর্মসূচি।

সেপ্টেম্বরেই মাঠে নামবে স্কুল ফিডিং প্রকল্পউপদেষ্টা বলেন, "আশা করছি, সেপ্টেম্বর থেকেই স্কুল ফিডিং কর্মসূচি চালু করা যাবে। বর্তমানে প্রকল্পের ক্রয় প্রক্রিয়া চলমান, বাস্তবায়নকারীদের প্রশিক্ষণও প্রায় শেষ পর্যায়ে। আগস্টের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করা হবে।"

এই কর্মসূচি দুটি প্রকল্পের মাধ্যমে চালু করা হবে:

প্রথম প্রকল্পটি ১৫০টি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে।

দ্বিতীয় প্রকল্পটি কক্সবাজার ও বান্দরবান জেলায় কার্যকর হবে।

শিক্ষক নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া চলমানপ্রধান শিক্ষকদের দশম গ্রেড প্রদানের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে, জানান উপদেষ্টা। একই সঙ্গে তিনি বলেন, "১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ ও পিএসসির মাধ্যমে ৩ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।"

সরকারি বিদ্যালয়ে সুযোগ বৃদ্ধি ও মানোন্নয়নবিধান রঞ্জন রায় বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিম্নবিত্ত শিক্ষার্থীদের জন্য সুবিধা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে জোর দেওয়া হচ্ছে। যদিও বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা সাধারণ বৃত্তি পরীক্ষার আওতায় নেই, তবে তাদের জন্য বিশেষ ব্যবস্থার কথাও জানান তিনি।

শিক্ষার দিন সংখ্যা বাড়ানোর তাগিদতিনি বলেন, “বর্তমানে এক বছরে গড়ে ১৮০ দিন স্কুল চালু থাকে, যা শিক্ষার জন্য যথেষ্ট নয়। শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সংযোগের অভাব শেখার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই সহশিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে বিদ্যালয়গুলোকে আনন্দঘন পরিবেশে রূপান্তর করা হচ্ছে।”

উপস্থিত ছিলেন যাঁরাসভায় উপস্থিত ছিলেন:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা

বিভাগীয় কমিশনার মো. শহীদুল ইসলাম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান

পরিচালক (নীতিনির্ধারণ ও কার্যক্রম) মোহাম্মদ কামরুল হাসান

সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

মাঠপর্যায়ের সমস্যা ও সম্ভাবনার চিত্রজেলার বিভিন্ন উপজেলার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা সভায় অংশ নিয়ে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, সমস্যাবলী ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। এতে শিক্ষানীতি বাস্তবায়নে মাঠের চিত্র স্পষ্টভাবে উঠে আসে।

ক্রিকেট

তামিমকে নিয়ে নির্বাচন উত্তাপ, মুখ খুললেন ক্রিকেটাররা

তামিমকে নিয়ে নির্বাচন উত্তাপ, মুখ খুললেন ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা তামিম ইকবাল কি এবার ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি হচ্ছেন? ...

চমকে দেয়ার মত কাজ করলেন বিপিএল ও আইপিএলে খেলা পেসার

চমকে দেয়ার মত কাজ করলেন বিপিএল ও আইপিএলে খেলা পেসার

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেট মাঠে দুর্দান্ত বোলিং দিয়ে সাড়া ফেলেছিলেন, এবার একেবারে নতুন রূপে সামনে ...

ফুটবল

নেইমারের জোড়া গোল, আলো ছড়ালেন সান্তোস সুপারস্টার

নেইমারের জোড়া গোল, আলো ছড়ালেন সান্তোস সুপারস্টার

নিজস্ব প্রতিবেদক : ব্রাজিলিয়ান লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন নেইমার। সোমবার রাতে সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে ...

ব্রাজিলে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন নেইমার

ব্রাজিলে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন নেইমার

নিজস্ব প্রতিবেদক : ব্রাজিলের মাটিতে খেলতে নেমেই আবারও ইতিহাস গড়লেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ঘরোয়া লিগ ...

Scroll to top

রে
Close button