| ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

ব্রাজিলে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন নেইমার

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ আগস্ট ০৫ ০৯:২৭:২৮
ব্রাজিলে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন নেইমার

নিজস্ব প্রতিবেদক : ব্রাজিলের মাটিতে খেলতে নেমেই আবারও ইতিহাস গড়লেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ঘরোয়া লিগ ব্রাসিলেইরাও-এর ১৮তম রাউন্ডের শেষ ম্যাচে দুর্দান্ত দুটি গোল করে নিজের নাম লেখালেন দেশের মাটিতে ১৭০ গোলের ক্লাবে।

এই রেকর্ডে নেইমারের গোলসংখ্যার হিসাবটি বেশ তাৎপর্যপূর্ণ। সান্তোস ক্লাবের জার্সিতে ১৪১ গোল এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে ২৯টি গোল করেছেন দেশের মাটিতে। সব মিলিয়ে ব্রাজিলের মাটিতে ২৮০ ম্যাচে অংশ নিয়ে পেয়েছেন ১৫০টি জয় এবং করেছেন ৮৯টি অ্যাসিস্ট। এমন পরিসংখ্যানই প্রমাণ করে দিচ্ছে—নেইমার কেবল একজন খেলোয়াড়ই নন, ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে এক জীবন্ত কিংবদন্তি।

সান্তোসের ৫ মৌসুমে যা কেউ পারেননি, সেটা নেইমার করে দেখালেনরিও গ্রান্ডে ডো সুলের বিপক্ষে শেষ ম্যাচে নেইমার শুধুমাত্র গোল করেই থেমে থাকেননি। তিনি একাই গড়েছেন এক অনন্য কীর্তি। শেষ পাঁচ মৌসুমে সান্তোসের কোনো খেলোয়াড় এক ম্যাচে ৫টি শট এবং ৫টি সুযোগ তৈরি করতে পারেননি। নেইমার সেটা করে দেখালেন।

এই রেকর্ড তার পারফরম্যান্সের ধারা এবং ম্যাচ নিয়ন্ত্রণ ক্ষমতাকে আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। মাঠে তার প্রভাব শুধু গোলেই নয়, দলের গোটা আক্রমণভাগকে ছায়ার মতো নিয়ন্ত্রণ করেন তিনি।

ফিরে আসা নয়, রাজকীয় প্রত্যাবর্তনঅনেকে ভাবছিলেন ইউরোপ থেকে ব্রাজিলে ফিরে এসে হয়তো ক্যারিয়ারের পড়ন্ত বেলায় পৌঁছেছেন নেইমার। কিন্তু তিনি যেন প্রমাণ করতে বদ্ধপরিকর—এই প্রত্যাবর্তন কোনও বিদায় নয়, বরং একটি নতুন শুরুর সোনালি অধ্যায়।

আগামী ম্যাচগুলোতেও যে তিনি আরও বিস্ময় উপহার দিতে পারেন, সেটা বলাই বাহুল্য।

উপাদানপরিসংখ্যান
ম্যাচ সংখ্যা ২৮০
গোল ১৭০
অ্যাসিস্ট ৮৯
জয় ১৫০
সান্তোসের হয়ে গোল ১৪১
ব্রাজিল জাতীয় দলের হয়ে গোল ২৯
সর্বশেষ ম্যাচে কীর্তি ৫টি শট ও ৫টি সুযোগ সৃষ্টি (৫ মৌসুমে প্রথম)

বিশেষজ্ঞদের মত:নেইমারের এই পারফরম্যান্স তার ক্লাব ও দেশের জন্য আশার আলো। আগামী বিশ্বকাপ ও কোপা আমেরিকায় তাকে ঘিরেই আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে ব্রাজিল।

ক্রিকেট

তামিমকে নিয়ে নির্বাচন উত্তাপ, মুখ খুললেন ক্রিকেটাররা

তামিমকে নিয়ে নির্বাচন উত্তাপ, মুখ খুললেন ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা তামিম ইকবাল কি এবার ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি হচ্ছেন? ...

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সময়সূচি ঘোষণা করলো বিসিবি

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সময়সূচি ঘোষণা করলো বিসিবি

নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপ ২০২৫ ঘিরে প্রস্তুতি জোরালো করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৯ ...

Scroll to top

রে
Close button