| ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

মুস্তাকিম

জুনিয়র রিপোর্টার

জিম করতে গিয়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু, শোকস্তব্ধ ক্রিকেট জগৎ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ আগস্ট ০৪ ১৯:০২:৫৬
জিম করতে গিয়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু, শোকস্তব্ধ ক্রিকেট জগৎ

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২২ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন পশ্চিমবঙ্গের উদীয়মান তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ। নিয়মিত জিমে শরীরচর্চা করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। চিকিৎসকরা বিষয়টিকে "বিপজ্জনক সংকেত" হিসেবে দেখছেন।

কে ছিলেন প্রিয়জিৎ ঘোষ?প্রিয়জিৎ ঘোষ ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বোলপুর শহরের বাসিন্দা। ক্রিকেটে তার ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। ২০১৮-১৯ মৌসুমে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB) আয়োজিত আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য CAB-এর পক্ষ থেকে বিশেষ পুরস্কারও পেয়েছিলেন। স্বপ্ন ছিল বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলে একদিন জাতীয় দলে খেলার।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?পশ্চিমবঙ্গের বোলপুর শহরের মিশন কম্পাউন্ড এলাকার একটি জিমে প্রতিদিন সকালে শরীরচর্চা করতেন প্রিয়জিৎ। বরাবরের মতো গত শুক্রবারও (২ আগস্ট) সকালে তিনি জিমে যান। কিন্তু জিম করতে করতেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। প্রিয়জিৎ ছিলেন সম্পূর্ণ ফিট এবং স্বাস্থ্যসচেতন। তাই তার মৃত্যুর খবরে চমকে উঠেছেন বন্ধুবান্ধব ও ক্রিকেটপ্রেমীরা।

পরিবারের প্রতিক্রিয়াপ্রিয়জিতের পরিবার জানায়, তিনি নিয়মিত জিম করতেন এবং খাওয়াদাওয়ার ক্ষেত্রেও অত্যন্ত সচেতন ছিলেন। বাড়িতে সবাই তাকে নিয়ে গর্ব করতেন। সেই প্রিয় ছেলে হঠাৎ এমনভাবে প্রাণ হারাবে, তা কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনেরা।

চিকিৎসকদের উদ্বেগচিকিৎসকদের মতে, কম বয়সে হার্ট অ্যাটাকের ঘটনা ইদানীং অনেক বেড়েছে। অতিরিক্ত শরীরচর্চা, অনিয়ন্ত্রিত ডায়েট এবং গোপন অসুস্থতা এসবই হতে পারে মূল কারণ। কেউ কেউ বলছেন, করোনা পরবর্তী শারীরিক জটিলতাও এই অবস্থার জন্য দায়ী হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কড়া শরীরচর্চার আগে পূর্ণ স্বাস্থ্যপরীক্ষা করা ও হৃদযন্ত্রের অবস্থান জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্রিকেটমহলে শোকপ্রিয়জিতের মৃত্যুতে ভারতীয় ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। বন্ধুরা বলছেন, “ও ছিল আমাদের দলের প্রাণ। কোহলির মতো ফিট হতে চাইত, এমন মৃত্যু আমরা ভাবতেও পারছি না।”

তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের অকালমৃত্যু একটি করুণ শিক্ষা দিয়ে গেল—শুধুমাত্র ফিটনেসের প্রতি আগ্রহ থাকলেই হবে না, তা করতে হবে সঠিক উপায়ে, সঠিক পদ্ধতিতে। অন্যথায়, শরীরচর্চাই কখনো কখনো হয়ে উঠতে পারে প্রাণঘাতী।

ক্রিকেট

ক্যারিবিয়ান শূন্য আইপিএল একাদশ, ডি ভিলিয়ার্সের সিদ্ধান্তে তোলপাড়

ক্যারিবিয়ান শূন্য আইপিএল একাদশ, ডি ভিলিয়ার্সের সিদ্ধান্তে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের ইতিহাসজুড়ে ক্যারিবিয়ান ক্রিকেটারদের দাপট বরাবরই চোখে পড়ার মতো। বিশেষ করে ক্রিস গেইল, ...

জিম করতে গিয়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু, শোকস্তব্ধ ক্রিকেট জগৎ

জিম করতে গিয়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু, শোকস্তব্ধ ক্রিকেট জগৎ

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২২ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে ...

ফুটবল

বার্সার আজকের ম্যাচের সময় ও লাইভ দেখার উপায় জেনেনিন

বার্সার আজকের ম্যাচের সময় ও লাইভ দেখার উপায় জেনেনিন

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান প্রাক-মৌসুম সফরের শেষ ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার Daegu FC-র মুখোমুখি হচ্ছে ...

PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু

PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের ২০২৫-২৬ মৌসুমের পর্দা উঠেছে ঐতিহ্যবাহী জোহান ক্রুইফ কাপ দিয়ে। এই এক ম্যাচের ...

Scroll to top

রে
Close button