| ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

মো : খুরশেদ আলম

সিনিয়র রিপোর্টার

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথমবার ঘটলো এমন বিশ্বরেকর্ড

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ আগস্ট ০৪ ১২:২৩:২০
টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথমবার ঘটলো এমন বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা খুবই বিরল, আর সেটি যদি হয় রিটায়ার্ড আউট, তাহলে তা রীতিমতো রেকর্ড বইয়ে জায়গা করে নেয়। সোমবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইতিহাস গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রস্টন চেজ। তিনি টেস্ট খেলুড়ে কোনো দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ‘রিটায়ার্ড আউট’ হওয়ার বিরল নজির গড়েছেন।

কীভাবে ঘটল এই ঘটনা?ম্যাচটি অনুষ্ঠিত হয় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। টস হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ব্যাটিংয়ে দারুণ পারফর্ম করে তারা। জবাবে ব্যাট করতে নামে ক্যারিবীয়রা। ইনিংসের এক পর্যায়ে আলিক আথানাজে সাইম আইয়ুবের বলে আউট হয়ে গেলে পাঁচ নম্বরে নামেন রস্টন চেজ। তখন ক্যারিবীয়দের জয় পেতে প্রয়োজন ছিল ৮০ রান, হাতে ৭ ওভার। অর্থাৎ, দ্রুত রান করার চাপ ছিল ব্যাটারদের উপর।

কিন্তু চেজ নামার পর সেই চাপ সামাল দিতে পারেননি। তিনি ১২ বল খেলে মাত্র ১৫ রান করেন। তার মন্থর ব্যাটিংয়ে চাপ আরও বাড়তে থাকে দলের ওপর। সময়ের দাবি মেনে মারমুখী ভঙ্গিতে খেলতে না পারায় একপর্যায়ে তিনি নিজেই রিটায়ার্ড আউট হওয়ার সিদ্ধান্ত নেন এবং মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যান। তখনো ম্যাচে ৩ ওভার বাকি ছিল এবং দরকার ছিল ৪১ রান। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় ১৩ রানে।

রেকর্ডের পাতায় চেজের নামএই ঘটনার মধ্য দিয়ে রস্টন চেজ হয়ে গেলেন টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি রিটায়ার্ড আউট ব্যাটার। তবে এটি তার প্রথম অভিজ্ঞতা নয়। এর আগেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলার সময় এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

আগে এমন ঘটনা আর কে ঘটিয়েছেন?আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে ফ্রান্সের হেভিট জ্যাকসন সবচেয়ে বেশি দুবার রিটায়ার্ড আউট হয়েছেন। এছাড়া একবার করে রিটায়ার্ড আউট হয়েছেন—

আলী নাসের (সংযুক্ত আরব আমিরাত)

ভিনু বলকৃষ্ণান (বোতসোয়ানা)

ক্রিস্টোডুলাস বোগদানোস (গ্রিস)

তবে তারা কেউই টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড় নন। রস্টন চেজের মাধ্যমে সেই জায়গায় নতুন একটি মাইলফলক যুক্ত হলো।

রিটায়ার্ড আউট আসলে কী?রিটায়ার্ড আউট হচ্ছে এমন একটি আউটের ধরন, যেখানে ব্যাটার স্বেচ্ছায় মাঠ ছেড়ে যান এবং তার জায়গায় অন্য ব্যাটার আসেন। যদি সেটা চোট বা ইনজুরির কারণে হয়, তাহলে তাকে রিটায়ার্ড হার্ট ধরা হয়। কিন্তু ব্যাটিং পারফরম্যান্সের কারণে বা কৌশলগত কারণে মাঠ ছাড়লে তা হয় রিটায়ার্ড আউট, এবং তা গণ্য হয় একজন আউট হিসেবেই।

রস্টন চেজের এই সিদ্ধান্ত হয়তো দলের জয়ের দিকে বিশেষ প্রভাব ফেলতে পারেনি, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে একটি নতুন রেকর্ড তৈরি করে দিয়েছে। বিশ্ব ক্রিকেটে এমন ঘটনা খুব কমই দেখা যায়। ভবিষ্যতে এ ধরনের সাহসী সিদ্ধান্ত আরো কৌশলগতভাবে ব্যবহৃত হতে পারে টি-টোয়েন্টি ক্রিকেটে।

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথমবার ঘটলো এমন বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথমবার ঘটলো এমন বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা খুবই বিরল, আর সেটি যদি হয় রিটায়ার্ড আউট, তাহলে ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

Fluminense 1-0 Grêmio: গোল করলেন এভারালদো

Fluminense 1-0 Grêmio: গোল করলেন এভারালদো

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলিয়ান সিরি-এ ফুটবলে ঘরের মাঠ মারাকানায় ১৮তম রাউন্ডে গ্রেমিওকে ১-০ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্সে। ...

PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু

PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের ২০২৫-২৬ মৌসুমের পর্দা উঠেছে ঐতিহ্যবাহী জোহান ক্রুইফ কাপ দিয়ে। এই এক ম্যাচের ...

Scroll to top

রে
Close button