ভারতের পরিকল্পনায় ঘায়েল ইংল্যান্ড : প্রসিধ বললেন, 'মাত্র কয়েকটা কথা বলেছিলাম'

নিজস্ব প্রতিবেদক : ওভাল টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ডের ইনিংসে যখন নিয়ন্ত্রণ ছিল, তখন হঠাৎই কড়া আঘাত হানে ভারতের পেস আক্রমণ। আর এই পালাবদলের কেন্দ্রে ছিলেন এক তরুণ পেসার—প্রসিধ কৃষ্ণ। তার হাতে বল, তার মুখে কয়েকটি কথা, আর তার শিকারে পরিণত ইংলিশ কিংবদন্তি জো রুট।
ইংল্যান্ড ১২৯ রানে ২ উইকেট হারিয়ে শক্ত অবস্থানে ছিল যখন রুট ব্যাট হাতে নামেন। কিন্তু ক্রিজে এসেই অস্বস্তিতে পড়েন তিনি। প্রসিধের শর্ট বল গ্লাভসে লাগায়, এরপর একটি অসাধারণ ওয়োবল সিম ডেলিভারি রুটের ডিফেন্স ভেদ করে বেরিয়ে যায়। এরপরে যা ঘটে, সেটাই হয়ে ওঠে ম্যাচের মোড় ঘোরানোর ঘটনা।
প্রসিধ তখন কিছু কথা বলেন রুটকে—যা পুরো দৃশ্যপট পাল্টে দেয়। পরের বলেই রুট চার মারেন এবং অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া জানান প্রসিধকে। পরিস্থিতি এমন হয় যে, আম্পায়ার কুমার ধর্মসেনাকে হস্তক্ষেপ করে প্রসিধকে সতর্ক করতে হয়।
রুটকে পরিকল্পিতভাবেই চাপে ফেলেছিলেন প্রসিধ!ম্যাচ শেষে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসিধ বলেন,"আমি শুধু বলেছিলাম, 'তুমি বেশ ভালো দেখাচ্ছো'। তাতেই উনি এতটা প্রতিক্রিয়া দেখাবেন ভাবিনি।"
তিনি আরও বলেন,"আমরা আগেই পরিকল্পনা করেছিলাম রুটকে কিছুটা চাপে ফেলা যায় কিনা কথাবার্তা বলে। কিন্তু আমি ভাবিনি এত ছোট একটা কথাতেই উনি উত্তেজিত হয়ে যাবেন। এটা তো শুধু প্রতিযোগিতার অংশ, ব্যান্টার বলা যায়।"
রুটের এই প্রতিক্রিয়া নিয়ে ভারতীয় শিবির ছিল কিছুটা অবাক, আবার খুশিও—কারণ এই উত্তেজনা থেকেই এক পর্যায়ে রুট উইকেট হারান, দল পড়ে যায় চাপে।
ট্রেস্কোথিক বললেন, 'রুটের এই রূপ সচরাচর দেখা যায় না'ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস ট্রেস্কোথিক জানিয়েছেন, রুট সাধারণত এসব কথাবার্তা এড়িয়ে চলেন।"সে সাধারণত হাসিমুখে এগুলো সামলায়। তবে আজ সে একটু অন্যভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। সম্ভবত ভারতের এই কৌশল তার উপর কাজ করেছে।"
ডাকেটকে জড়িয়ে ধরেছিলেন আকাশ দীপ, অস্বস্তিতে ইংল্যান্ডওই দিন আরও একটি ঘটনা আলোচনায় উঠে আসে। ডানহাতি ওপেনার বেন ডাকেটকে আউট করার পর ভারতীয় পেসার আকাশ দীপ হঠাৎই তার কাঁধে হাত রাখেন। বিষয়টিকে 'অদ্ভুত' বলে মন্তব্য করেন ট্রেস্কোথিক।"আপনি সাধারণত এমন কিছু দেখেন না। কাউন্টি ক্রিকেটে অনেকেই হয়তো এমন সময় কনুই মারত!"—মজা করে বলেন তিনি।
অতীতেও উত্তেজনা ছড়িয়েছেএই সিরিজে আগেও উত্তেজনার ঘটনা ঘটেছে। লর্ডসে ইংল্যান্ডের দুই ওপেনার দেরি করে মাঠে নামায়, ম্যানচেস্টারে বেন স্টোকস অভিযোগ তোলেন ভারতের ব্যাটারদের বিরুদ্ধে। এ সব মিলিয়ে বলা যায়, অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি হয়ে উঠেছে একেবারে তপ্ত লড়াইয়ের মঞ্চ।
- "গোপন প্রশিক্ষণ কেলেঙ্কারি: সেনা কর্মকর্তা মেজর সাদিকের পরিচয় ফাঁস
- এনসিপির কমিটি ভাঙনের পথে, গুরুত্বপূর্ণ দুই নেতার পদত্যাগ
- বেতন বাড়লো সর্বোচ্চ : জেনেনিন কত টাকা বাড়লো বেতন
- সরকারি চাকরিজীবীদের জন্য,জরুরি নির্দেশনা যা করতে হবে ১০ দিনের মধ্যে
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত
- টিভিতে আজকের খেলা (১ আগস্ট ২০২৫)
- আগামী ৩ বছর যে দলের হয়ে খেলতে চান মেসি
- মালয়েশিয়ান রিংগিতের সর্বশেষ রেট আজ ১/৮/২০২৫ তারিখ
- আজকের সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১/৮/২০২৫ তারিখ
- শাহবাগে টানা ২৮ ঘণ্টা জুলাই যোদ্ধাদের অবস্থান, নাকাল রাজধানীবাসী
- ত্রিদেশীয় সিরিজে হোঁচট খেলো বাংলাদেশ
- মালয়েশিয়ার শ্রমবাজারে ফিরল বাংলাদেশি কর্মীদের সুযোগ
- ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন
- পাকিস্তান-আফগানিস্তান-আমিরাত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ
- আজ শনিবার, ২ আগস্ট ২০২৫, টিভিতে আজকের সকল খেলার সময়সূচি