| ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

মুস্তাকিম

জুনিয়র রিপোর্টার

iPhone 17 Pro Max-এর সব ফিচার ফাঁস, থাকছে ৪৮MP ক্যামেরা

প্রযুক্তি ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ জুলাই ২৯ ১৬:১৮:৩৪
iPhone 17 Pro Max-এর সব ফিচার ফাঁস, থাকছে ৪৮MP ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক: অ্যাপলপ্রেমীদের জন্য সুখবর! মার্কেট জুড়ে এখন গুঞ্জন একটাই—আসছে অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন iPhone 17 Pro Max। যদিও অ্যাপলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে একাধিক প্রযুক্তি সূত্রে ফাঁস হয়েছে এই হাই-এন্ড ফোনটির সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি হতে যাচ্ছে ২০২৫ সালের অন্যতম শক্তিশালী ও প্রিমিয়াম স্মার্টফোন।

ডিজাইন ও গঠন দিক থেকে iPhone 17 Pro Max-এ থাকছে দৃষ্টিনন্দন এবং দৃঢ় কাঠামো। ফোনটির সামনের ও পেছনের অংশে ব্যবহার করা হচ্ছে গ্লাস এবং পুরো ফ্রেম তৈরি হচ্ছে গ্রেড-৫ টাইটেনিয়াম দিয়ে, যা একে আরও বেশি প্রিমিয়াম ও টেকসই করবে। পানিনিরোধক ক্ষমতার দিক থেকেও ফোনটি শক্তিশালী; থাকছে IP68 সার্টিফিকেশন, যার অর্থ ৬ মিটার পানির নিচেও এটি ৩০ মিনিট পর্যন্ত সচল থাকবে।

ডিসপ্লে হিসেবে থাকছে ৬.৯ ইঞ্চির LTPO Super Retina XDR OLED স্ক্রিন। স্ক্রিনটির রেজোলিউশন হবে ১৩২০x২৮৬৮ পিক্সেল এবং থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, HDR10 ও ডলবি ভিশন সাপোর্ট। এছাড়া স্ক্রিন সুরক্ষায় থাকবে উন্নত সেরামিক শিল্ড গ্লাস।

পারফরম্যান্সের দিক থেকে এটি হবে সত্যিকার অর্থেই একটি শক্তিশালী ডিভাইস। এতে থাকবে অ্যাপলের নতুন চিপসেট A19 Pro, যা ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এবং হেক্সা-কোর প্রসেসরের মাধ্যমে চালিত হবে। RAM হিসাবে থাকছে ১২ জিবি, আর স্টোরেজে থাকছে তিনটি অপশন—২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টেরাবাইট।

ক্যামেরা বিভাগেও অ্যাপল এবার চমকে দিতে প্রস্তুত। ফোনটির পিছনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের তিনটি আলাদা ক্যামেরা সেন্সর—ওয়াইড, পেরিস্কোপ টেলিফটো (৫ গুণ অপটিক্যাল জুম সহ) এবং আল্ট্রা-ওয়াইড। এছাড়া যুক্ত করা হচ্ছে TOF 3D LiDAR স্ক্যানার, যা উন্নত অগমেন্টেড রিয়েলিটি ও পোর্ট্রেট ফটোগ্রাফিতে সহায়তা করবে। সেলফির জন্য সামনে থাকছে ২৪ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর ও SL 3D সেন্সর, যা ৪কে ভিডিও ও ডলবি ভিশন সাপোর্ট করবে।

ব্যাটারি ও চার্জিং ক্ষমতাও যথেষ্ট উন্নত। ফোনটিতে থাকবে উন্নত লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে ২৫ ওয়াট পর্যন্ত। Qi2 ওয়্যারলেস চার্জিংও থাকবে ১৫ ওয়াট পর্যন্ত এবং মাত্র ৩০ মিনিটে ফোনের ৫০ শতাংশ চার্জ সম্পন্ন করা যাবে। রিভার্স চার্জিং ফিচারও থাকবে ৪.৫ ওয়াট ক্ষমতাসম্পন্ন।

সংযোগ প্রযুক্তিতে থাকবে Wi-Fi 7, Bluetooth 5.4, USB-C 3.2 Gen 2 এবং ডুয়াল eSIM অথবা ন্যানো সিম অপশন। সেই সঙ্গে থাকছে স্যাটেলাইট SOS, Find My সাপোর্ট এবং UWB (Ultra Wideband) Gen2 প্রযুক্তি।

বর্তমানে শুধু কালো রঙের সম্ভাব্যতা নিশ্চিত হলেও অন্যান্য রঙের অপশনও সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ব্যবহারকারীদের মনে রাখা জরুরি—এই তথ্যগুলো সবই অনানুষ্ঠানিক। অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে iPhone 17 Pro Max সম্পর্কে কিছু জানায়নি। তাই যেকোনো চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অ্যাপলের অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (৩০ জুলাই ২০২৫)

টিভিতে আজকের খেলা (৩০ জুলাই ২০২৫)

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার স্পোর্টসপ্রেমীদের জন্য রয়েছে টেস্ট ক্রিকেট ও টেনিসের জমজমাট লড়াই। বুলাওয়েতে ...

ভরতের একাদশে বড় চমক : শেষ টেস্টে পেস আক্রমণে বড় পরিবর্তন

ভরতের একাদশে বড় চমক : শেষ টেস্টে পেস আক্রমণে বড় পরিবর্তন

ওভাল টেস্ট ঘিরে ভারতীয় শিবিরে শুরু হয়েছে নানা গুঞ্জন। সিরিজের শেষ ও পঞ্চম টেস্টে পেস ...

ফুটবল

লিগস কাপ ২০২৫: বিশ্বজয়ীদের ছড়াছড়ি, নেতৃত্বে আছেন লিওনেল মেসি

লিগস কাপ ২০২৫: বিশ্বজয়ীদের ছড়াছড়ি, নেতৃত্বে আছেন লিওনেল মেসি

নিজস্ব প্রতিবেদক : উত্তর আমেরিকার দুই সেরা লিগ—মেজর লিগ সকার (MLS) এবং মেক্সিকোর লিগা এমএক্স-এর ...

লিগস কাপ: সান ডিয়াগোর বিপক্ষে পাচুকার নিশ্চিত একাদশ ঘোষণা

লিগস কাপ: সান ডিয়াগোর বিপক্ষে পাচুকার নিশ্চিত একাদশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর ঘরোয়া ফুটবলের শক্তিশালী দল পাচুকা চলতি লিগস কাপ ২০২৫-এ দুর্দান্ত ফর্মে রয়েছে। ...

Scroll to top

রে
Close button