মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
সাব্বিরকে ভুলে যাচ্ছে বিসিবি, ফিরবেন কি এশিয়া কাপে

নিজস্ব প্রতিবেদক : এক সময় যাকে বলা হতো ‘বাংলার বিরাট কোহলি’, সেই সাব্বির রহমান যেন এখন বিস্মৃত এক নাম। জাতীয় দলের জার্সিতে দাপটের সঙ্গে খেলা এই ডানহাতি ব্যাটারকে এখন আর দেখা যায় না কোন স্কোয়াডে, না দলে, না আলোচনায়। অথচ তার প্রতিভা, স্ট্রোকমেকিং এবং ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা নিয়ে এক সময় দেশের ক্রিকেটে ছিলো উচ্ছ্বাস। তবে আজ প্রশ্ন উঠছে—সত্যিই কি সাব্বির রহমান ঝরে যাচ্ছেন ক্রিকেটপাড়া থেকে? এবং বিসিবি কি ভুলে যাচ্ছে তার মতো একজন ব্যাটসম্যানের প্রয়োজনীয়তা?
সাব্বিরের উত্থান—বাংলাদেশের মিডল অর্ডারের উজ্জ্বল তারকাসাব্বির রহমান ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকের পরপরই নজর কাড়েন তার আগ্রাসী ব্যাটিং দিয়ে। পরের বছরই ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০১৬ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে তার ৭১ রানের দুর্দান্ত ইনিংস ছিল দলের জয়ের অন্যতম ভিত্তি।
মোট ৬৬টি ওয়ানডেতে ১,৩৩৫ রান, ৪৩টি টি-টোয়েন্টিতে ৯৭৭ রান—এই সংখ্যাগুলো শুধুই পরিসংখ্যান নয়, বরং একটি সময়ের ধারাবাহিক সাফল্যের চিহ্ন। তার ব্যাটিং স্টাইল ছিল আধুনিক, স্ট্রোকপ্লে ছিল চোখ ধাঁধানো। এজন্যই ক্রিকেটভক্তরা তাকে ডাকতেন "বাংলার বিরাট কোহলি" নামে।
বিতর্কে আচ্ছন্ন ক্যারিয়ারতবে এই প্রতিভাবান ক্রিকেটারের ক্যারিয়ারে ছায়া ফেলেছে মাঠের বাইরের একাধিক বিতর্ক ও শৃঙ্খলাজনিত সমস্যা। মাঠে প্রতিপক্ষকে বাজে ভাষা প্রয়োগ, মাঠের বাইরে ভক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কিংবা বিসিবির নিয়ম ভাঙার ঘটনায় তাকে একাধিকবার শাস্তির মুখোমুখি হতে হয়েছে।
তবুও ২০২২ সালে আবারো জাতীয় দলে ফেরার সুযোগ আসে। কিন্তু সে প্রত্যাবর্তন দীর্ঘস্থায়ী হয়নি। একটা সময় মনে হচ্ছিল, তিনি নিজেকে নতুন করে প্রমাণ করবেন। কিন্তু ধারাবাহিকতার অভাবে আবারও ছিটকে যান স্কোয়াড থেকে।
এখনো কি শেষ হয়ে গেছে সাব্বির?এই প্রশ্নটাই এখন ঘুরে ফিরে আসছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। কারণ জাতীয় দলের মিডল অর্ডারে এখনো স্থায়ীত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। তরুণরা সুযোগ পাচ্ছেন, কিন্তু অনেকেই বারবার ব্যর্থ হচ্ছেন। অথচ সাব্বির রহমানের মতো একজন অভিজ্ঞ ও এক্স ফ্যাক্টর ক্রিকেটার এখন দলেই নেই।
চোখে লাগার মতো ফিল্ডিং, প্রয়োজনমতো স্পিন বোলিং, আর সর্বোপরি যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা—এই সবই তো দরকার এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো মঞ্চে। তাহলে কেন তাকে রাখা হবে না বিবেচনায়?
আমরা কি এশিয়া কাপে সাব্বিরকে চাই না?বিশ্ব ক্রিকেট এখন ব্যাটিংয়ের যুগে দাঁড়িয়ে। এমন সময়ে আগ্রাসী, ভয়হীন ও ম্যাচ উইনার মানসিকতার ব্যাটসম্যানদের গুরুত্ব বাড়ছে। সাব্বির রহমান ঠিক এমনই একজন। হয়তো এখনো নিজেকে গুছিয়ে নিতে পারেন। বিসিবি যদি আরেকবার সুযোগ দেয়, তাহলে হয়তো আবারও মাঠে দেখা যাবে সেই আগ্রাসী সাব্বিরকে—যিনি এক সময় পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কার মতো দলগুলোর বিপক্ষে তাণ্ডব চালিয়েছিলেন।
সাব্বির রহমান হয়তো নিখুঁত নন, কিন্তু তার ক্রিকেট প্রতিভা অনস্বীকার্য। তার মতো খেলোয়াড়কে একবারেই হারিয়ে ফেলা, বা তাকে ঘরের বাইরে বসিয়ে রাখার সিদ্ধান্ত দেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর হতে পারে। সময় এসেছে, সাব্বিরকে আবারো ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ দেওয়ার। আমরা যদি প্রতিভার কদর না করি, তাহলে হয়তো আগামীর অনেক ‘বাংলার বিরাট কোহলি’ ঝরে যাবে অকালেই।
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- সেনানিবাসে সাবেক আইজিপির পালানোর চমকপ্রদ কৌশল ফাঁস
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- ‘এত দিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন’ নীলা ইস্রাফিলের
- ছুটি কমছে প্রাথমিক ও মাধ্যমিকের
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ব্রাজিল ও উরুগুয়ের সেমি-ফাইনাল ম্যাচ
- ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে নতুন চমক
- চিরপ্রতিদ্বন্দ্বী দলেই পাড়ি দিচ্ছেন নেইমার
- শাহজালাল বিমানবন্দরে ঘটে গেলো চাঞ্চল্যকর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
- নতুন করে আবেদন করলেন বেগম খালেদা জিয়া
- সবুজ, লাল না কালো আঙুর, কোনটিতে বেশি উপকার, জানলে আপনি অবাক হবেন
- হারাম থেকে বাঁচতে কি পালিয়ে বিয়ে করা যাবে, যা বলছে ইসলাম
- সাব্বিরকে ভুলে যাচ্ছে বিসিবি, ফিরবেন কি এশিয়া কাপে
- হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও কলম্বিয়া,জেনেনিন সময়