| ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

মো : খুরশেদ আলম

সিনিয়র রিপোর্টার

দুর্ঘটনার পরই ১১২ পাইলট অসুস্থ! রহস্যে ঘেরা বোয়িং ট্র্যাজেডি, বাড়ছে উদ্বেগ

বিশ্ব ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ জুলাই ২৬ ১২:১০:১৮
দুর্ঘটনার পরই ১১২ পাইলট অসুস্থ! রহস্যে ঘেরা বোয়িং ট্র্যাজেডি, বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: ভারতের আহমেদাবাদে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দুর্ঘটনার পর যেন নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। কারণ, ওই মর্মান্তিক বিমান দুর্ঘটনার মাত্র চার দিন পরই ১১২ জন এয়ার ইন্ডিয়া পাইলট চিকিৎসাজনিত ছুটিতে চলে যান! ভারতের কনিষ্ঠ বিমান পরিবহন মন্ত্রী মুরলিধর মোহল এই তথ্য নিশ্চিত করে বলেন, পাইলটদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এখনই গুরুত্ব দিতে হবে।

আহমেদাবাদের আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রাবাসে বিধ্বস্ত হওয়া বোয়িং বিমানে প্রাণ হারান ২৭৪ জন। এরপরই একযোগে ৫১ জন কমান্ডার ও ৬১ জন ফ্লাইট অফিসার ছুটির আবেদন করেন। বিশেষজ্ঞরা বলছেন, এতো সংখ্যক পাইলটের হঠাৎ ছুটি নেওয়া মানসিক আঘাত এবং দুশ্চিন্তারই প্রতিফলন।

মন্ত্রী জানান, ২০২৩ সাল থেকেই পাইলটদের মানসিক স্বাস্থ্য মূল্যায়নের নির্দেশনা থাকলেও এয়ারলাইন্সগুলো তা কার্যকরভাবে মানেনি। এ পরিস্থিতিতে পাইলট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের জন্য মানসিক চাপ মোকাবেলায় বিশেষ প্রশিক্ষণ ও সহকর্মীভিত্তিক সহায়তা গোষ্ঠী গঠনের প্রক্রিয়া চলছে।

এদিকে পাইলটদের ক্লান্তি, প্রশিক্ষণ ঘাটতি এবং ক্যাবিন ক্রুদের বিশ্রাম লঙ্ঘন–এসব কারণে এয়ার ইন্ডিয়া ডিজিসিএর কাছ থেকে চারটি শোকজ নোটিশ পেয়েছে। এমনকি গত ছয় মাসে প্রতিষ্ঠানটি ১৩টি নিরাপত্তা লঙ্ঘন ও দুর্ঘটনার ঘটনায় দায়ী হিসেবে চিহ্নিত হয়েছে।

তবে সবচেয়ে বড় রহস্য তৈরি করেছে বোয়িং দুর্ঘটনার প্রকৃতি। তদন্তে দেখা গেছে, বিমানের দুইটি ফুয়েল সাপ্লাই সুইচ ‘RUN’ থেকে ‘CUTOFF’ হয়ে যায় মাত্র এক সেকেন্ডের ব্যবধানে। সাধারণভাবে এটি ঘটার কথা নয়। তাই মিডিয়ায় ইচ্ছাকৃত নাশকতার অভিযোগ উঠলেও ভারতের দুর্ঘটনা তদন্ত ব্যুরো (AAIB) ও মার্কিন NTSB এই দাবি নাকচ করে দিয়েছে।

প্রতিক্রিয়ায় এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা সব বোয়িং বিমানের ফুয়েল সিস্টেম পরীক্ষা করেছে এবং যথাযথ জবাব দেবে। যদিও প্রতিষ্ঠানটির নিরাপত্তা সংস্কৃতি নিয়ে এখন বড় প্রশ্ন তৈরি হয়েছে।

FAQ:প্রশ্ন: কতজন পাইলট দুর্ঘটনার পর চিকিৎসাজনিত ছুটিতে যান?উত্তর: বোয়িং দুর্ঘটনার চার দিনের মধ্যে ১১২ জন এয়ার ইন্ডিয়া পাইলট চিকিৎসাজনিত ছুটি নেন।

প্রশ্ন: বোয়িং দুর্ঘটনার প্রকৃত কারণ কী?উত্তর: তদন্তে দেখা যায়, দুইটি ফুয়েল সুইচ হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল, যা নিয়ে নাশকতার আশঙ্কা উঠলেও তদন্তকারী সংস্থাগুলো তা ভিত্তিহীন বলছে।

প্রশ্ন: এয়ার ইন্ডিয়া কেন শোকজ নোটিশ পেয়েছে?উত্তর: পাইলটদের ক্লান্তি, প্রশিক্ষণে অনিয়ম ও ক্যাবিন ক্রুদের বিশ্রাম ভঙ্গের কারণে গত এক বছরে ৪টি শোকজ ও ১৩টি নিরাপত্তা লঙ্ঘনের নোটিশ পেয়েছে।

প্রশ্ন: পাইলটদের মানসিক স্বাস্থ্যের জন্য কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?উত্তর: মানসিক চাপ কমাতে প্রশিক্ষণ মডিউল ও সহকর্মীভিত্তিক সহায়তা গোষ্ঠী চালুর পরিকল্পনা করেছে ভারতীয় সরকার।

ক্রিকেট

টিম ডেভিডের ব্যাটে ঝড়! শেষ হলোঅস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড গড়া ম্যাচ

টিম ডেভিডের ব্যাটে ঝড়! শেষ হলোঅস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড গড়া ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন টিম ডেভিড। মাত্র ৩৭ বলে ...

আগস্টে বাংলাদেশের যত খেলা: ভারতের সিরিজ সহ যুবা এবং নারী দলের সকল খেলার সময়

আগস্টে বাংলাদেশের যত খেলা: ভারতের সিরিজ সহ যুবা এবং নারী দলের সকল খেলার সময়

নিজস্ব প্রতিবেদক: টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। ...

ফুটবল

গোল বাতিলে ক্ষোভ, তর্কে জড়ালেন নেইমার! মাঠে ফেরার পথেই বিতর্ক

গোল বাতিলে ক্ষোভ, তর্কে জড়ালেন নেইমার! মাঠে ফেরার পথেই বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: সান্তোসে স্বপ্নের প্রত্যাবর্তন হলেও, বাস্তবতা যেন প্রতিনিয়ত হতাশার পরতে জড়িয়ে ধরছে নেইমারকে। ইনজুরি, ...

শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি-আলবা

শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি-আলবা

নিজস্ব প্রতিবেদক : শেষ পর্যন্ত শাস্তি এড়াতে পারলেন না লিওনেল মেসি ও জর্দি আলবা। মেজর ...

Scroll to top

রে
Close button