
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
দুর্ঘটনার পরই ১১২ পাইলট অসুস্থ! রহস্যে ঘেরা বোয়িং ট্র্যাজেডি, বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: ভারতের আহমেদাবাদে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দুর্ঘটনার পর যেন নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। কারণ, ওই মর্মান্তিক বিমান দুর্ঘটনার মাত্র চার দিন পরই ১১২ জন এয়ার ইন্ডিয়া পাইলট চিকিৎসাজনিত ছুটিতে চলে যান! ভারতের কনিষ্ঠ বিমান পরিবহন মন্ত্রী মুরলিধর মোহল এই তথ্য নিশ্চিত করে বলেন, পাইলটদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এখনই গুরুত্ব দিতে হবে।
আহমেদাবাদের আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রাবাসে বিধ্বস্ত হওয়া বোয়িং বিমানে প্রাণ হারান ২৭৪ জন। এরপরই একযোগে ৫১ জন কমান্ডার ও ৬১ জন ফ্লাইট অফিসার ছুটির আবেদন করেন। বিশেষজ্ঞরা বলছেন, এতো সংখ্যক পাইলটের হঠাৎ ছুটি নেওয়া মানসিক আঘাত এবং দুশ্চিন্তারই প্রতিফলন।
মন্ত্রী জানান, ২০২৩ সাল থেকেই পাইলটদের মানসিক স্বাস্থ্য মূল্যায়নের নির্দেশনা থাকলেও এয়ারলাইন্সগুলো তা কার্যকরভাবে মানেনি। এ পরিস্থিতিতে পাইলট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের জন্য মানসিক চাপ মোকাবেলায় বিশেষ প্রশিক্ষণ ও সহকর্মীভিত্তিক সহায়তা গোষ্ঠী গঠনের প্রক্রিয়া চলছে।
এদিকে পাইলটদের ক্লান্তি, প্রশিক্ষণ ঘাটতি এবং ক্যাবিন ক্রুদের বিশ্রাম লঙ্ঘন–এসব কারণে এয়ার ইন্ডিয়া ডিজিসিএর কাছ থেকে চারটি শোকজ নোটিশ পেয়েছে। এমনকি গত ছয় মাসে প্রতিষ্ঠানটি ১৩টি নিরাপত্তা লঙ্ঘন ও দুর্ঘটনার ঘটনায় দায়ী হিসেবে চিহ্নিত হয়েছে।
তবে সবচেয়ে বড় রহস্য তৈরি করেছে বোয়িং দুর্ঘটনার প্রকৃতি। তদন্তে দেখা গেছে, বিমানের দুইটি ফুয়েল সাপ্লাই সুইচ ‘RUN’ থেকে ‘CUTOFF’ হয়ে যায় মাত্র এক সেকেন্ডের ব্যবধানে। সাধারণভাবে এটি ঘটার কথা নয়। তাই মিডিয়ায় ইচ্ছাকৃত নাশকতার অভিযোগ উঠলেও ভারতের দুর্ঘটনা তদন্ত ব্যুরো (AAIB) ও মার্কিন NTSB এই দাবি নাকচ করে দিয়েছে।
প্রতিক্রিয়ায় এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা সব বোয়িং বিমানের ফুয়েল সিস্টেম পরীক্ষা করেছে এবং যথাযথ জবাব দেবে। যদিও প্রতিষ্ঠানটির নিরাপত্তা সংস্কৃতি নিয়ে এখন বড় প্রশ্ন তৈরি হয়েছে।
FAQ:প্রশ্ন: কতজন পাইলট দুর্ঘটনার পর চিকিৎসাজনিত ছুটিতে যান?উত্তর: বোয়িং দুর্ঘটনার চার দিনের মধ্যে ১১২ জন এয়ার ইন্ডিয়া পাইলট চিকিৎসাজনিত ছুটি নেন।
প্রশ্ন: বোয়িং দুর্ঘটনার প্রকৃত কারণ কী?উত্তর: তদন্তে দেখা যায়, দুইটি ফুয়েল সুইচ হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল, যা নিয়ে নাশকতার আশঙ্কা উঠলেও তদন্তকারী সংস্থাগুলো তা ভিত্তিহীন বলছে।
প্রশ্ন: এয়ার ইন্ডিয়া কেন শোকজ নোটিশ পেয়েছে?উত্তর: পাইলটদের ক্লান্তি, প্রশিক্ষণে অনিয়ম ও ক্যাবিন ক্রুদের বিশ্রাম ভঙ্গের কারণে গত এক বছরে ৪টি শোকজ ও ১৩টি নিরাপত্তা লঙ্ঘনের নোটিশ পেয়েছে।
প্রশ্ন: পাইলটদের মানসিক স্বাস্থ্যের জন্য কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?উত্তর: মানসিক চাপ কমাতে প্রশিক্ষণ মডিউল ও সহকর্মীভিত্তিক সহায়তা গোষ্ঠী চালুর পরিকল্পনা করেছে ভারতীয় সরকার।
- শাহজালাল বিমানবন্দরে নতুন আইন, মানতে হবে সকল যাত্রীকে
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ইকুয়েডর ও আর্জেন্টিনার ম্যাচ,জেনেনিন ম্যাচের ফলাফল
- বাংলাদেশিদের জন্য বড় সুযোগ, প্রবাসী শ্রমিক নেয়ার ঘোষণা দিলো যে দেশ
- অবাক ক্রিকেটবিশ্ব : দেড় দিনেই ৩৫ উইকেট, স্পিনারদের স্বর্গ না কি বাজে পিচ
- আজকের সৌদি রিয়াল রেট (২৬ জুলাই ২০২৫)
- প্রবাসীরা সাবধান : অভিবাসন শর্ত না মানায় ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত
- অন্ধকারে ঢেকে যাচ্ছে পুরো পৃথিবী, থাকবে না কোন আলো
- মাত্র ১০ হাজার টাকায় Redmi নিয়ে এলো দুর্দান্ত স্মার্টফোন, এত ফিচার দেখে সবাই অবাক
- ২০২৫ কলেজ ভর্তি: যেসব কলেজে ভর্তি নিষিদ্ধ করল সরকার — দেখেনিন বিস্তারিত তালিকা ও নির্দেশনা
- সবাইকে কান্নার সাগরে ভাসিয়ে চলে গেলেন প্রবাসী বাংলাদেশী
- শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি-আলবা
- বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে আসবে ও কলেজে ভর্তি আবেদন করবেন যেভাবে
- আজকের সিঙ্গাপুর ডলারের রেট: টাকা পাঠানোর আগে জেনেনিন
- বেড়ে গেলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৫ জুলাই ২০২৫)
- একাদশ শ্রেণিতে ভর্তি ফি নির্ধারণ: সর্বোচ্চ ৮,৫০০ টাকা, ও সর্বনিম্ন মাত্র ১,৫০০