নতুন যুগে প্রবেশ করল ওমান

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত গড়ে নতুন যুগে পা রাখল ওমান। বিশ্বের প্রথম সারির মহাকাশ দেশগুলোর পাশে দাঁড়াতে এবার দেশটি গড়ে তুলেছে মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র “Etlaq”—যার মাধ্যমে ওমান পরিণত হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ প্রযুক্তির নতুন কেন্দ্রবিন্দুতে। ইতোমধ্যে উৎক্ষেপণের জন্য নির্বাচিত হয়েছে উপকূলীয় এলাকা দুকুম, যেখানে তৈরি হচ্ছে 'দুকুম-১' নামক উৎক্ষেপণ ঘাঁটি।
ওমান নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, বিষুবরেখার কাছাকাছি হওয়ায় ওমান পৃথিবীর ঘূর্ণন গতি কাজে লাগিয়ে তুলনামূলক কম জ্বালানিতে উৎক্ষেপণ করতে পারবে মহাকাশযান। ফলে প্রযুক্তিগতভাবে এটি হয়ে উঠছে অত্যন্ত কার্যকর এবং খরচ-সাশ্রয়ী স্পেসপোর্ট।
১৮ ডিগ্রি অক্ষাংশে অবস্থিত “Etlaq” কেন্দ্রটি নিরক্ষীয়, সূর্য-সমকালীন, মেরু, মাঝারি পৃথিবী ও ভূ-স্থির কক্ষপথে উৎক্ষেপণ করার সক্ষমতা রাখে। এর ফলে এটি হয়ে উঠছে একটি পূর্ণাঙ্গ বিশ্বমানের মহাকাশ উৎক্ষেপণ হাব। বিশেষজ্ঞদের মতে, জনবসতি থেকে দূরে এবং সমুদ্রতীরবর্তী স্থানে অবস্থিত হওয়ায় এই কেন্দ্রটি ঝুঁকিমুক্ত ও নিরাপদ।
ন্যাশনাল অ্যারোস্পেস সার্ভিসেস কোম্পানির (NASCOM) প্রতিষ্ঠাতা ও ‘Etlaq’ স্পেসপোর্টের সিইও সাইয়্যেদ আজান কাইস আল সাইদ বলেন, “আমরা ইতোমধ্যেই মাত্র ১৪ সপ্তাহের প্রস্তুতিতে সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য তৈরি হয়েছি। ২০২৭ সালের মধ্যে এই প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়িত হবে, যেখানে থাকবে আরও লঞ্চ প্যাড ও স্পেসক্রাফট অ্যাসেম্বলি ফ্যাসিলিটি।”
তবে এটি শুধু প্রযুক্তিগত অবকাঠামো নয়—ওমানের ‘ভিশন ২০৪০’-এর অংশ হিসেবেই এ প্রকল্পকে দেখা হচ্ছে। ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নীতি ও শাসন বিভাগের মহাপরিচালক ড. সৌদ হামিদ আল শুকাইলি বলেন, “এই প্রকল্পের মাধ্যমে আমরা ওমানি তরুণদের মহাকাশ প্রকৌশলে দক্ষ করে তুলতে চাই, যেন ওমান বিশ্বজুড়ে মহাকাশ প্রযুক্তির নেতৃত্ব দিতে পারে।”
বিশ্লেষকরা বলছেন, “Etlaq” শুধু একটি উৎক্ষেপণ কেন্দ্র নয়, বরং এটি ওমানকে প্রযুক্তিগত উদ্ভাবন, বৈশ্বিক অংশীদারিত্ব এবং অর্থনৈতিক বহুমুখীকরণের পথে নিয়ে যাবে। খুব শিগগিরই এই কেন্দ্রের সঙ্গে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ সংযুক্ত হলে মহাকাশ পর্যটন, বাণিজ্য ও গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা ঘটবে।
মহাকাশকে ঘিরে এই বিপ্লব ওমানের জন্য যেমন অর্থনৈতিক উন্নয়নের দ্বার খুলবে, তেমনি প্রবাসী বাংলাদেশিসহ বৈশ্বিক প্রযুক্তিবিদদের জন্যও তৈরি করবে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা।
- আফগান ক্রিকেটে শোকের ছায়া, মারা গেলেন আফগানিস্থানের ক্রিকেটার
- লারার রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও থেমে গেলেন মুল্ডার! কারণ জানলে আপনিও শ্রদ্ধায় নত হবেন…
- সুখবর! এই দুই দেশে যেতে বাংলাদেশিদের আর ভিসা লাগবে না
- তুমুল সংঘর্ষে ভারতে পালাল চার হাজার মানুষ
- যাদের সিম বন্ধ হয়ে যাবে: নতুন সিদ্ধান্তে বিপাকে ২৬ লাখ গ্রাহক
- একলাফে কমলো সোনার দাম
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- "বিশ্বসেরা বোলার এখন তাসকিন, রাবাদা-হ্যাজলউডকেও ছাড়িয়ে গড়লেন যে রেকর্ড
- ৭-১: গোলের পরাজয় ব্রাজিলের, এটা যেন এক জাতির কান্না
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৮ জুলাই ২০২৫)
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- চরম উত্তেজনায় এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার, সিরিজ জয়ের ম্যাচ
- জানেন স্বর্ণ আজ কত দামে বিক্রি হচ্ছে
- সিরিজ নির্ধারণী ম্যাচে পাল্টে যাচ্ছে বাংলাদেশের একাদশ, দেখেনিন কে কে আছে দলে
- শেষ ওয়ানডের আগে বড় দুশ্চিন্তা! খেলবেন তো এই টাইগার ক্রিকেটার