| ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

আ. লীগের কার্যক্রম স্থগিত, নিষিদ্ধ করা হয়নি: ড. ইউনূস

জাতীয় ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ জুন ২১ ১৮:২৯:৪৬
আ. লীগের কার্যক্রম স্থগিত, নিষিদ্ধ করা হয়নি: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, বরং তাদের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দলটির নির্বাচনে অংশগ্রহণ নিয়েও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি; এটি পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ার বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (২১ জুন) বিবিসি ইংরেজিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ড. ইউনূস। সাক্ষাৎকার গ্রহণ করেন সাংবাদিক রাজিনি বৈদ্যনাথন। পরে সাক্ষাৎকারটির গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ করে বিবিসি বাংলা।

সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। দলটির কার্যক্রম শুধু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর আওতায় নির্বাচনেও তাদের অংশগ্রহণ আপাতত স্থগিত রয়েছে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সেটি নির্ভর করছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর। এটি কমিশনের একচেটিয়া এখতিয়ার।”

এ সময় সাংবাদিক জানতে চান, ক্ষমতাসীন দলের অনুপস্থিতিতে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে? জবাবে ড. ইউনূস বলেন, “জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর সম্প্রতি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে নির্দিষ্ট কোনো দল নয়—মানুষের অংশগ্রহণই মুখ্য। যদি মানুষ ভোট দিতে পারে, তাহলে সেটিই প্রকৃত অংশগ্রহণমূলক নির্বাচন।”

তিনি আরও বলেন, “প্রথমে দেখা দরকার, জনগণ আসলে আওয়ামী লীগকে চায় কি না। জনগণ যদি ভোট দিতে পারে, তারা যাকে খুশি তাকে বেছে নেবে। আমাদের দায়িত্ব সেই পরিবেশ নিশ্চিত করা।”

সাক্ষাৎকারে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রসঙ্গেও কথা বলেন ড. ইউনূস। তিনি বলেন, “বিচারিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আমরা চাই, সবকিছু হোক আইনের মাধ্যমে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক আইনি পদ্ধতি অনুসরণ করা হবে। যেমনটা অন্যান্য দেশেও করা হয়। আমরা কাউকে জোর করে ধরে আনতে পারি না, এটিই বাস্তবতা।”

বর্তমানে বাংলাদেশের রাজনীতি এক অস্থির ও সংবেদনশীল সময় পার করছে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার অনেক প্রশ্নের উত্তর দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন নজর থাকবে নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্ত ও রাজনীতির গতিপ্রকৃতির ওপর।

ক্রিকেট

বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত শিগগিরই

বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত শিগগিরই

নিজস্ব প্রতিবেদক: ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে চতুর্থ ম্যাচে জাসপ্রিত বুমরাহকে খেলানো হবে কি না, ...

টি-টোয়েন্টির রেকর্ডবুকে মুস্তাফিজ, ইতিহাস গড়লেন কাটার মাস্টার

টি-টোয়েন্টির রেকর্ডবুকে মুস্তাফিজ, ইতিহাস গড়লেন কাটার মাস্টার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেটের গর্ব মুস্তাফিজুর রহমান আবারও জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ...

ফুটবল

বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, নতুন মৌসুমেই আসতে পারে বড় সিদ্ধান্ত

বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, নতুন মৌসুমেই আসতে পারে বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বার্সেলোনার জার্সিতে এক দশক পার করে দেওয়া জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান এবার ...

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তে গোল করে নেপালকে ৩–২ ...

Scroll to top

রে
Close button