
MD: Maruf Hosen
Senior Reporter
ঐকমত্যের সংলাপে বেধে গেল তুমুল ঝড়! ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেল তিন রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐকমত্যের লক্ষ্যে আয়োজিত সংলাপে আজ দেখা গেল সম্পূর্ণ বিপরীত চিত্র! রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে তৃতীয় দিনের বৈঠকে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ, আর সেখান থেকেই শুরু হয় নাটকীয়তা। একে একে সংলাপ ত্যাগ করেন তিনটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, যাদের অভিযোগ—সংলাপের নামে চলছে পক্ষপাতমূলক আচরণ।
বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় গণফ্রন্ট, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। দুপুর পর্যন্ত আলোচনা ছিল বেশ শান্তিপূর্ণ। কিন্তু বিকেল ৩টায় বিরতির পর ফের শুরু হওয়া অধিবেশনে তৈরি হয় নাটকীয় টানাপোড়েন।
বিকাল পৌনে ৪টার দিকে প্রথম ক্ষোভে ফেটে পড়েন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। বক্তব্য না দেওয়ার সুযোগ পাওয়ার অভিযোগ তুলে উচ্চস্বরে প্রতিবাদ জানিয়ে হল ত্যাগ করেন তিনি। সাংবাদিকদের সামনে এসে বলেন,“এটা সংলাপ নয়, পক্ষপাতের প্রহসন চলছে। নিজেদের ইচ্ছেমতো নাটক সাজিয়ে সংলাপ সাজানো হচ্ছে। নিরপেক্ষ সরকারের নিশ্চয়তা না এলে আমরা এর অংশ হব না।”
তারপরই হল ছাড়েন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন,“জামায়াতের তিনজনকে টানা বক্তব্যের সুযোগ দেওয়া হয়েছে, অথচ আমাদের একজনকেও কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এটি এক ধরনের পরিকল্পিত বৈষম্য।”
তৃতীয় দল হিসেবে বেরিয়ে যান এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। একসাথে তিন দলের বেরিয়ে যাওয়া সংলাপকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেয়।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক পদক্ষেপ নেয় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার সহকারী মনির হায়দার। তড়িঘড়ি করে তিন নেতার সঙ্গে সংলাপের বাইরে আলাপ করে তাদের ফেরাতে সক্ষম হন তারা। কিছুক্ষণ পরেই ওই নেতারা ফের সংলাপে ফিরে আসেন।
সংলাপের সভাপতিত্ব করেন কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেনসহ আরও অনেকে।
উল্লেখ্য, এটাই প্রথমবার নয়—গতকালও সংলাপ থেকে হঠাৎ বেরিয়ে গিয়েছিল জামায়াতে ইসলামী। একদিন পর আবারও আলোচনায় ফিরে এসেছিল তারা।
যেখানে মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্যের ভিত্তি স্থাপন, সেখানে আজকের মতো ঘটনার পুনরাবৃত্তি দেখিয়ে দিল—ঐকমত্যের পথে এখনো অনেক ‘অমত’ রয়ে গেছে।
- গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বলছে ভারত
- চরম দু:সংবাদ : ৩০ জুনের মধ্যে চিরতরে বাতিল হয়ে যাবে ৬ শ্রেণির দলিল
- ৭৯ রানে ধস, তবুও অপরাজিত থেকে ফাইনালে রংপুর
- পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
- ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ফুটবল ইতিহাসে নজির, ২২-০ গোলে শেষ হলো বাংলাদেশের ম্যাচ
- আজ অধিনায়ক হিসেবে সাকিবের নতুন মিশন শুরু
- বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ
- তৃষ্ণার জোড়া গোলে এইমাত্র শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ
- শুক্রবার মিলবে ১ জিবি ফ্রি ইন্টারনেট, কীভাবে পাবেন জানুন বিস্তারিত
- ভুঁড়ি কমাতে ভাত ছাড়তে হবে না, বদলাতে হবে অভ্যাস
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট (১৮ জুলাই ২০২৫): জেনেনিন কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- আজ মাঠে তিন টি-টোয়েন্টি লড়াই, দেখবেন কোন চ্যানেলে
- বাংলাদেশিদের ভিসা দেয়া নিয়ে মুখ খুললো ভারত
- আজ ১৮ জুলাই, ২০২৫ তারিখ : দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট
- টি-টোয়েন্টির রেকর্ডবুকে মুস্তাফিজ, ইতিহাস গড়লেন কাটার মাস্টার