নতুন করে অশান্ত হয়ে উঠেছে আন্দোলন, সরকারি অফিসে আগুন

আবারও দাঙ্গা-হাঙ্গামা। মেইতেই নেতাসহ পাঁচ জনকে গ্রেফতারি ঘিরে বিক্ষোভের জেরে নতুন করে অশান্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর! রবিবার রাতেও দফায় দফায় উত্তেজনা ছড়ায় মণিপুরের বিভিন্ন প্রান্তে। মশাল হাতে মিছিল, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ, এমনকি সরকারি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীদের হটাতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়।
পূর্ব ইম্ফল জেলায় ইয়াইরিপোক তুলিহাল অঞ্চলে মহকুমাশাসকের দফতরে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও সরকারি নথিপত্র নষ্ট হয়নি বলেই প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। কে বা কারা ওই অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।
পূর্ব ইম্ফলের ওয়াংখেই, ইয়াইরিপোক এবং খুরাইতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষুব্ধরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়কে রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় সেখানে।
পশ্চিম ইম্ফল জেলায় কাকেইথেল এবং সিংজামেই জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। আধিকারিক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিক্ষোভকারীদের হটাতে রবার বুলেটও ব্যবহার করা হয়েছে।
সোমবার সকালেও ইম্ফলের কিছু জায়গায় রাস্তার উপর পোড়া টায়ার পড়ে থাকতে দেখা গিয়েছে। সেগুলো থেকে তখনও ধোঁয়া উঠছিল। নিরাপত্তাবাহিনী যাতে এলাকায় না পৌঁছোতে পারে, তার জন্য রাস্তা বন্ধ করে দেওয়ারও চেষ্টা করা হয় পশ্চিম ইম্ফলের কিছু অঞ্চলে।
পিটিআই জানিয়েছে, ওই জেলার সেকমাই এবং কোইরেঙ্গেই অঞ্চলে রাস্তার উপর মাটির ঢিবি তৈরি করেন বিক্ষোভকারীরা। নিরাপত্তাবাহিনী যাতে এলাকায় প্রবেশ করতে না পারে, সে জন্যই মাটির ঢিবি তৈরি করা হয়েছিল।
মণিপুর পুলিশের এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, পরিস্থিতি এখনও বেশ উত্তেজনাপূর্ণ রয়েছে। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি জায়গায় বাঁশ দিয়ে রাস্তা আটকে রেখেছেন। যদিও ইম্ফল বিমানবন্দর দিকে যাওয়ার রাস্তাসহ বেশ কয়েকটি জায়গায় অবরোধ হটিয়ে দিয়েছে নিরাপত্তাবাহিনী।
শনিবার মেইতেই গোষ্ঠীভুক্ত সংগঠন আরামবাই টেংগোলের এক কমান্ডারসহ পাঁচ জনকে গ্রেফতার করে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবং সিবিআই। সেখান থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায়। কী কারণে তাদের গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে সোমবার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে মণিপুর পুলিশ।
পুলিশ জানিয়েছে, ইম্ফল থেকে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অসীম কানন সিংহ নামে এক সাবেক পুলিশকর্মী। অস্ত্র পাচার-সহ বিভিন্ন গুরুতর অপরাধের জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ ছাড়া গত বছরের ১৭ জানুয়ারি পুলিশের উপর হামলার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে এনআইএ। তাদের মধ্যে দু’জন দু’টি পৃথক কুকি সংগঠনের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।
- স্কুলে ছুটি : আসছে নতুন ঘোষণা
- চরম দু:সংবাদ : বন্ধ হলো ভিসা
- হতবাক ক্রিকেট বিশ্ব : এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত
- না খেলেই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, ঘোষণা হবে বিকেল ৩টায়
- ঘরে ঘরে জ্বর নিয়ে দু:শ্চিন্তা :ডেঙ্গু না টাইফয়েড, বাঁচতে করণীয় কী জানুন এখনই
- আগামী ৩ বছর যে দলের হয়ে খেলতে চান মেসি
- রাজধানীতে ভয়াবহ আগুন : আতঙ্কে ব্যবসায়ী ও পথচারীরা
- আজকের সৌদি রিয়ালের রেট কত, জেনিন কোথায় মিলছে সর্বোচ্চ দাম
- বিমানের মধ্যেই সহযাত্রীকে থাপ্পড়, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- ব্যর্থ বিসিবি, এশিয়া কাপে বড় সুযোগ হারাল বাংলাদেশ
- ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন
- নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ
- চরম দু:সংবাদ : শাহজালাল বিমানবন্দরের বাড়ছে দুর্ঘটনার শঙ্কা