পিএসএলের সবচেয়ে সেরা একাদশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শিরোপা উৎসবের রঙ এখনও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাতাসে। ঠিক এমন সময়েই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ করল এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর 'টিম অব দ্য টুর্নামেন্ট'। যেন একঝাঁক পারফরমারকে নিয়ে গড়া তারার মিছিল। এই মিছিলে নেতৃত্বে রয়েছেন শিরোপাজয়ী অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।
১১ এপ্রিল থেকে শুরু হয়ে ২৫ মে পর্যন্ত টানা ছয় সপ্তাহ টান টান উত্তেজনায় চলা এই আসরের পর্দা নামে লাহোর কালান্দার্সের হাতে চ্যাম্পিয়ন ট্রফি উঠিয়ে। ফাইনালে তারা হারায় কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে ৬ উইকেটে। আর এরই ধারাবাহিকতায় পিসিবির বাছাই করা সেরা একাদশেও জায়গা করে নিয়েছে লাহোরের তিন তারকা—শাহীন, সিকান্দার রাজা ও ফখর জামান।
তিনে তিন লাহোরের, আফ্রিদির ঝলক
১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়ে সেরা উইকেটশিকারি শাহীন আফ্রিদি পেয়েছেন ‘ফজল মাহমুদ ক্যাপ’, সঙ্গে নেতৃত্ব দিয়েছেন দলকে। বল হাতে আগুন ঝরিয়েছেন, কৌশলে প্রতিপক্ষকে করেছেন বিভ্রান্ত। অলরাউন্ড পারফরম্যান্সে নজর কেড়েছেন সিকান্দার রাজা—২৫৪ রান, সঙ্গে ১০ উইকেট। আর ফখর জামান ছিলেন সেই চেনা রূপেই—দ্রুত রান, বড় ইনিংস; ১৩ ম্যাচে ৪৩৯ রান করে চারবার পেরিয়েছেন অর্ধশতকের গণ্ডি।
কোয়েটার ত্রয়ীও দেখিয়েছে দ্যুতি
ফাইনাল হারলেও কোয়েটা গ্ল্যাডিয়েটরসও রেখেছে সেরা একাদশে দাপট। ৩৯৯ রান করে হাসান নওয়াজ দিয়েছেন ওপেনিংয়ে আস্থার ছাপ। ফাহিম আশরাফ আবার দুই ভূমিকাতেই সফল—১৭ উইকেট আর ১৬৩ রান। লেগস্পিনার আবরার আহমেদও সমান সংখ্যক উইকেট নিয়ে জায়গা করে নিয়েছেন এই সম্মানজনক তালিকায়।
বিদেশি ছোঁয়ায় করাচি কিংস
করাচি কিংসের হয়ে বিদেশি পারফরমাররাই যেন আলো ছড়িয়েছেন বেশি। ডেভিড ওয়ার্নার (৩৬৮ রান) ও জেমস ভিন্স (৩৭৮ রান) ব্যাট হাতে নিয়মিত জুগিয়েছেন রান। অভিজ্ঞ হাসান আলি ১৭ উইকেট নিয়ে ছিলেন বল হাতে আস্থার প্রতীক। করাচির আরেকজন, খুশদিল শাহ, ২৫৩ রান ও ৭ উইকেট নিয়ে হয়েছেন ১২তম খেলোয়াড়।
রান মেশিন ফারহান ও উদীয়মান আলি রেজা
ইসলামাবাদ ইউনাইটেডের সাহিবজাদা ফারহান ছিলেন টুর্নামেন্টের রান মেশিন—১২ ম্যাচে ৪৪৯ রান করে পেয়েছেন ‘হানিফ মোহাম্মদ ক্যাপ’। সেরা একাদশে তিনিই উইকেটকিপারের ভূমিকায়। পেশোয়ার জালমির তরুণ পেসার আলি রেজা ৯ ম্যাচে ১২ উইকেট নিয়ে জায়গা করে নিয়েছেন দলে, ভবিষ্যতের তারকা হিসেবে রেখে গেছেন স্পষ্ট ছাপ।
এইচবিএল পিএসএল ১০ – সেরা একাদশ:
১. ফখর জামান (লাহোর কালান্দার্স)
২. সাহিবজাদা ফারহান (ইসলামাবাদ ইউনাইটেড) – উইকেটরক্ষক
৩. ডেভিড ওয়ার্নার (করাচি কিংস)
৪. জেমস ভিন্স (করাচি কিংস)
৫. হাসান নওয়াজ (কোয়েটা গ্ল্যাডিয়েটরস)
৬. সিকান্দার রাজা (লাহোর কালান্দার্স)
৭. ফাহিম আশরাফ (কোয়েটা গ্ল্যাডিয়েটরস)
৮. শাহীন শাহ আফ্রিদি (লাহোর কালান্দার্স) – অধিনায়ক
৯. হাসান আলি (করাচি কিংস)
১০. আলি রেজা (পেশোয়ার জালমি)
১১. আবরার আহমেদ (কোয়েটা গ্ল্যাডিয়েটরস)
১২তম খেলোয়াড়: খুশদিল শাহ (করাচি কিংস)
লিগের রোমাঞ্চ যেমন জমেছিল মাঠে, তেমনি সেরা একাদশ গড়ার লড়াইটাও ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রতিটি পারফরম্যান্স পেছনে ফেলে যারা জায়গা করে নিয়েছেন এই একাদশে, তারা নিঃসন্দেহে ২০২৫ সালের পিএসএলের প্রকৃত নায়কের আসনে। এখন অপেক্ষা, পরের মৌসুমে কে ছিনিয়ে নেবে আলোচনার মুকুট!
- সকলেই সাবধান : শেখ হাসিনাকে নিয়ে নতুন ঘোষণা দিলো সরকার
- শেষ হলো ভারত বনাম বাংলাদেশের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ, জানুন ফলাফল
- সুখবর না দুশ্চিন্তা? হঠাৎ বদলে গেল স্মার্টফোনের ডায়াল প্যাড, জেনে নিন করণীয়
- পাল্টে গেল আপনার ফোনের ডায়াল প্যাড: সুখবর না দুশ্চিন্তা, জেনেনিন সমাধান
- ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল
- বাংলাদেশের ভবিষ্যৎ লেখা হচ্ছে দিল্লিতে? রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছে নতুন খবর
- ব্রেকিং নিউজ : এশিয়া কাপের চুড়ান্ত দল ঘোষণা করলো বিসিবি
- সুখবর! ভিসা ছাড়াই এবার যে দুই দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
- পিনাকী দাদা প্রমাণ করলেন ‘কাটা দিয়ে কাটা তুলতে হয়’: রাশেদ খান
- লন্ডন থেকে রাজনৈতিক আশীর্বাদ নিয়ে বিসিবি নির্বাচনে তামিম
- এশিয়া কাপ : ভারত পাকিস্থান ম্যাচ নিয়ে এইমাত্র পাওয়া গেলো নতুন খবর
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ২২/৮/২০২৫ তারিখ
- টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)
- আজকের আন্তর্জাতিক মুদ্রা রেট (২২ আগস্ট ২০২৫): কোন দেশের টাকার দাম বাড়লো
- দুবাইয়ে ৪ মাসের মধ্যেই ৩ কোটির লটারি জয় প্রবাসীর