নারীর প্রেমে ঘর ছাড়লেন নারী: ব্যতিক্রমী ঘটনার চাঞ্চল্য”

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এক ব্যতিক্রমী প্রেমের ঘটনার সৃষ্টি হয়েছে। স্বামী ও সন্তান ফেলে আরেক নারীর প্রেমে পড়ে ঘর ছেড়েছেন মারুফা (২৫) নামের এক গৃহবধূ। প্রেমিকাও নারী—মুন্সীগঞ্জ সদর উপজেলার রামাগাঁও গ্রামের স্বপ্না (৩৫)। বর্তমানে তারা গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়ায় এক ভাড়া বাসায় একসঙ্গে বসবাস করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুক ও টিকটকের মাধ্যমে মারুফা ও স্বপ্নার পরিচয় হয়। এরপর হোয়াটসঅ্যাপে দীর্ঘদিন কথাবার্তা চালাতে চালাতে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। চার মাস আগেও তারা একবার পালিয়ে যান। সর্বশেষ গত শনিবার (২৪ মে) রাতে তারা শ্রীপুরের মাওনা এলাকায় রফিক মিয়ার ভাড়া বাসায় ওঠেন।
দুজনেই বিবাহিত এবং সন্তানও রয়েছে। মারুফার এক সন্তান ও স্বপ্নার তিন সন্তান রয়েছে। মারুফার স্বামী শাহজাহান জানান, “মারুফা আমার দ্বিতীয় স্ত্রী। আগেও একবার পালিয়ে গিয়েছিল, পরে বুঝিয়ে ফিরিয়ে এনেছিলাম। এবার আবার চলে গেছে।”
মারুফা বলেন, “আমি পরিবারকে বোঝানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু তারা আমাদের সম্পর্ক মানতে রাজি নয়। তাই বাধ্য হয়েই ঘর ছেড়েছি।” স্বপ্না বলেন, “আমি মারুফাকে ভালোবাসি। সে আমার কাছে এসেছে। আমি তাকে আর যেতে দেব না। বাঁচলে একসঙ্গে বাঁচব, মরলেও একসঙ্গে মরব।”
তবে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শত শত মানুষ ভিড় করছেন ভাড়া বাড়িটির সামনে। বাড়ির মালিক রফিক মিয়া বলেন, “এক নারী আরেক নারীর প্রেমে পড়ে ঘর ছেড়ে আসার ঘটনা জীবনে প্রথম দেখলাম।”
রফিকের স্ত্রী রিনা জানান, “শনিবার রাত ৯টার দিকে দুই নারী ঘর ভাড়া নেন। সারা রাত তারা ঝগড়া করছিল। সন্দেহ হওয়ায় রোববার রাতে যাচাই করি এবং নিশ্চিত হই যে, তারা দুজনেই নারী। একজন হিজরা টাইপের। অপরজনকে দিয়ে দেহ ব্যবসা করানোরও সন্দেহ আছে। তাই রাতে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়।”
এদিকে ৭০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা রতন মিয়া বলেন, “নারীর সঙ্গে নারীর প্রেম আমার জীবনে প্রথম শুনলাম। এটা সম্পূর্ণ অনৈতিক কাজ। প্রতিহত করা উচিত।”
ঘটনার ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, “এ ধরনের কোনো ঘটনার তথ্য আমাদের জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
- করোনা ভাইরাস : স্কুল বন্ধ রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- আসন্ন নির্বাচনে বিএনপি কতটি আসন পাবে জানালেন : নাসীরুদ্দীন পাটওয়ারী
- হেড কোচ হলেন ডোয়াইন ব্রাভো, বাংলাদেশে সিমন্স, আর ঘরে ফিরলেন 'স্যার চ্যাম্পিয়ন'
- প্রবাসীদের জন্য সুখবর, শুল্ক ছাড়াই আনতে পারবেন যে ১৯ পণ্য
- কমছে স্বর্ণের দাম
- কত বছর খাজনা না দিলে জমি খাস হয়ে যায়
- নারীরা কেন বিবাহিত পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন
- আজকের ১৮ ক্যারেট,২১ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম জেনেনিন
- কম বয়সী ছেলেদের প্রতি কেন নারীদের বেশী আকর্ষণ
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: চতুর্থ দিন শেষে বড় লিড পেলো বাংলাদেশ
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৯ জুন ২০২৫)
- ইশরাক,কে নিয়ে বিএনপিকে যে বার্তা পাঠালো অন্তবর্তী সরকার
- FIFA ক্লাব বিশ্বকাপ ২০২৫: এক নজরে ৮ গ্রুপের পয়েন্ট টেবিল
- সপ্তাহের কোন দিন নারীর ইচ্ছা তীব্রতর হয়