| ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মুখোশ খুলতেই চমক, একসঙ্গে পর্দায় চঞ্চল-জয়া-অপি করিম আসছে 'উৎসব'

বিনোদন ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ মে ১৫ ১১:০৮:০২
মুখোশ খুলতেই চমক, একসঙ্গে পর্দায় চঞ্চল-জয়া-অপি করিম আসছে 'উৎসব'

তারকারা এলেন মুখোশ পরে, একে একে খুললেন মুখোশ—আর তখনই জমে উঠল মিলনমেলা! ‘উৎসব’ নামের এক ব্যতিক্রমী সিনেমা নিয়ে হাজির হয়েছেন দেশের শীর্ষস্থানীয় অভিনয়শিল্পীরা। ঈদকে কেন্দ্র করে নির্মাতা তানিম নূরের এই চলচ্চিত্র ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।

১৩ মে সন্ধ্যায় একটি আমন্ত্রণপত্রে শুধু নির্মাতার নাম থাকলেও কেউ জানতেন না, সিনেমার নাম কী, কারা অভিনয় করছেন! তবে আয়োজনস্থলে একে একে হাজির হন দেশের প্রথম সারির তারকারা—সবার মুখেই মুখোশ! কিছুক্ষণ পর মুখোশ খুলতেই একে একে বেরিয়ে এলেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, জাহিদ হাসান, অপি করিম, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, সুনেরাহ বিনতে কামাল ও সাদিয়া আয়মান।

ঘোষণা করা হয়, সিনেমার নাম ‘উৎসব’। তবে এই ‘উৎসব’ শুধুই নাম নয়—এটি একসময়ের হারিয়ে যাওয়া পারিবারিক সিনেমা দেখার ঐতিহ্যের প্রতিচ্ছবি। পরিচালক তানিম নূর জানান, এই সিনেমা একরকম আধুনিক চিঠি—পাঠানো হয়েছে নব্বই দশকের সোনালি সময় থেকে। যেখানে ঈদ মানেই পরিবারের সবাই মিলে টিভির সামনে বসে নাটক বা সিনেমা দেখা ছিল রেওয়াজ। সেই অভিজ্ঞতা ফেরাতেই এই প্রয়াস।

সিনেমার পোস্টারে চোখে পড়েছে এক অনন্য বার্তা—‘পরিবার ছাড়া দেখা নিষেধ’! নির্মাতার ভাষায়, “এটা শুধু গিমিক নয়, বরং সিনেমার মূল বার্তাই এটুকুতেই লুকানো।”

চমকে ভরা কাস্টিং: ভূতের চরিত্রে চঞ্চল, জয়া ও অপি!এই সিনেমায় আরও এক অনন্য বৈশিষ্ট্য—তিনটি ভূতের উপস্থিতি! চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন সেই ভূতের চরিত্রে, যে সোনালি অতীত ফিরিয়ে আনে। জয়া আহসান রূপালি পর্দায় নিয়ে যাওয়া ভূত আর অপি করিম দেখা দেবেন জীবনযুদ্ধের ভূত হিসেবে।

তবে গল্পের মোড় কেমন হবে, সেটা এখনই প্রকাশ করতে নারাজ নির্মাতা। দর্শকের জন্য থাকছে বিশেষ চমক।প্রবীণ অভিনেতা জাহিদ হাসান বলেন, “এ ধরনের গল্পে কাজ করে আমি ভীষণ তৃপ্ত। এখনকার সময়ে এমন সিনেমা পাওয়া ভাগ্যের ব্যাপার।”অপির ভাষায়, “এই প্রজন্ম আমাদের একসঙ্গে কাজ করতে দেখেইনি। এমন সুযোগ হাতছাড়া করা ঠিক হতো না।”চঞ্চল চৌধুরী বললেন, “এই সিনেমার প্রতিটি চরিত্রই যেন আলাদা একটি গল্প। এটা আমাদের সংস্কৃতির গল্প।”

ইন্তেখাব দিনার জানালেন, “গল্পটা পড়ে শৈশবের কথা মনে পড়ে গেছে। মনে হলো—এ তো আমাদেরই গল্প।”

প্রযোজনা ও মুক্তি:‘উৎসব’ প্রযোজনা করছে ডোপ প্রোডাকশনস, সহপ্রযোজনায় রয়েছে চরকি ও লাফিং এলিফ্যান্ট। ঈদুল আজহার সময়েই সিনেমাটি মুক্তি পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।

চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি বলেন, “এই সময়ের দর্শকের জন্য পারিবারিকভাবে দেখার মতো সিনেমার অভাব রয়েছে। ‘উৎসব’ সেই জায়গা থেকে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে।”

ক্রিকেট

টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে

টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে

নিজস্ব প্রতিবেদক: খেলাধুলার আসর মানেই সবার মধ্যে আলাদা এক উত্তেজনা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ...

‘আরও ২ ওভার, তবুও উইকেটশূন্য সাকিব – বাড়ছে অপেক্ষা’

‘আরও ২ ওভার, তবুও উইকেটশূন্য সাকিব – বাড়ছে অপেক্ষা’

নিজস্ব প্রতিবেদক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাঠে নামলেও এখনও কাঙ্ক্ষিত মাইলফলকের দেখা পাচ্ছেন না সাকিব ...

ফুটবল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

"ভারতে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা, কেরালায় হবে প্রীতি ম্যাচ"

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য আসছে দারুণ এক চমক। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল আগামী নভেম্বরে ...

Scroll to top

রে
Close button