| ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

আইপিএল ২০২৫- চরম উত্তেজনায় শেষ হলো কোলকাতা ও লখনউয়ের ম্যাচ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ এপ্রিল ০৮ ২০:০২:৪৪
আইপিএল ২০২৫- চরম উত্তেজনায় শেষ হলো কোলকাতা ও লখনউয়ের ম্যাচ

ইডেন গার্ডেন্স – কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ। যেখানে গর্জে উঠার কথা ছিল রাহানে বাহিনীর, সেখানেই চুপসে গেল তাঁদের আত্মবিশ্বাস। আইপিএল ২০২৫-এর ২১ নম্বর ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল কেকেআর। ম্যাচ জেতার দারুণ সুযোগ থাকলেও শেষ পর্যন্ত বিশাল ব্যবধানে হারতে হল রাহানেদের।

লখনউয়ের রানের পাহাড়

প্রথমে ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস বুঝিয়ে দেয়, তারা আজ কিছু একটা বিশেষ করে দেখাবে। উদ্বোধনী জুটি মিচেল মার্শ ও এইডেন মার্করাম শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। ১১তম ওভারে মার্করাম ফিরলেও ৪৭ রানের একটি কার্যকর ইনিংস খেলেন তিনি। অপরদিকে মার্শ করেন ৮১ রান মাত্র ৪৮ বলে। কিন্তু আসল ধ্বংসযজ্ঞ চালান ক্যারিবিয়ান স্টাইলের নিকোলাস পুরান। ৩৬ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি কেকেআর বোলারদের নাকানিচুবানি খাইয়ে দেন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে লখনউ তোলে ২৩৮ রানের বিশাল স্কোর।

রাহানেই একমাত্র আলো, বাকিরা ছায়া

এই বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে কেকেআর শুরুটা কিছুটা ইতিবাচক করে। সুনীল নারিনের ১৩ বলে ৩০ রানের ইনিংস কিছুটা গতি এনে দেয় ইনিংসে। কিন্তু একের পর এক উইকেট পতনে ম্যাচ হাতছাড়া হতে থাকে। অধিনায়ক অজিঙ্কা রাহানে সামনে থেকে নেতৃত্ব দেন – মাত্র ২৬ বলে হাফসেঞ্চুরি এবং শেষে ৬১ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংস যতটা স্বস্তির, বাকিদের ব্যর্থতা ততটাই হতাশাজনক।

আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, রঘুবংশী – কেউই বড় ইনিংস খেলতে পারেননি। রাহানের আউটের পর যেন কেকেআর ব্যাটিং ধসে পড়ে। রবি বিষ্ণোই, আকাশ দীপ এবং শার্দূল ঠাকুররা যথাক্রমে বল হাতে কেকেআরের ব্যাটিংকে ছিন্নভিন্ন করে দেন।

ম্যাচের ফলাফল:লখনউ সুপার জায়ান্টস জয়লাভ করে বড় ব্যবধানে। কেকেআর-এর এমন পরাজয়ে পয়েন্টস টেবিলে তাদের স্থান এখন হুমকির মুখে। মরশুমের মাঝপথে এসে এই ধরণের পারফরম্যান্স দলটির আত্মবিশ্বাসে বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।

ইডেনে নিজেদের দর্শকদের সামনে এত বড় হার কেকেআরের জন্য চরম লজ্জার। ব্যাটে-বলে একসঙ্গে পারফর্ম করতে না পারলে যে কোনো ম্যাচ জেতা কঠিন – আজকের ম্যাচ সেটারই স্পষ্ট প্রমাণ। সামনে কেকেআরের কঠিন লড়াই অপেক্ষা করছে – দেখার অপেক্ষা, রাহানে ও তাঁর দল কীভাবে ঘুরে দাঁড়ায়।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) টিভি পর্দায় রয়েছে ব্যস্ততম খেলার দিন। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ...

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে গঠিত দল নিয়ে এবারো বড় প্রত্যাশা ছিল। ...

ফুটবল

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মরশুম। ...

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩-১ ...

Scroll to top

রে
Close button