আইপিএল ২০২৫- চরম উত্তেজনায় শেষ হলো কোলকাতা ও লখনউয়ের ম্যাচ

ইডেন গার্ডেন্স – কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ। যেখানে গর্জে উঠার কথা ছিল রাহানে বাহিনীর, সেখানেই চুপসে গেল তাঁদের আত্মবিশ্বাস। আইপিএল ২০২৫-এর ২১ নম্বর ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল কেকেআর। ম্যাচ জেতার দারুণ সুযোগ থাকলেও শেষ পর্যন্ত বিশাল ব্যবধানে হারতে হল রাহানেদের।
লখনউয়ের রানের পাহাড়
প্রথমে ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস বুঝিয়ে দেয়, তারা আজ কিছু একটা বিশেষ করে দেখাবে। উদ্বোধনী জুটি মিচেল মার্শ ও এইডেন মার্করাম শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। ১১তম ওভারে মার্করাম ফিরলেও ৪৭ রানের একটি কার্যকর ইনিংস খেলেন তিনি। অপরদিকে মার্শ করেন ৮১ রান মাত্র ৪৮ বলে। কিন্তু আসল ধ্বংসযজ্ঞ চালান ক্যারিবিয়ান স্টাইলের নিকোলাস পুরান। ৩৬ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি কেকেআর বোলারদের নাকানিচুবানি খাইয়ে দেন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে লখনউ তোলে ২৩৮ রানের বিশাল স্কোর।
রাহানেই একমাত্র আলো, বাকিরা ছায়া
এই বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে কেকেআর শুরুটা কিছুটা ইতিবাচক করে। সুনীল নারিনের ১৩ বলে ৩০ রানের ইনিংস কিছুটা গতি এনে দেয় ইনিংসে। কিন্তু একের পর এক উইকেট পতনে ম্যাচ হাতছাড়া হতে থাকে। অধিনায়ক অজিঙ্কা রাহানে সামনে থেকে নেতৃত্ব দেন – মাত্র ২৬ বলে হাফসেঞ্চুরি এবং শেষে ৬১ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংস যতটা স্বস্তির, বাকিদের ব্যর্থতা ততটাই হতাশাজনক।
আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, রঘুবংশী – কেউই বড় ইনিংস খেলতে পারেননি। রাহানের আউটের পর যেন কেকেআর ব্যাটিং ধসে পড়ে। রবি বিষ্ণোই, আকাশ দীপ এবং শার্দূল ঠাকুররা যথাক্রমে বল হাতে কেকেআরের ব্যাটিংকে ছিন্নভিন্ন করে দেন।
ম্যাচের ফলাফল:লখনউ সুপার জায়ান্টস জয়লাভ করে বড় ব্যবধানে। কেকেআর-এর এমন পরাজয়ে পয়েন্টস টেবিলে তাদের স্থান এখন হুমকির মুখে। মরশুমের মাঝপথে এসে এই ধরণের পারফরম্যান্স দলটির আত্মবিশ্বাসে বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।
ইডেনে নিজেদের দর্শকদের সামনে এত বড় হার কেকেআরের জন্য চরম লজ্জার। ব্যাটে-বলে একসঙ্গে পারফর্ম করতে না পারলে যে কোনো ম্যাচ জেতা কঠিন – আজকের ম্যাচ সেটারই স্পষ্ট প্রমাণ। সামনে কেকেআরের কঠিন লড়াই অপেক্ষা করছে – দেখার অপেক্ষা, রাহানে ও তাঁর দল কীভাবে ঘুরে দাঁড়ায়।
- সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- প্রবাসীদের পাসপোর্ট-সহ সবকিছু পুড়ে ছাই
- দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
- চরম দু:সংবাদ : নিষিদ্ধ হলেন টাইগার ক্রিকেটার
- ভারত পাকিস্থান সংঘাত : ড. ইউনুসের অবস্থান গুরুত্বপূর্ণ
- প্রবাসীরা সাবধান : জরিমানা ৫০ হাজার রিয়াল, সাথে ৬ মাসের জেলও
- তবে কী ৫ লাখ ছাড়াবে স্বর্ণের দাম, যে ভবিষ্যদ্বাণী
- যে সিদ্ধান্তের কারনে এবার বেকায়দায় ভারত
- চরম দু:সংবাদ : কপাল পুড়লো কয়েক হাজার প্রবাসীর
- বড় সুখবর পেলেন পিনাকী ভট্টাচার্য
- বিয়ের রাতেই শরীরের খেলা,ভাইরাল ভিডিও
- আইপিএলে সাকিব: ২০ লাখ রুপি দিয়ে কিনতে চাইছে যে দল
- নতুন বিধিমালা প্রকাশ করলো সৌদি
- কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে
- পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের প্রস্তুতি, ভারতীয় সেনার মাস্টারপ্ল্যান