সৌদি থেকে ফিরল প্রবাসী নারী শায়েরার লাশ

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নির্যাতিত নারী শ্রমিকদের দেশে ফেরানোর ঘটনা নতুন নয়। তবে এবার সৌদিতে নিহত নারায়ণগঞ্জের এক অসহায় নারী শ্রমিকের পরিচয় শনাক্ত করে তার লাশ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) রাত ৭টা ৫৮ মিনিটে বিমান বাংলাদেশের BG340 ফ্লাইটে করে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় শায়েরার লাশ। সরকারের সহায়তায় তার পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয় এবং দাফনের জন্য সরকারি খরচে একটি চেক প্রদান করা হয়।
নিখোঁজ থেকে মৃত্যু—এক করুণ পরিণতি
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মো. ফয়সাল জানান, ২৫ ফেব্রুয়ারি রিয়াদের শুমাইছি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শায়েরা (৪৩)। তবে তার পাসপোর্টে ভুল নাম্বার থাকায় পরিবারের সন্ধান পাওয়া যাচ্ছিল না। সৌদিতে প্রতিদিন অসংখ্য প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়, ফলে লাশ ১৪ দিনের বেশি সংরক্ষণ করা সম্ভব হয় না। নির্ধারিত সময়ের মধ্যে পরিচয় শনাক্ত না হলে সৌদি সরকার নিজ দায়িত্বে মরদেহ দাফন করে।
লাশ শনাক্তের জন্য ১৩ দিন পর দূতাবাসের পক্ষ থেকে মানবাধিকার বাংলাদেশ-এর মহাসচিব সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতির সহায়তা চাওয়া হয়। তিনি মাত্র একদিনের মধ্যে শায়েরার পরিবারের সন্ধান বের করে তাদের মাধ্যমে লাশ শনাক্ত করেন।
পরিবারের করুণ অবস্থা
তালাকপ্রাপ্তা হতদরিদ্র নারী শায়েরা ২০২২ সালের ২১ এপ্রিল কর্মসংস্থানের জন্য সৌদি আরবে পাড়ি জমান। তার চারজন এতিম সন্তান রয়েছে, যারা আত্মীয়দের কাছে বড় হচ্ছে।
সোনিয়া দেওয়ান প্রীতি বলেন, “দূতাবাসের আবেদনের প্রেক্ষিতে যখন পরিবারটিকে খুঁজে বের করলাম, তখন জানতে পারলাম তারা ভুলভাবে আরও এক বছর আগে শায়েরার মৃত্যুর খবর পেয়েছিল। মূলত, কর্মী হিসেবে সৌদিতে গেলেও শায়েরা পালিয়ে যান এবং এরপর তার জীবন নানা সংকটে পড়ে। দীর্ঘদিন পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার ফলে ভুল তথ্য পেয়ে তারা ধারণা করেছিল যে তিনি বছরখানেক আগেই মারা গেছেন।”
সহায়তার প্রতিশ্রুতি
পরিবারের আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে সোনিয়া দেওয়ান প্রীতি নিজ উদ্যোগে সরকারি খরচে লাশ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি দাফনের জন্য ৩৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন।
তিনি আরও বলেন, “ঈদ পরবর্তী সময়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব শায়েরার রেখে যাওয়া চার এতিম শিশুর জন্য একটি আর্থিক অনুদান সংগ্রহ করতে। ইতিমধ্যেই এ সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।”
মানবাধিকার কর্মীর প্রচেষ্টা
মানবিক কাজের জন্য পরিচিত সোনিয়া দেওয়ান প্রীতি এর আগেও সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নির্যাতিত অসংখ্য নারী কর্মীকে দেশে ফিরিয়ে এনেছেন।
গত ২২ ফেব্রুয়ারি তিনি সৌদিতে নির্যাতিত নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকার এক নারী গৃহশ্রমিককেও দেশে ফিরিয়ে আনেন। দীর্ঘদিন ধরে প্রবাসী নারী শ্রমিকদের অধিকার, পারিশ্রমিক আদায় ও কল্যাণে কাজ করে আসছেন তিনি।
- হোটেল থেকে দেহব্যবসার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- আজ এসএসসি পরিক্ষার রেজাল্ট প্রকাশ: দ্রুত অনলাইনে রেজাল্ট দেখার সহজ উপায়
- টি-20,তে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ,দেখেনিন ২ দলের একাদশ ও ম্যাচ শুরুর সময়সূচি
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- তরুণ অলরাউন্ডারের ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেটবিশ্ব
- ক্লাব বিশ্বকাপের মহাযুদ্ধ: ফাইনালে চেলসি বনাম পিএসজি, কখন দেখবেন ম্যাচ
- যে কারনে ধানের শীষ প্রতীক হতে পারবে না বললেন : সারজিস আলম
- ফিফার নতুন র্যাঙ্কিং প্রকাশ : চমক দেখালো আর্জেন্টিনা, জেনেনিন ব্রাজিল ও বাংলাদেশের অবস্থান
- প্রথম টি-টোয়েন্টি: নাঈম-শামীমের ব্যাটে শ্রীলঙ্কাকে বিশাল রানের টার্গেট দিলো বাংলাদেশ
- এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীর সংখ্যা জানলে চমকে যাবেন
- মেসির টানা ৯ ম্যাচে ৯০ মিনিট : চিন্তিত মাসচেরানো, দিলেন কঠিন বার্তা
- প্রবাসীদের জন্য বড় সুখবর: সৌদিতেও নিজের বাড়ি কেনা যাবে! জানুন কবে থেকে শুরু, কোন কোন শহরে মিলবে সুযোগ
- বোল্টের ছক্কার তাণ্ডব দেখলো ক্রিকেট বিশ্ব
- ইন্টার মিয়ামি বনাম নিউ ইংল্যান্ড : মেসির জোড়া গোল, শেষ হলো ইতিহাস গড়া ম্যাচ