| ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

আরও একবার তামিমের ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেট বিশ্ব

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ মার্চ ১২ ১৬:৪৪:০৪
আরও একবার তামিমের ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেট বিশ্ব

ঢাকা প্রিমিয়ার লিগে তামিম ইকবাল টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেলেন। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৯ উইকেটের জয়ে তাঁর দল উঠে এসেছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। প্রাইম ব্যাংকের বিপক্ষে সহজ জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

টানা দ্বিতীয় সেঞ্চুরি এল তামিম ইকবালের ব্যাট থেকে। তাতে তাঁর দল মোহামেডান ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পেয়েছে ৯ উইকেটের বড় জয়। শুরুতে ব্যাট করে ৪৮.৪ ওভারে ১৮৭ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স। মোহামেডান ৩২.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়।

সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ব্রাদার্সের কোনো ব্যাটসম্যানই তেমন সুবিধা করতে পারেননি। ৫৯ বলে দলটির পক্ষে ৭ চারে সর্বোচ্চ ৪৩ রান করেন ইমতিয়াজ হোসেন। ৫৫ বলে ৩২ রান আসে আইচ মোল্লার ব্যাট থেকে। মোহামেডানের হয়ে ১০ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট পান তাইজুল ইসলাম, ৩ উইকেট নেন আবু হায়দার।

রান তাড়ায় তামিমের সঙ্গে ওপেন করতে নেমে মাত্র ২ রান করে আউট হন মেহেদী হাসান মিরাজ। এরপর অপরাজিত জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তামিম ও মাহিদুল ইসলাম। ৯ চার ও ৪ ছক্কায় ৯৬ বলে ১০৫ রান করেন তামিম, ৯৫ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন মাহিদুল।

আগের ম্যাচে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়া প্রাইম ব্যাংক আজ খেই হারিয়ে ফেলেছে। ৪২২ রান করার পরের ম্যাচেই ১৫২ রানে অলআউট হয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ৮ উইকেটে হেরেছে। ছোট লক্ষ্য ১৬০ বল বাকি রেখে টপকে গেছে রূপগঞ্জ।

চার ম্যাচের তিনটিতে জেতা দলটির পয়েন্ট এখন ৬। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানেরও পয়েন্ট সমান ৬ করে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় রূপগঞ্জ আছে শীর্ষে। দুইয়ে আবাহনী, তিনে মোহামেডান।

সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংকের হয়ে একপ্রান্ত আগলে রাখেন মোহাম্মদ নাঈম। ৮৩ বলে সর্বোচ্চ ৮১ রান করেন এই ওপেনার। কিন্তু বাকি ব্যাটসম্যানদের আসা–যাওয়ার মিছিলে খুব বেশি দূর যেতে পারেনি তারা। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বলে ২০ রান করেন শাহাদাত হোসেন। রূপগঞ্জের হয়ে ১০ ওভারে ৩৭ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাইফ হাসান, ৩ উইকেট নেন তানজিম হাসান।

রান তাড়া করতে নেমে ৩৫ বলে ১৬ রান করে আউট হয়ে যান রূপগঞ্জ ওপেনার সাইফ হাসান। এরপর সৌম্য সরকারের সঙ্গে ৫২ রানের জুটিতে দলকে জয়ের কাছে পৌঁছে দেন তানজিদ হাসান। ৪৯ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৮ রান করে তানজিদ আউট হয়ে গেলেও অপরাজিত থাকেন সৌম্য সরকার। ৪০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫০ রান আসে সৌম্যর ব্যাট থেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

ম্যাচসেরার পুরস্কার হাতে সাকিব

ম্যাচসেরার পুরস্কার হাতে সাকিব

নিজস্ব প্রতিবেদক : অবশেষে স্বস্তির দেখা পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ...

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে ব্যস্ত সন্ধ্যা। ইউএস ওপেন টেনিসে ...

ফুটবল

বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: জানুন সময়সূচি ও লাইভ দেখার উপায়

বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: জানুন সময়সূচি ও লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: চমৎকার জয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। এখন তাদের সামনে আবারও নেপাল। চারজাতি অনূর্ধ্ব-১৭ ...

চরম দু:সংবাদ :আর ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউসও

চরম দু:সংবাদ :আর ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউসও

নিজস্ব প্রতিবেদক:ফুটবল দুনিয়ায় আবারো হতাশার খবর দিলেন নেইমার জুনিয়র। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা ...

Scroll to top

রে
Close button