৪৭.৩ ওভার, ৭০৮ রান: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বরেকর্ড গড়লো অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক: টুর্নামেন্ট শুরুর আগেই চোট, ফর্মহীনতা আর অপ্রত্যাশিত সিদ্ধান্তে কোণঠাসা অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্স আর জস হ্যাজলউডের অনুপস্থিতি, সঙ্গে স্টয়নিসের অবসরের ঘোষণা—সব মিলিয়ে একরকম দুঃস্বপ্ন নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করেছিল অজিরা। তবে ক্রিকেট ইতিহাস জানে, চাপের মুখে দাঁড়িয়ে লড়াই করার মতো দল খুব কমই আছে অস্ট্রেলিয়ার মতো।
ইংল্যান্ডের দুর্দান্ত সূচনা, বেন ডাকেটের রেকর্ড গড়া ইনিংস
টস জিতে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েই ইংলিশ ব্যাটাররা ঝড় তুললেন। ওপেনার বেন ডাকেট তো যেন অন্য গ্রহের ব্যাটার! চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলে ফেললেন তিনি, মাত্র ১৪৩ বলে ১৬৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস। জো রুটের সঙ্গে গড়ে তুললেন ১৫৮ রানের অনবদ্য জুটি, যেখানে রুট করেন ৬৮ রান।
তবে বাকিরা খুব বেশি সুবিধা করতে পারেননি। ব্রুক (৩), বাটলার (২৩) আর লিভিংস্টোন (১৪) ছিলেন অনুজ্জ্বল। তবুও ডাকেটের অতিমানবীয় ইনিংসে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড—৩৫১ রান।
বিশাল লক্ষ্য, অথচ দাপট দেখাল অস্ট্রেলিয়া
৩৫২ রানের বিশাল লক্ষ্যে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি অস্ট্রেলিয়ার। মাত্র ১০ রানেই ফিরে যান ট্রাভিস হেড, ১২ রানে বিদায় নেন স্টিভ স্মিথও। কিন্তু এরপরই ম্যাচ ঘুরতে থাকে।
প্রথমে ম্যাথু শর্ট (৫৫) আর ল্যাবুশেন (৪৭) গড়ে দেন ভিত, এরপর জস ইংলিশ আর অ্যালেক্স ক্যারি যোগ করেন ১৪৬ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ। ক্যারি ৬৯ রানে ফিরলেও অপরপ্রান্তে ইংলিশ তখনো টিকে। তার সঙ্গে যোগ দেন বিধ্বংসী গ্লেন ম্যাক্সওয়েল।
শেষদিকে ম্যাক্সওয়েল-ইংলিশের জুটিতে মাত্র ৩৬ বলে ৭৪ রান যোগ হয়। ইংলিশ অপরাজিত থাকেন ১২০ রানে, ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতকে স্মরণীয় এক ম্যাচ উপহার দেন তিনি। মাত্র ৪৭.৩ ওভারে ৩৫৬ রান তুলে নতুন বিশ্বরেকর্ড গড়ে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
আইসিসি টুর্নামেন্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের ইতিহাস
এই ম্যাচের মাধ্যমে আইসিসির যে কোনো টুর্নামেন্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
ইংলিশ বোলাররা ছিলেন ব্যর্থ। আর্চার, আদিল রশিদ ও মার্ক উড প্রত্যেকে একটি করে উইকেট নেন। কিন্তু জস ইংলিশের অতিমানবীয় ব্যাটিংয়ে ভর করে অজিরা ছিনিয়ে নেয় ঐতিহাসিক জয়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত সূচনা করল অস্ট্রেলিয়া। এখন দেখার বিষয়, তারা কি পারবে শিরোপার দিকে এগিয়ে যেতে?
জামাল/
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিয়ে উড়িয়ে দিলো ট্রাক, আহত ৮ সেনাসদস্য
- সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল
- এনসিপিতে পদত্যাগের হিড়িক: আরও চার নেতার একযোগে পদত্যাগ
- নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা সরাসরি জানালো নির্বাচন কমিশনার
- জাতিসংঘে বড় কূটনৈতিক লড়াই: একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ